ইয়া রাসূল সালামু আলাইকা
২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
আজ ১২ রবিউল আওয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.)। সাইয়্যেদুল মুরসালীন, রাহমাতুল্লিল আলামীন, ইমামুল মুরসালীন, শাফিউল মুজনেবীন, রাসূলু রাব্বিল আলামীন, নূর নবী মুহম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সম্মান, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সকল সৃষ্টি জগতের ঊর্ধ্বে সংস্থাপিত। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তাঁর ইজ্জত ও সম্মান প্রতিষ্ঠিত করেছেন এবং তাঁর সুন্নাতের অনুসরণ উম্মতের জন্য অপরিহার্য করেছেন। এ প্রসঙ্গে আল কুরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন, হে মুমিনগণ! তোমরা নবীর জন্য রহমতের দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর’। (সূরা আল আহযাব: আয়াত ৫৬১)। এই আয়াতে কারীমায় মহান আল্লাহ তায়ালা নূর নবী মুহম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের চিহ্ন হিসেবে নিজের জন্য ফেরেশতাদের জন্য এবং মুমিন মুসলমানদের জন্য তিনটি তরিকার কথা উল্লেখ করেছেন। এর একটি হলো সালাত, দ্বিতীয়টি হলো সালাম এবং তৃতীয়টি হলো দোয়া। এখন এই তিনটি শব্দের অর্থ অনুধাবন করা একান্ত দরকার। আরবী ভাষায় সালাত শব্দের অর্থ রহমত, দোয়া ও প্রশংসাকীর্তন। উল্লেখিত আয়াতে আল্লাহ তায়ালার প্রতি যে সালাত সম্পৃক্ত করা হয়েছে, এর অর্থ তিনি রহমত প্রেরণ করেন। আর ফেরেশতাগণ সালাত প্রেরণ করেন কথার অর্থ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য রহমতের দোয়া করেন। আর সাধারণ মুমীনদের তরফ হতে সালাতের অর্থ দোয়া ও প্রশংসা করা, দরূদ পাঠ করা। আর সালাম শব্দটি আরবী ভাষায় মূল ধাতু হিসেবে গৃহীত। এর অর্থ সালামত ও নিরাপত্তা। এর উদ্দেশ্য দোষ-ত্রুটি ও বিপদাপদ থেকে নিরাপদ থাকা। এ মর্মে ‘ইয়া রাসূল সালামু আলাইকা’ বাক্যের অর্থ হলো: হে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম! সকল দোষ-ত্রুটি ও বিপদাপদ থেকে নিরাপত্তা আপনার সঙ্গী হোক, সাথী হোক।
নূর নবী মুহম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রতি দরূদ পাঠ করা সাধারণ মুমীন মুসলমানদের উপর ওয়াজিব রূপে ধার্য করা হয়েছে। কেউ নূর নবী মুহম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের নাম উচ্চারণ করলে অথবা শুনলে তাঁর ওপর দরূদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। কেননা, হাদীসে এরূপ ক্ষেত্রে দরূদ পাঠ না করাকে শাস্তির প্রতীক বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন, ‘সেই ব্যক্তি অপমানিত ও নিন্দনীয় হোক, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলে দরূদ পাঠ করে না’। অন্য এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি কৃপণ ও বখিল বলে সাব্যস্ত হবে, যার কাছে আমরা নাম উচ্চারণ করা হলে দরূদ পাঠ করে না’। নূর নবী মুহম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদাকে মহান আল্লাহ তায়ালা ইহকাল ও পরকাল উভয় জাহানেই উচ্চকিত ও ঊর্ধ্বতন স্তরে সমুন্নোত করেছেন। যেমন তিনি নিজের নামের সাথে প্রিয় নবী মুহম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম ও স্মরণকে আযান, একামত, কালেমায়ে শাহাদাত, নামাজ ও বিভিন্ন দোয়ায় শামিল করেছেন।
পরকালীন জীবনে তাঁকে শাফায়াতের অধিকার প্রদান করেছেন এবং তাঁর জন্য মাকামে মাহমুদ নির্ধারিত করেছেন। এই নির্ধারণে উম্মতে মুহম্মদীর কর্তব্য হলো, নূর নবী মুহম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের স্মরণ ও মহব্বতকে সুদৃঢ়ভাবে অন্তরে ধারণ করা এবং পরিপূর্ণভাবে তাঁর সুন্নতকে অনুসরণ করা। চলমান দুনিয়ায় মুমিন মুসলমানগণ যতদিন পর্যন্ত জীবন ও জগতের সকল অঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সুন্নতকে বাস্তবায়িত না করবে ততদিন পর্যন্ত তাঁদের পরিপূর্ণ মুমিন বলে আখ্যায়িত করা ঠিক হবে না। এই বুঝ ও অনুধাবন মুসলিম জাহানে যত বেশি সম্প্রসারিত হবে, ততই মঙ্গল। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, মুসলমানদের মধ্যে কিছু সুন্নত অনুসরণ আর কিছু সুন্নত উপেক্ষা করতে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ছিলেন পূর্ণাঙ্গ মানুষ। জীবনের এমন কোনো দিক নেই, তিনি যার মুখোমুখী হননি। কাজেই তাঁর সমস্ত সুন্নত অনুসরণের মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত। আজ ঈদে মিলাদুন্নবীর দিনে, কল্যাণ ও মঙ্গলের ছায়া বাংলাদেশসহ পৃথিবীময় সম্প্রসারিত হোক, এটাই একান্ত প্রত্যাশা।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদারীপুরে জুলাই বিপ্লবে আহতদের আর্থিক সহযোগিতা
ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৬ ভেকু ও ৩ ড্রেজার মেশিন জব্দ
পরাজিত শক্তির দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত : মির্জা ফখরুল
ধামরাইয়ে উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক কবির গ্রেফতার
আগামীকাল প্রকাশিত হচ্ছে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল' সিনেমা
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
‘পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে’
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত