ফ্রন্টিয়ার টেকনোলজিতে বাংলাদেশ
২০ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ২১ জুলাই ২০২৩, ১২:০৫ এএম
বর্তমান সময়ে আলোচিত একেবারে নতুন উদ্ভাবিত উচ্চ অগ্রসর প্রযুক্তিকে বলা হয় ফ্রন্টিয়ার টেকনোলজি বা হাই টেকনোলজি। এখন প্রশ্ন হলো, সেক্ষেত্রে আমদের প্রস্তুতিটা কতটুকু? আশার কথা হলো, প্রযুক্তি বিশ্বের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশও আর পিছিয়ে নেই। বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর ও আগামীতে অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ তৈরি করার লক্ষ্যে এক্ষেত্রে বর্তমান সরকার অনেকটা এগিয়ে যাচ্ছে। সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বল্প, মধ্য, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। যার চারটি মূল স্তম্ভ হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ মানে প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে সব সেবা দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিঙ্কস, ন্যানো টেকনোলজি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, বিগ ডাটা অ্যানালাইসিস, ব্লকচেইন, রোবটিক্স, ম্যাটেরিয়াল সায়েন্স, থ্রিডি প্রিন্টিং ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হলে স্মার্ট মানবসম্পদ গড়ে তুলতে হবে। এজন্য ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু অটোমেশনের আওতায় আনতে হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে আইটি সেক্টরের কোনো বিকল্প নেই। তাই প্রযুক্তিতে আমাদের দেশের তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ৭০ একর জায়গা উপর ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার টেকনোলজি’ পার্ক। দেশের মধ্যে এটিই হবে প্রথম ফ্রন্টিয়ার টেকনোলজি ইনস্টিটিউট। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলার জন্য দক্ষ প্রজন্ম তৈরি করবে এই ইনস্টিটিউট। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট প্রজন্ম তৈরি হবে এখান থেকে। এই ইনস্টিটিউটে থাকবে ৬তলা গবেষণা ভবন, ৪তলা একাডেমিক ভবন, শিক্ষক ও ছাত্রদের জন্য ডরমেটরি ভবন ও ৬টি বিশেষায়িত ল্যাব। ল্যাবগুলোতে থাকবে ন্যানো টেকনোলজি থেকে শুরু করে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এখানে গতানুগতিক শিক্ষার পাশাপাশি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে উঠার সুযোগ থাকবে শিক্ষার্থীদের। আমেরিকার ম্যাসাচুসেট্স ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি), ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি), থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) মতো বড় বড় ইন্সটিটিউটগুলোর সাথে এই ইন্সটিটিউটের জয়েন রিসার্চ করার সুযোগ থাকবে। বিশ্বসেরা অলরাউন্ডার তৈরিতে যেমন আমাদের দেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি রয়েছে ঠিক তেমনি এখান থেকেও প্রযুক্তিখাতে তৈরি হবে বিশ্বসেরা প্রযুক্তিবিদ। আশা করা যায়, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার, তা বাস্তবায়নে আইটি বিজনেস ইনকিউবেটর হাইটেক পার্ক ও শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার টেকনোলজি পার্কের মতো প্রযুক্তি অবকাঠামোগুলো অগ্রণী ভূমিকা রাখবে।
শেখ বিবি কাউছার
প্রভাষক, নোয়াপাড়া কলেজ, রাউজান, চট্টগ্রাম।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী