জালনোট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে
২৭ এপ্রিল ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৬ পিএম
দেশে অর্থনৈতিক সংকটের চর্তুমুখী প্রভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বৈদেশিক বাণিজ্যে ডলারের সংকট, টাকার অবমূল্যয়ণের ফলে মূল্যস্ফীতি এবং জনদুর্ভোগ ক্রমে প্রকট আকার ধারণ করছে। অর্থনীতির এসব সংকটের পেছনে দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট কাজ করছে। বল্গাহীন দুর্নীতি, ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের মত বিষয়গুলো দীর্ঘদিন ধরে আলোচিত হলেও এসব দূর করতে বড় ধরণের কোনো উদ্যোগ বা অগ্রগতি পরিলক্ষিত হয়নি। দেশীয় মূদ্রায় মূল্যস্ফীতি বাড়িয়ে তোলার পেছনে জালনোট চক্রের প্রভাবকে খাটো করে দেখার সুযোগ নেই। দেশে গড়ে ওঠা জালনোট চক্রের অপতৎপরতা অর্থপাচার ও ডলার সংকটে নাকাল অর্থনীতিকে আরো জটিল করে তোলার আশঙ্কা প্রবল। এতদিন গোপনে, হাতে হাতে জালনোট বাজারজাতকারীরা এখন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্লাটফর্ম হিসেবে বেছে নেয়ায় এই আশংকার মাত্রা বহুগুণ বেড়ে গেছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে অনলাইনে জালনোট বাজারজাত করার যে সব তথ্য বেরিয়ে এসেছে, তা রীতিমত উদ্বেগজনক। গতকাল ইনকিলাবে প্রকাশিত রিপোর্টে কথিত জালনোট চক্রের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এক শ্রেণীর সদস্যের সম্পৃক্ততার তথ্যও বেরিয়ে এসেছে।
প্রতি বছর দুই ঈদের সময় জালনোট চক্রসহ পেশাদার অপরাধী চক্রকে নানামুখী তৎপরতায় সক্রিয় থাকতে দেখা যায়। মাঠের তৎপরতার পাশাপাশি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে অসংখ্য মানুষকে জালনোটের ব্যবসায় জড়িয়ে ফেলার তৎপরতা খুবই মারাত্মক বিষয়। পোশাক-আশাক, খাদ্যপণ্য, ইলেক্ট্রনিক্স, গৃহস্থালি পণ্যের মত টার্গেটেড ব্যক্তিদের হাতে স্বল্প দামে লাখ টাকার জালনোটের বান্ডিল হোম ডেলিভারি করে অল্প সময়ের মধ্যে কোটি কোটি জালমূদ্রা বাজার ছড়িয়ে দেয়ার মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক লেনদেনকে অনেক বেশী ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে। বলা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর শৈথিল্য কিংবা পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরণের অপতৎপরতা অব্যাহত রাখা অসম্ভব। ঈদের আগে ঢাকায় জালনোট হোম ডেলিভারী চক্রের কতিপয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খিলগাঁও থেকে জালটাকা তৈরীতে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টারসহ এই চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে রাজধানীতে অন্তত ৪০টি জালনোট চক্র সক্রিয় থাকার তথ্য বেরিয়ে এসেছে। অবশ্য বিপুল জালটাকাসহ এই চক্রের একাধিক সদস্য পুলিশের হাতে আটক হওয়ার খবর এর আগেও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আইনানুগ প্রক্রিয়ায় জালনোট চক্রের সদস্যদের কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার তথ্য প্রকাশিত হতে কখনো দেখা যায়নি। জালনোটসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সহজেই আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে পুনরায় অপরাধে জড়ানোর অভিযোগও আছে। কোথায় কোথায় কাদের কাছে ইতিমধ্যে জালনোট সরবরাহ করা হয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেতে তথ্য নিয়ে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং জালনোট উদ্ধার করতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জালনোট বাজারজাত করার তৎপরতা থেকে এই চক্রের বিস্তার ও দু:সাহসের বার্তা পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রভাবশালী মহলের মদত ছাড়া এটা অসম্ভব।কোটি কোটি টাকার জালনোট ছড়িয়ে দেয়ার মাধ্যমে এমনিতেই গভীর সংকটে থাকা অর্থনীতিকে আরো গভীর খাদের মধ্যে ঠেলে দেয়া হচ্ছে। এ ধরণের তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক, ইন্টিলিজেন্স ইউনিটসহ সরকারের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ যাবৎ বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া জালনোট চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ ও নজরদারির মাধ্যমে সবগুলো চক্রের সদস্যদের ধরে আইনের আওতায় আনতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জালনোট ছড়িয়ে দিতে যারা কাজ করছে তাদের চিহ্নিত করা কোনো কঠিন কাজ নয়। সাইবার ক্রাইম ইউনিটকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাজারে জালটাকা শনাক্তকরণ ব্যবস্থা জোরদার করার পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। জালনোট চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে গত এক দশকে দেশে বড় বড় অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত ব্যক্তিদেরকেও আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের সঠিক বাস্তবায়ন না থাকার কারণেই অর্থনৈতিক জালিয়াতিসহ অপরাধমূলক তৎপরতা বন্ধ হচ্ছে না।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ