সাইবার অপরাধ বাড়ছেই
০১ জুলাই ২০২৩, ০৭:২৮ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য বলছে, দেশে বর্তমানে সাইবার অপরাধ বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০১৯ সালে যা ছিল ১৫ শতাংশের কাছাকাছি। বয়সভিত্তিক সাইবার অপরাধের বিশ্লেষণে দেখা যাচ্ছে, এ ধরনের অপরাধে অভিযুক্তদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩০ বছর। আক্রান্তদের বড় অংশও কম বয়সী। কাজেই সাইবার পরিসরে তরুণ প্রজন্ম কতটা নিরাপত্তাহীন, তা এ তথ্যেই স্পষ্ট। কেবল তরুণরাই নয়, সাইবার পরিসরে বয়োজ্যেষ্ঠরাও নিরাপদ নয়। নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা দিন দিন হুমকিতে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হচ্ছে ব্যক্তির গুরুত্বপূর্ণ তথ্য। সাধারণ মানুষ তো বটেই, ফিশিংয়ের মাধ্যমে হ্যাক করা ওইসব তথ্য ব্যবহার করে নানা প্রতারণার জালে, মানহানিকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে, এমনকি সমাজ-রাষ্ট্রের গণ্যমান্যদেরও। সাম্প্রতিক সময়ে উন্নত দেশগুলোয় অন্যান্য অপরাধ কমে গেলেও সাইবার অপরাধের হার ব্যাপকভাবে বেড়েছে।
অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা, যৌন হয়রানিসহ আরও অনেক অপরাধ বাংলাদেশে অনেক আগে থেকেই চলছে। কিন্তু বর্তমানে নতুন ধরনের অপরাধ শঙ্কার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এইসব অপরাধের জন্য অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা অ্যাপে অপরাধীদের ভিন্ন ভিন্ন দল তৈরি হয়েছে। এদিকে দেশে শিশু নির্যাতন বেড়েছে নানাভাবে। চারদিকের পরিবেশ থেকে শুরু করে এমনকি অনেকে নিজ পরিচিত ভূবনেও অনিরাপদ। সমাজ ও রাষ্ট্র শিশুদের শিশুবান্ধব নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ হচ্ছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিদিন কমবেশি চারশ’ শিশু সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। এসব শিশুর অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তরুণ বয়সে এরাই বেছে নেয় আত্মহত্যার পথ। বর্তমান সময়ে সব বয়সী শিশু-কিশোরই এখন ইন্টারনেট ব্যবহার করছে। কিন্তু এদের অনেকেই নিজেকে সুরক্ষিত রেখে ইন্টারনেট ব্যবহার করতে জানে না। অনেকের অনলাইনে ‘যৌন নির্যাতন’ বা ‘যৌন শোষণ’ সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই। আবার যৌন নির্যাতনের শিকার হলেও পরিবারকে জানাতে ভয় পায়। আইনের আশ্রয়ও নেয় না তারা। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা, শিশুদের বিনোদন ও সৃজনশীল কাজের প্ল্যাটফর্ম বাড়ানো দরকার।
অবশ্য পাঠ্যক্রমে কীভাবে অন্তর্ভুক্ত করা হবে, শিক্ষকেরা শ্রেণিকক্ষে কীভাবে পড়াবেন, শিক্ষার্থী-অভিভাবকেরা কীভাবে নেবেন বিষয়গুলো ভেবে সিন্ধান্ত নিতে হবে। বিশেষজ্ঞদের মত হচ্ছে, ইন্টারনেট ব্যবহার করে শিশুকে অশালীন বার্তা, ছবি বা ভিডিও প্রদান করা, আবেগীয় সম্পর্ক স্থাপন করে যৌনকর্মে নিয়োজিত করা, শিশুর বিবিধ পরিস্থিতির সুযোগ নিয়ে বা অর্থ, উপহারের মাধ্যমে যৌন অঙ্গভঙ্গি বা আচরণে প্ররোচিত করা, যৌন সম্পর্ক স্থাপন করে স্থিরচিত্র বা ভিডিও ছড়িয়ে দেওয়া বা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যৌন সম্পর্কে বাধ্য করার মাধ্যমে অনলাইনে যৌন নির্যাতন করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, শিশু আইন-২০১৩, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন-২০০৬ এসব আইনে অনলাইনে নির্যাতনের শিকার হলে প্রতিকারের সুযোগ হয়েছে। কিন্তু খুব কম সংখ্যক ভুক্তভোগীই এ সুযোগ গ্রহণ করে থাকে। তবে এই আইনগুলো সহজ ভাষায় ও সংক্ষিপ্তভাবে পাঠ্যক্রমে রাখা প্রয়োজন বলে আমাদের মত। অনলাইনে নির্যাতনের ঘটনা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। ফলে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলেই অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধে কার্যকর ফল আসবে কি না তা আরও যাচাই-বাছাইয়েরও দরকার। শিশুদের জন্য নিরাপদে অনলাইন ব্যবহার নিশ্চিত করতে বিষয়টি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তির পাশাপাশি দরকার বহুমুখী উদ্যোগ।
তবে সাইবার ক্রাইম রোধে আইনের সঠিক বাস্তবায়ন সবচেয়ে বেশি জরুরি। পাশাপাশি অনলাইনকেন্দ্রিক অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে বিভিন্ন অ্যাপস বন্ধের প্রয়োজন বলে মনে করি আমরা। এটিও ঠিক যে, কেবল নিষিদ্ধ করে ব্যবহার ঠেকানো যায় না। এর জন্য দুইটি বিষয়ে জোর দেওয়া প্রয়োজন। যেমন- সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা আরও বাড়ানো দরকার, বাড়ানো দরকার ‘প্যারেন্টাল গাইডেন্স।’ সন্তান যে গ্যাজেটটি ব্যবহার করছে তার প্যারেন্টাল কন্ট্রোল অন করে দিতে হবে। ফলে সন্তান যদি কোনো নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে, সাইটে ঢোকে বা গ্রুপে তৎপর হয় তাৎক্ষণিকভাবে তিনি তার নোটিফিকেশন পাবেন। সমস্যা হচ্ছে সাইবার অপরাধের ধরন প্রতিদিনই পাল্টে যাচ্ছে। তার সেই অনুযায়ী আমাদের তদন্ত, অনুসন্ধান এবং প্রযুক্তি আপডেট করতে হবে।
লেখক: চিকিৎসক ও কলামিস্ট
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১ জন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা