রুপিতে বাণিজ্য: নতুন অধ্যায়ের সূচনা
১২ জুলাই ২০২৩, ০৮:১৩ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

অব্যাহত ডলার সংকটের কারণে বাংলাদেশ ও ভারত ডলারের পাশাপাশি ভারতীয় মুদ্রা রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে। প্রায় এক দশক আগে থেকে এ বিষয়ে একটি প্রস্তাব সক্রিয় থাকলেও পশ্চিমা নির্ভরশীলতার কারণে এ ধরনের বাণিজ্য অনেকটা ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা থেকে বিরত ছিল দুই দেশ। ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে কেন্দ্রীয় ব্যাংকে ডলারের রিজার্ভে বড় ধরনের ঘাটতি দেখা দেয়ায় দেশে নানা ধরনের সংকট দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ সুইফ্ট কোড থেকে রাশিয়াকে বের করে দেয়ার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম জ্বালানি ও খাদ্য রফতানিকারক দেশ হিসেবে রাশিয়ার বাণিজ্যিক লেনদেনে বিকল্প মুদ্রার ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে। এরই প্রেক্ষাপটে শত শত বিলিয়ন ডলারের দুই বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়া চীনা মুদ্রা ইউয়ান ও রাশিয়ান মুদ্রা রুবলে লেনদেনের সূত্রপাত ঘটায়। মার্কিন ডলারের উপর অতি নির্ভরশীলতার নানাবিধ অনিশ্চয়তার কারণে সউদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো চীন-রাশিয়ার সাথে তাদের মুদ্রায় বাণিজ্যিক লেনদেনে সম্মত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ব্রিক্স দেশগুলো একক মুদ্রা হিসেবে ডলারের বিকল্প চালুর উদ্যোগের কথা ভাবছে অনেক দিন ধরে। তাৎক্ষণিক সংকটের কারণে খুব ধীরে সুস্থে এগোলেও ইউক্রেন যুদ্ধের নিষেধাজ্ঞার বাস্তবতা বিকল্প মুদ্রায় লেনদেনের সুযোগ এনে দেয়। ইতোমধ্যে অন্তত ২৫টি দেশ ব্রিক্সে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং অনেকে এখনই ডলারের বিকল্প মুদ্রায় লেনদেনে সম্মত হয়ে কার্যক্রম শুরু করেছে।
এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি। আর বাংলাদেশ হচ্ছে ভারতের বাণিজ্য ও রেমিটেন্স আয়ের চতুর্থ বৃহত্তম উৎস। এ হিসেবে ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন দুই দেশের ডলার রিজার্ভের উপর বড় ধরনের প্রভাব রাখে। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রভাব সৃষ্টি হয়েছে, তাতে ডলারের ঘাটতি উত্তরণে আঞ্চলিক বাণিজ্যে দ্বিপাক্ষিক সমঝোতায় নিজস্ব মুদ্রা বিনিময়ের মধ্য দিয়ে সংকট নিরসনের যে সব উদ্যোগ চলছে, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেনে ডলারের পাশাপাশি রুপি ব্যবহার তার অন্যতম উদাহরণ। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যের আকার প্রায় ২০ বিলিয়ন ডলার। এ হিসাবে বৈশ্বিক বিনিময় মুদ্রা হিসেবে বাংলাদেশের রিজার্ভে ডলার, ইউরো, ইয়েন, ইউয়ান এবং পাউন্ডের পাশাপাশি রুপির অন্তর্ভুক্তি ঘটল। বাংলাদেশ-ভারত বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, পর্যটন ও সেবামূলক বিনিময়ের ডলার নির্ভরতা কমিয়ে রুপি ও টাকায় লেনদেনের সুবিধা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। দুই দেশের নাগরিকদের পর্যটন, চিকিৎসা ও ভ্রমণের ক্ষেত্রে প্রস্তাবিত ডুয়েল কারেন্সি কার্ড বেশ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।
দেশের উৎপাদন ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক ধারায় গতিশীল থাকলেও শুধুমাত্র ডলারের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির যাঁতাকলে পড়তে হয় সাধারণ মানুষকে। কোনো একক মুদ্রা কিংবা একক বাজারের উপর বাণিজ্য নির্ভরতা সব সময়ই ঝুঁকিপূর্ণ। এহেন বাস্তবতায় বাংলাদেশ-ভারত বাণিজ্যে ডলারের পাশাপাশি রুপি ব্যবহারের উদ্যোগকে দেশের ব্যাংকার ও আমদানি-রফতানিকারকরা স্বাগত জানিয়েছে। কারণ, এখন আর ভারত থেকে পণ্য আমদানিতে এলসি খুলতে ডলারের চাপে থাকতে হবে না। গত মঙ্গলবার দুই দেশের সরকারি প্রতিনিধি, ব্যাংকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিনেই দেশের দুই প্রতিষ্ঠান রুপিতে এলসি খুলেছে। রুপিতে লেনদেন দুই দেশের বাণিজ্য অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে। তবে এ ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ভারতের আন্তরিক উদ্যোগ দেখতে চায় বাংলাদেশ। ভারতের সাথে অব্যাহত বাণিজ্য ঘাটতি এবং আমদানি বাণিজ্যে অতিমাত্রায় ভারত নির্ভরতার ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে। ডলারের ঘাটতিজনিত সংকট কমিয়ে আনতে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে রুপির ব্যবহার কতটা কাজে দেয়, তাই এখন দেখার বিষয়। ইউরোপ-আমেরিকার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের অন্যতম রেমিটেন্স আয় ও অর্থনৈতিক অংশীদার। লাখ লাখ বাংলাদেশি শ্রমিক ডলারের পাশাপাশি স্থানীয় মুদ্রায় লেনদেনের সুযোগ পেলে ওই সাত দেশের সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। এ ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা নেয়া যেতে পারে। বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার পাশাপাশি রুপি ও টাকার বিনিময় হারে ভারসাম্য বজায় রাখতে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদের পর হবে ইমরান-বুশরার মামলার শুনানি

মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার

ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণেই সিরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে লুকাশেঙ্কোর শপথ গ্রহণ

হিলিতে মহান স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশের জনগণকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

জাবালিয়া ছাড়তে ফিলিস্তিনিদের চূড়ান্ত হুঁশিয়ারি, হামলার হুমকি ইসরায়েলের

সদরপুরে জামায়াতের ইফতার মাহফিলে আওয়ামীলীগ নেতা! জনমনে কৌতূহল

রাতে ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে ঘুষ খাওয়ার চেষ্টা, ঘেরাও করে কাস্টমস কর্মকর্তাকে মারধর

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় রায়পুরে ১২ জেলের অর্থদণ্ড

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৭, ইয়েমেনে হামলা অব্যাহত

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যা জানালো বিজিএমইএ

ফের ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন

নিয়ন্ত্রক নয়, সহায়ক কর্তৃপক্ষের ভূমিকায় রাখবে মন্ত্রণালয় : সি আর আবরার

‘আওয়ামী লিগ’ নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন পার্বতীপুরের জনৈক উজ্জল রায়

টেস্ট ড্রাইভের কথা বলেই গাড়ি নিয়ে লাপাত্তা হতেন আহসান

কিশোরীকে ধর্ষণ-খুন ৩ জনের ফাঁসির রায়