ইউরোপজুড়ে ইসলাম ও মুসলমান বিদ্বেষ
০১ জুলাই ২০২৩, ০৭:৩০ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০১ এএম
গত মঙ্গলবার ফ্রান্সে ১৭ বছর বয়সী এক মুসলমান কিশোরকে পুলিশ নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। ওইদিন সকালে প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেল নামের ওই কিশোরকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। নাহেল তা অমান্য করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃতু হয় নাহেলের। এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে পুরো ফ্রান্স। বিক্ষোভকারীরা সড়কে বিক্ষোভ করছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যনুযায়ী, ফ্রান্সজুড়ে ৪২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েকটি শহরে কারফিউও জারি করা হয়েছে। পুলিশের গুলিতে নাহেলের মৃত্যুর ঘটনা অত্যন্ত নির্মম। ফ্রান্সের মতো সভ্য দেশে এ ধরনের ঘটনা আশা করা যায় না। যদিও এই ফ্রান্সেই কয়েক বছর আগে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে সেখানের মুসলমানরা প্রতিবাদমুখর হয়ে উঠেছিল। দেখা যাচ্ছে, দেশটিতে বিগত কয়েক বছরে যে কয়টি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই ইসলাম ও মুসলমান বিদ্বেষ থেকে ঘটেছে। পুলিশের গুলিতে কিশোর নেহালের মৃত্যুর ঘটনা সেখানের সমাজেও বেশ নাড়া দিয়েছে। মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। পুলিশের এ ধরনের আচরণ তারা কিছুতেই মানতে পারছে না। বলা যায়, ফ্রান্সের বিবেকবান মানুষ এর প্রতিবাদে রাস্তায় নেমেছে।
নেহাল হত্যাকা-ের পরদিন, অর্থাৎ পবিত্র ঈদুল আজহা’র দিন আরেকটি নেক্কারজনক ঘটনা ঘটেছে সুইডেনে। গত বুধবার (২৮ জুন) স্টকহোমের একটি মসজিদের সামনে পুলিশি নিরাপত্তায় সলওয়ান মোমিকা নামে এক ব্যক্তি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরিফের একটি কপি পুড়িয়ে দেয়। মুসলমানদের অন্যতম উৎসব ঈদুল আজহার সময় এ ঘটনায় মুসলিম বিশ্ব বিক্ষোভে ফেটে পড়েছে। এ ঘটনায় জর্ডান, ফিলিস্তিন, সউদী আরব, মরক্কো, ইরাক, ইরান, পাকিস্তান, সেনেগাল, মরক্কো এবং মৌরিতানিয়াসহ ইসলামী বিশ্বের দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে। বলার অপেক্ষা রাখে না, ইউরোপজুড়ে বর্ণবাদ এবং ইসলাম বিদ্বেষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কখনো মুসলমান শিক্ষার্থীদের হিজাব পড়া নিষিদ্ধ, কখনো মুসলমানদের গুলি করে হত্যা, কখনো পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা বিগত কয়েক বছর ধরে বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে মুসলিম বিশ্বে প্রতিবাদ ও ইউরোপের সচেতন শ্রেণী প্রতিবাদ করলেও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশ, এমনকি জাতিসংঘও কোনো ধরনের প্রতিবাদ করে না। তারা মুখে কুলুপ এঁটে বসে থাকে। বিশ্বের যেখানেই মুসলমান হত্যা ও নির্যাতন হচ্ছে, এ ব্যাপারে তারা চুপ থাকে। ইসরাইল যে প্রতিনিয়ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা ও নির্যাতন করছে, এ নিয়ে তারা কোনো কথা বলছে না। অথচ কোথাও কোনো অমুসলিম কিংবা শ্বেতাঙ্গ আক্রান্ত হলে তারা অস্থির হয়ে যায়। প্রতিবাদে নানা বিধিব্যবস্থা নিতে শুরু করে। জাতিসংঘ বিবৃতি দিয়ে হুংকার দেয়। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। এর কারণ হচ্ছে, সেখানে শ্বেতাঙ্গ ইহুদী-খ্রিস্টানরা মারা যাচ্ছে। এতে তাদের শ্বেতাঙ্গ সুপ্রিমেসিতে আঘাত লাগছে। অন্যদিকে, বিশ্বজুড়ে মুসলমান হত্যা, নির্যাতনে তাদের যেন কিছু যায় আসে না। অনেক ক্ষেত্রে তারা সমর্থনও করে।
ফ্রান্সে কিশোর নেহাল হত্যা এবং সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইসলাম ও মুসলমানদের আক্রমণ, হত্যা ও নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। যথাযথ প্রতিবাদ ও প্রতিকার না হওয়ায় এ ধরনের ঘটনা বেড়ে চলেছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, প্রভাবশালী দেশ ও জাতিসংঘের চুপ থাকা ও প্রতিবাদ না করা প্রকারন্তরে ঘটনগুলোকে উৎসাহিত করছে। ইসলাম ও মুসলমান বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। আমরা মনে করি, বিশ্বে ইসলাম ও মুসলামানদের প্রতি নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে মুসলমান দেশগুলোর সোচ্চার হওয়া উচিৎ। মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করার মধ্য দিয়ে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওআইসিকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তা নাহলে, মুসলমান হত্যা ও নিপীড়ন এবং ইসলাম বিদ্বেষীরা আরও উগ্র ও হিংসাত্মক হয়ে উঠবে। বিশ্ব শান্তি ও সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় রাখতে জাতিসংঘসহ উন্নত বিশ্বের দেশগুলোকেও যেকোনো বর্ণবৈষম্য এবং ধর্মবিদ্বেষের প্রতিবাদ করা উচিৎ।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল
বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি