ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

দেশের ভাবমর্যাদা রক্ষা করতে হবে

Daily Inqilab ইনকিলাব

১৪ জুন ২০২৩, ০৮:০৭ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১২:০১ এএম

মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক ব্যবস্থা হরণের প্রশ্নে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপর আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকান্ড, ফোর্স ডিজঅ্যাপিয়ারেন্স বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম ও মত প্রকাশের স্বাধীনতা খর্বের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই সরকারের উপর চাপ অব্যাহত থাকলেও সরকারের অগ্রাহ্য ও অস্বীকার প্রবণতার কারণে এসব বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুষ্ঠু বিচারের তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় ২০২১ সালের ডিসেম্বরে এলিট ফোর্স র‌্যাব ও পুলিশের ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। সে সময় র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের শীর্ষ পর্যায় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দৌড়ঝাঁপ করতে দেখা গেলেও ইতিমধ্যে সংঘটিত গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের আওতায় আনার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখা যায়নি। উপরন্তু মার্কিন নিষেধাজ্ঞার পরিধি অনির্ধারিতভাবে বিস্তৃত হয়েছে। মানবাধিকার লঙ্ঘণ থেকে সুষ্ঠু, অবাধ নির্বাচনের শর্ত হিসেবে ভিসা পলিসির আওতায় দেশের প্রায় সব বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের কর্মকর্তা থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, প্রশাসনের আমলাসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মী পর্যন্ত মার্কিন ভিসানীতির সম্মুখীন। মে মাসের ৩ তারিখে মার্কিন ভিসানীতির চিঠি পাঠানোর পর গত দেড়মাসে সরকার ও বাহিনীসমুহের উপর পশ্চিমা চাপ ক্রমবর্ধমান বেড়ে চলেছে।

গত মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান জোসেফ বোরেলের কাছে লেখা এক চিঠিতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো চিঠিতে সরকারী সংস্থাগুলোর মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চনে বাংলাদেশের জনগণের অংশগ্রহণের সর্বোত্তম সুযোগ করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জরুরি উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। একের পর এক নিষেধাজ্ঞার হুমকিসহ পশ্চিমা উন্নয়ন সহযোগীদের অব্যাহত চাপের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অঙ্গণ ইতিমধ্যে অস্থির-টালমাটাল হয়ে উঠেছে। বিদ্যমান সংবিধান ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে সরকার ও বিরোধীদলগুলো যার যার অবস্থানে এখনো অনড় রয়েছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজের সুযোগ দেয়ার ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে। গত সোমবার অনলাইনে পাঠানো বার্তায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যারোইসের প্রতি এই আহ্বান জানায় এইটআরডাব্লিউ। র‌্যাবের কর্মকর্তাদের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা, মার্কিন ভিসা পলিসির পর এইচআরডাব্লিউর এই চিঠি আমাদের সরকার ও বাহিনীগুলোর জন্য মোটেই আত্মমর্যাদার বিষয় নয়।

স্বাধীনতাযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী জাতীয় নিরাপত্তা ও আত্ম মর্যাদার প্রতীক। পুলিশ বাহিনীও কম গৌরবের অধিকারী নয়। দীর্ঘদিন ধরে পুলিশসহ সশস্ত্রবাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অধীনে বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বৈশ্বিক শান্তিরক্ষায় পেশাদার কর্মনিষ্ঠা, সাহসিকতা ও সাফল্যের কারণে বাংলাদেশের সদস্যরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশে যে কোনো দুর্যোগে এবং বিভিন্ন দেশে শান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনে প্রশংসনীয় ভূমিকা পালন করছে, সেই বাহিনীর সদস্যরা আজ নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার বাস্তবতায় উপনীত হয়েছে, যা দুর্ভাগ্যজনক। বিচারবর্হিভুত হত্যাকান্ড, গুম-খুন, মিথ্যা মামলায় বিরোধীদলের লাখ লা নেতাকর্মীকে হয়রানির মত ঘটনার অভিযোগগুলো এড়িয়ে যাওয়া যায়না। ক্ষমতাসীনদের অধীনে বিগত দুইটি জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি বলে যে সব অভিযোগ তোলা হচ্ছে তাও অমূলক নয়। এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাতে সরকার ব্যর্থ হওয়ার কারণেই একের পর এক আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে দেশ। জাতিসংঘ মিশনের সুযোগ পাওয়া বিভিন্ন বাহিনীর সদস্যরা শান্তিরক্ষায় বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নিজ পরিবার ও দেশের কোটি কোটি ডলারের রেমিটেন্স আয়ের সুযোগ পাচ্ছেন। কথিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশের মানুষের আকাঙ্খা ও গণতান্ত্রিক ব্যবস্থার কমিটমেন্ট রক্ষায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক উদ্যোগের মধ্য দিয়ে দেশের ভাবমর্যাদা ফিরিয়ে আনার পাশাপাশি ক্রমবর্ধমান সংকট নিরসন অসম্ভব নয়।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে