একশ্রেণির পুলিশের বাড়াবাড়ি এবং নিস্ক্রিয়তা
২২ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম
রাজনৈতিক কাজে পুলিশের অপব্যবহার নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। বলা হয়ে থাকে, পুলিশ রাজনৈতিক দমন-পীড়নের কাজে যতটা তৎপরতা, মানুষের সেবার কাজে ততটা তৎপর হতে দেখা যায় না। মানুষের সেবায় তাদের নিস্ক্রিয়তা ও উদাসীনতা দৃষ্টিকটু হয়ে দেখা দিয়েছে। একশ্রেণীর পুলিশ সদস্যর বাড়াবাড়ির কারণে পুরো পুলিশ প্রশাসন সমালোচনার শিকার হচ্ছে। দেশে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকে তারল্য সংকট, দুর্নীতি, বেকারত্ব, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াসহ নানা সমস্যায় দেশ জর্জরিত। এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এসব সমস্যার মধ্যে হাজার হাজার কোটি টাকা ‘ক্রিপ্টোকারেন্সি’র মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যা অর্থনীতিকে আরও নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। অনলাইন ট্রেডিং ব্যবহার করে কতিপয় অনলাইন প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। এই ভয়াবহ অর্থনৈতিক সর্বনাশের দিকে পুলিশের তেমন কোনো নজর আছে বলে পর্যবেক্ষরা মনে করছেন না। গতকাল দৈনিক ইনকিলাবসহ অন্য পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, এমএলএম ব্যবসার নামে ‘এমটিএফই’ নামে একটি অবৈধ অনলাইন গ্যাম্বলিং ক্রিপ্টো প্রতিষ্ঠান দেশ থেকে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠানটির প্রতারণায় প্রায় লক্ষাধিক যুবক সর্বস্ব খুঁইয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রতিষ্ঠানটির ৪০০ প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে রয়েছে। তাদেরকে নজরদারির মাধ্যে রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? শুধু এই প্রতিষ্ঠানই নয়, এমন আরও প্রায় ১০টি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে, বিএনপি, বিটিসি, এক্সআরপি, আইএনজে, এলটিসি, টিআরএক্স, এসএফপি, এসএইচআইবি ইত্যাদি। সিআইডি’র অপরাধ তদন্ত বিভাগের প্রধান বলেছেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থপাচার হচ্ছে কিনা তা নিয়ে সিআইডি’র সাইবার ক্রাইম ইউনিট এবং ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট কাজ করছে। তিনি এ কথাও বলেছেন, মানুষ প্রতারিত হওয়ার পরও সচেতন হচ্ছে না। তিনি মানুষের সচেতনতার ওপর জোর দিলেও, উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর অপকর্মের বিরুদ্ধে পুলিশের যে যথাযথ ব্যবস্থা নেয়া দরকার সেদিকে জোর দেয়া হচ্ছে না। এগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলেই তো প্রতারণার পথ বন্ধ হয়ে যায়। এ থেকে প্রতীয়মান হয়, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা এবং উদাসীনতা রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে কেউ কোনো পোস্ট দিলে এবং তা মনোপুত না হলে আইনশৃঙ্খলা বাহিনী অতি তৎপর হয়ে দ্রুততম সময়ে তাকে গ্রেফতার করতে দেখা যায়। এ থেকে শিক্ষকসহ সচেতন নাগরিকরা বাদ যাচ্ছে না। ইতোমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে অনেকে গ্রেফতার হয়েছে এবং সাজাভোগ করছে। শুধু এক্ষেত্রেই নয়, রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার, তুলে নিয়ে যাওয়া এবং দমন-পীড়নের ক্ষেত্রে একশ্রেণীর পুলিশ এতটাই তৎপর যে, তাতে কালবিলম্ব করে না। আগেভাগে গ্রেফতার করে পরবর্তীতে কেন তাদের গ্রেফতার করা হয়েছে, তা জানানো হয়। পর্যবেক্ষকরা একশ্রেণীর পুলিশের এ ধরনের কর্মকা-কে ‘নাটক’ বলে অভিহিত করেছেন। এছাড়া কোথাও কোনো ঘটনা ঘটলে বিরোধীদলের দুয়েকজন নেতাকর্মীর নামে মামলা করে নামবিহীন শত শত মানুষকে আসামী করা হয়। এতে যে কাউকে ঐ মামলায় আসামী করে গ্রেফতার দেখানো হয়। এ ধরনের অনেক মামলা করা হয়েছে যাকে গায়েবি মামলা হিসেবে আখ্যায়িত করা হয়। সম্প্রতি ছাত্রদলের ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করা নিয়ে পুলিশ যে সংবাদ সম্মেলন করে, কক্সবাজারে ক্ষমতাসীন দলের মিছিল থেকে এক ব্যক্তির প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করা এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পুলিশ তা এড়িয়ে যাওয়া হয়। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, ক্ষমতাসীন দলের কেউ অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ নিস্ক্রিয় হয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের ভূমিকার ফলে সমাজে একধরনের বৈষম্য, ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের টানাপড়েনের জীবনযাপন ও অর্থনেতিক সংকটের মধ্যে এমন ভয়ের পরিবেশ তাদেরকে কোনঠাসা করে ফেলছে। একশ্রেণীর পুলিশের এ ধরনের অপতৎপরতা মানুষের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে। অথচ সাধারণ মানুষ যে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে, সেসব ক্ষেত্রে পুলিশের নিস্ক্রিয়তা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রতারক চক্র হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে মানুষকে নিঃস্ব করে দিলেও, তা নিয়ে তাদের তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। কেবল খোঁজ-খবর নেয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ হয়ে থাকে। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শৈথিল্য প্রদর্শন করতে দেখা যায়। অন্যদিকে, কেউ সরকারের সমালোচনামূলক পোস্ট দিলে সে দেশের যে প্রান্তেই থাকুক না কেন, বিদ্যুৎবেগে তাকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয়, এমনভাবে কাজ করা। কোন অপরাধের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে তা নিশ্চয়ই পুলিশের কর্মবিধিতে রয়েছে। দেখা যাচ্ছে, একশ্রেণীর পুলিশ তা উপেক্ষা করে নিজের মতো কাজ করছে। পুলিশ নিশ্চয়ই অপরাধ দমনে দায়িত্ব পালন করবে। তবে ঢালাওভাবে যে কাউকে গ্রেফতার ও তুলে নিয়ে যাওয়া কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা কাম্য হতে পারে না। বলার অপেক্ষা রাখে না, একশ্রেণীর অতি উৎসাহী পুলিশের কর্মকা-ের কারণে দেশে-বিদেশে পুরো পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে। এমনিতেই আর্থনৈতিক সংকট, নিরাপত্তাহীনতাসহ সার্বিকভাবে দেশে একধরনের অস্থিরতা বিরাজ করছে, তার ওপর পুলিশের এমন আচরণ মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলছে। যেখানে জনগণের সমস্যা ও সেবায় পুলিশের সক্রিয়া ভূমিকা পালন করার কথা, সেখানে নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের বুদ্ধিজীবীসহ সচেতন মহলের সক্রিয় হওয়া জরুরি। দেশের অস্বস্তিকর পরিবেশ এবং একশ্রেণির পুলিশের বাড়াবাড়ি ও জনস্বার্থ পরিপন্থী পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকা নিয়ে তাদের উচ্চকণ্ঠ হওয়া উচিত। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এবং ভীতিকর পরিস্থিতি থেকে উত্তরণে তাদের কথা বলা এখন সময়ের দাবি।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী