পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ
০৭ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় প্রবেশ করেছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে আসা ইউরেনিয়ামের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় এই জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার ক্রেমলিন থেকে অনলাইনে যুক্ত হন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক স্থাপনার স্বীকৃতি পেলো। পারমাণবিক ক্লাবের ৩৩তম সদস্য হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। জ্বালানি হস্তান্তরের সনদ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরে এই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বাংলাদেশ ও রাশিয়ার যৌথ বিনিয়োগের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২ অক্টোবর। বলার অপেক্ষা রাখে না, এর সার্বিক কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশকে পারমাণবিক যুগে প্রবেশ করানোর ক্ষেত্রে তার এই উদ্যোগের জন্য আমরা তাঁকে আন্তরিক মোবারকবাদ জানাই।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। এটি বাস্তবায়ন করছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এতে খরচ হচ্ছে, প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। ঋণসহায়তা হিসেবে রাশিয়া দিচ্ছে ৯১ হাজার ৪০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় ১২০০ মেগাওয়াট করে দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। দেশের বিদ্যুৎ খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে এই বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ কেন্দ্র থেকে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ঠাঁই পেয়েছে। এটি বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে। উল্লেখ্য, দেশে স্বাধীনতার আগে পাকিস্তান যুগে পরমাণু গবেষণা কেন্দ্র স্থাপিত হয়। স্বাধীনতা পরবর্তীতেও অব্যাহত থাকে। এই গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রীর স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ আলী মিঞা। এই প্রেক্ষাপটেই সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে পারমাণবিক যুগে প্রবেশ করানোর দূরদর্শী সিদ্ধান্ত নেন, যা এখন বাস্তব রূপ লাভ করেছে। এক্ষেত্রে, বন্ধু রাষ্ট্র হিসেবে রাশিয়া সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। এজন্য রাশিয়াকে আমরা ধন্যবাদ জানাই। এর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করায় মর্যাদার এই প্রকল্প বাস্তবরূপ লাভ করেছে। আমরা মনে করি, এই বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক যুগে প্রবেশের সূচনা মাত্র। অনুপ্রেরণাদায়কও বটে। এ ধরনের আরও প্রকল্প ভবিষ্যতে স্থাপিত হবে। এর মাধ্যমে দেশের পরমাণু বিজ্ঞানীরা যেমন গবেষণায় উৎসাহিত হবেন, তেমনি নতুনরাও এ গবেষণায় এগিয়ে আসবে। দেশে নতুন প্রজন্মের বিজ্ঞানী ও গবেষক তৈরি হবে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেমন ব্যয়বহুল, তেমনি এর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তার বিষয়টি সার্বক্ষণিকভাবে মনিটর করতে হয়। কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতির কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটাও অসম্ভব নয়। এর ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী। বিশ্বে এমন নজির রয়েছে। এক্ষেত্রে ইউক্রেনের চেরনবিল দুর্ঘটনা উল্লেখযোগ্য। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এর তেজস্ক্রিয়তা ৩০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে মানুষের স্বাস্থ্যগত সমস্যা থেকে শুরু করে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এখন পর্যন্ত এর ক্ষত রয়ে গেছে। এ ধরনের পারমাণবিক স্থাপনার যেমন সুবিধা রয়েছে, তেমনি দুর্ঘটনা কবলিত হলে, এর ভয়াবহ ক্ষতি যুগের পর যুগ রয়ে যায়। এসব দিক বিবেচনায় নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শতভাগ নিরাপত্তা নিশ্চত করতে হবে। কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। বিদ্যুৎকেন্দ্রটি একদিকে অত্যন্ত উপকারি, অন্যদিকে স্পর্শকাতর। ফলে এর রক্ষণাবেক্ষণ ও সুব্যবস্থাপনা সবসময় জোরালো থাকতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ