বেক্সিমকোর তিন কোম্পানিতে বিএসইসির পরিচালক নিয়োগ
০১ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
কোম্পানি তিনটি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিকিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিক্স। পরিচালক নিয়োগ করে ৩১ ডিসেম্বর আদেশ জারি করেছে সংস্থাটি।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা প্রয়োজন বলে মনে করে কমিশন- স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিএসইসি এমনটাই বলেছে।
জানতে চাইলে বিএসইসির মুখপাত্র রেজাউল করিম সমকালকে বলেন, উল্লেখিত তিন কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদ বহাল রয়েছে। বিদ্যমান পরিচালকদের সাথে নতুন পরিচালকরা যুক্ত হবেন।
রেজাউল করিম বলেন, কোম্পানিগুলো পরিচালনায় অধিক স্বচ্ছতা নিশ্চিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কমিশনের নতুন সিদ্ধান্তের কারণে তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালকরা সংখ্যা গরিষ্ঠ হবেন।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পরিবর্তন হবেন কিনা- এমন প্রশ্নে বিএসইসির এ মুখপাত্র বলেন, কমিশনের আদেশে এ বিষয়ে কিছু বলা হয়নি। এর অর্থ চেয়ারম্যানরা বহাল আছেন। তবে আগামীতে পরিচালকরা সিদ্ধান্ত নেবেন, তারা বর্তমান চেয়ারম্যানের অধীনে পর্ষদ সভা করবেন, নাকি নিজেদের থেকে নতুন কাউকে নির্বাচন করবেন।
স্বতস্ত্র পরিচালক নিয়োগের ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত এবং মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গত ১১ ডিসেম্বর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিসমূহে বিএসইসি স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ২৯ ডিসেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।
যারা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন- বেক্সিমকো লিমিটেডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মো. শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, ইনফিনিজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালট্যান্ট শেখ নাহার মাহমুদ ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। আলোচ্য নয় স্বতন্ত্র পরিচালক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডেরও স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন। এছাড়া শাইনপুকুর সিরামিকস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে অধ্যাপক মো. শাহিনুর ইসলাম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মির্জা আমিনুর রহমান, এম নুরুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী ও আনোয়ার হোসেনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বিএসইসি।
এই পরিচালকদের নিয়োগ ৩১ ডিসেম্বর কমিশনের জারি করা আদেশের মাধ্যমে কার্যকর হয়েছে। তারা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরবর্তী পরিচালনা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান
আমরা কি সুন্দর তাই না?
ইথিওপিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প ,আতঙ্কে জনজীবন
দেবহাটায় তিনটি বিদেশি পিস্তল -গুলিসহ একজন আটক
হরিরামপুরে নাশকতা মামলার আসামী দিনমজুর কাঠমিস্ত্রির নিত্য সরকারের কারাগারে মৃত্যু
টঙ্গীবাড়ীতে রাস্তার উপরেই বিদ্যুতের খুঁটি!
চীনে চাকরির বাজারের সংকট ,উচ্চশিক্ষিত যুবকরা কম যোগ্যতার চাকরি নিচ্ছে
রাজবাড়ীতে এফিডেভিট এর ফাঁদে বাল্য বিয়ে
বিয়ে এখনও হয়নি,কেবল ছবি তোলা হয়েছে: তাহসান খান
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
ওবায়দুল কাদের ও তার ভাই এ জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল-ফখরুল ইসলাম
মধ্যরাতে শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন
ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
হাত পা বেধে একটি কারখানায় ডাকাতি ৪০ লাখ টাকার মালামাল লুট
চলতি মৌসুমে শতকোটি টাকার ফুল বিক্রির আশা গদখালীর চাষিদের
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেড়েছে
মালয়েশিয়ার দুই রাজ্যে বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী আটক
নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে বন্দী অ্যারন ব্রায়ান গাঞ্চেসের আবেদন
বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েন চান ফ্যাসিস্ট হাসিনার হিন্দু নিপীড়নে চুপ থাকা জিবিএইচসি