গার্মেন্টে শ্রমিক অসন্তোষ যেন না হয়
৩০ আগস্ট ২০২৩, ০৮:৩২ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের তৈরী পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছে সরকার। গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে গত সপ্তাহে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে সকল বিভাগীয় কমিশনার জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে একটি বিশেষ গোপণীয় প্রতিবেদনের আলোকে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা জারি করা করা হয়েছে। বিশেষত রাজধানীর আশপাশে ঢাকা, নারায়নগঞ্জ, সাভার, গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জের যে সব গার্মেন্ট কারখানার মালিকরা অনেক সময় ঠিকমত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে না, এসব কারখানার শ্রমিকদের বিক্ষোভে উস্কে দিয়ে নির্বাচনের আগে সড়ক অবরোধসহ নানামুখী আন্দোলনের মাধ্যমে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা সামনে রেখে সরকারের পক্ষ থেকে বাড়তি সতর্কতা ও প্রয়োজনীয় কার্যব্যবস্থা নিশ্চিত করার উদোগের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে বিশেষত বিজিএমইএ এবং বিকেএমইএ’র সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়েছে। শিল্প পুলিশের প্রদত্ত এক রিপোর্টে শ্রমিক অসন্তোষ নিরসন এবং সময়মত বেতনভাতা পরিশোধে কার্যকর উদ্যোগ নিতে বলা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পাঠানো প্রতিবেদনের আলোকে বাণিজ্য মন্ত্রনালয়, শিল্প ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
দেশের রাজনীতির পাশাপাশি অর্থনীতিও অত্যন্ত নাজুক অবস্থায় পতিত হয়েছে। গতকাল গণমাধ্যমে প্রকাশিত এক জরিপ রিপোর্টে জানা যায়, ৭০ শতাংশ মানুষ মনে করছেন, দেশের অর্থনীতি ভুল পথে পরিচালিত হচ্ছে। দেশের বেশিরভাগ মানুষ মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস অবস্থায় রয়েছে। সেই সাথে বাড়ছে বেকারত্ব ও দারিদ্রের হার। এহেন বাস্তবতায় দেশের বৃহত্তম রফতানি ও কর্মসংস্থানের খাতের যে কোনো অসন্তোষ জনজীবনে বড় ধরণের প্রভাব সৃষ্টি করবে। এ কথা অনস্বীকার্য যে, গার্মেন্ট খাতে স্বল্প বেতনে কর্মরত শ্রমিকরা ক্রমবর্ধমান পণ্যমূল্যের কারণে জীবনযাত্রার ব্যয় নির্বাহে তাল মিলাতে পারছে না। সময়মত বেতনভাতা পরিশোধ করার পরও যেখানে জীবনযাত্রার ব্যয় আয়ের সাথে সঙ্গতিহীন, সেখানে ঠিকমত বেতন-ভাতা পরিশোধ না করা হলে শ্রমিক-কর্মচারিদের অসন্তোষ এক সময় বিক্ষোভে পরিনত হওয়া অস্বাভাবিক নয়। অর্থনীতি ও বিনিয়োগে মন্দা, নতুন কর্মসংস্থানের গতি শ্লথ হয়ে পড়া এবং ডলার সংকটের কারণে অস্বাভাবিক মূল্যস্ফীতি সামাজিক ক্ষেত্রে ও অর্থনীতিতে একটি চাপ ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। মূল্যস্ফীতির পেছনে ব্যবসায়ীদের সিন্ডিকেটেড কারসাজির অভিযোগ দীর্ঘদিনের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা গতকালই পত্রিকায় প্রকাশিত হয়েছে। শুধু নির্দেশ দিলেই হবে না, এ বিষয়ে সুর্নিদ্দিষ্ট ও কঠোর কার্যকর পদক্ষেপ নিতে হবে। তৈরী পোশাক খাতের পর দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান বৈদেশিক কর্মসংস্থানের। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়ায় লাখ লাখ শ্রমিকের অবর্ননীয় দুর্ভোগ ও দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট দফতরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দেশের রাজনৈতিক বাস্তবতা রফতানি বাণিজ্য, শ্রমবাজার এবং আভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকান্ডে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে থাকে। আমাদের তৈরী পোশাক শিল্পের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। অবাধ নির্বাচন ও মনবাধিকার নিয়ে পশ্চিমাদের নানামুখী চাপ এবং শর্তাবলী দেশের রফতানি বাণিজ্যেও প্রভাব সৃষ্টি করে থাকে। সেই সাথে ইউক্রেন যুদ্ধের প্রভাব পশ্চিমা ক্রেতাদের ক্রমবর্ধমান হারে ক্রয়াদেশ বাতিলের কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে কারণ যাই হোক, ক্রয়াদেশ বাতিল এবং মূল্য কমিয়ে দেয়ার চাপ দেশের গার্মেন্ট শিল্প মালিকদের জন্য বড় ধরণের সংকটের কারণ হয়ে দাঁড়ায়। এসব বাস্তব কারণ সামনে রেখেই গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে যেন প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে হবে। শ্রমিক না বাঁচলে যেমন শিল্প বাঁচবে না, তেমনি মালিক না বাঁচলে শ্রমিকদের স্বার্থ রক্ষাও অসম্ভব হবে। নির্বাচনের বছর এবং সরকারের শেষ সময়ে এসে দেশের শ্রমঘন ও রফতানিমুখী শিল্পখাতে যে কোনো ধরণের অসন্তোষ ও বিশৃঙ্খলা দেশের সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। এ ধরনের যে কোনো আশঙ্কা নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষের নজরদারি, সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। সেই সাথে অর্থনীতির ভুলপথ পরিহার ও স্বচ্ছতা নিশ্চিতে কার্যকর উদ্যোগের পাশাপাশি নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে বৃহত্তর রাজনৈতিক সংলাপ ও সমঝোতার কোনো বিকল্প নেই। গার্মেন্ট কারখানায় আশংকিত শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট গোয়েন্দা সুত্রের সুপারিশসমুহের প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দিতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান