ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

নিজদেশে পরবাসী তিন পার্বত্য জেলার বাঙালি জনগোষ্ঠী

Daily Inqilab বিদ্যুৎ মিত্র

০৮ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানÑ এই তিন পার্বত্য জেলায় বাঙালিরা মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। এখানে বাঙালিরা পদে পদেই বঞ্চিত। সংবিধানকে পাশকাটিয়ে পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙালিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। অনেকটা তড়িঘড়ি করে ‘পাহাড় শান্তকরণে’ উপজাতি জনগোষ্ঠিকে অতিরঞ্জিত সুযোগ-সুবিধা দিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি সম্পাদিত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। কথিত আছে, চুক্তির সংবিধান-বিরোধী ধারা-উপধারাগুলো সম্পর্কে ভবিষ্যতে কী কী অসুবিধা হতে পারে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়নি। এ কারণে মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অনেক ধারা চুক্তিতে যুক্ত হয়েছে। এই চুক্তিতে বৈষম্যমূলক এবং বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বিতর্কিত অনেকগুলো ধারা-উপধারা রয়েছে। সংবিধান-বিরোধী ধারা-উপধারাগুলো পার্বত্য বাঙালিদের নিজদেশে পরবাসী করেছে। পরিতাপের বিষয়, দেশের বাঙালিদের তিন পার্বত্য জেলায় ভূমি ক্রয় ও স্থায়ীভাবে বসবাস করা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকদের জন্য সমান অধিকারের কথা বলা হলেও পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের সেই অধিকারকে মূল্যায়ন না করে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত করে একচেটিয়া উপজাতিদের সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। এর ফলে বাঙালিরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা-চাকরি প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। মূলত এই কারণে সব কিছুতে উপজাতীয়দের অধিকার প্রাধান্য পেয়ে আসছে। শুধু তাই নয়, পার্বত্য চুক্তির কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামে কার্যত তার নিয়ন্ত্রণ হারিয়েছে। এ কারণেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও বারংবার চুক্তির সবগুলো ধারা বাস্তবায়ন করার তাগিদ দিচ্ছে।

চুক্তির পেছনে তাদের জন্য ছিল দুটি শর্ত: ১) সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং ২) সকল অবৈধ অস্ত্রশস্ত্র জমা ও সন্ত্রাসী কার্যকলাপে ইস্তফা দিয়ে শান্তি আনয়ন করা। এ দু’ শর্তের কোনটিই বাস্তবায়ন করেনি জনসংহতি সমিতি।

পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে যে সকল সংবিধান-বিরোধী ও বৈষম্যমূলক ধারা-উপধারা রয়েছে, তার অংশবিশেষ নিম্নে তুলে ধরা হলো:
১. বাঙালিরা তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারবে না।
২. আঞ্চলিক পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারবে না।
৩. তিন জেলায় সরকার ভূমিগ্রহণ করতে হলে জেলা পরিষদের অনুমতি লাগবে।
৪. পার্বত্য উন্নয়ন বোর্ডে বাঙালিদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অধিকার থাকলেও এ ক্ষেত্রে উপজাতীয়দের অগ্রাধিকার থাকবে।
৫. পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী, উপজাতি বিষয়ক শরণার্থী টাস্ক ফোর্সের চেয়ারম্যান এবং পার্বত্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদেও পাহাড়িরা অগ্রাধিকার পাবে।
৬. বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কোনো লোক পাহাড়ে ভূমি খরিদ করতে পারবে না ।
৭. জেলা প্রশাসকের নাগরিকত্ব সনদপত্র ছাড়া ভূমি ক্রয়-বিক্রয় করা যাবে না।
৮. জেলা পরিষদের সদস্য হতে হলে বাঙালি জনগোষ্ঠীর জাতি-উপজাতি পরিচয় ঠিক করবেন হেডম্যানের রিপোর্ট অনুযায়ী সার্কেল চিফ।
৯. তিন পার্বত্য জেলায় সরকারি ও আধা-সরকারি চাকরিতে প্রতি ১০০ জন জনবল নিয়োগের ক্ষেত্রে ৯০ জন উপজাতি কোটায় ও মাত্র ১০ জন বাঙালি নিয়োগ পেয়ে আসছে, যা নিয়োগের ক্ষেত্রে সমীচীন নয় এবং আদৌ সমঅধিকার নয়।
১০. পার্বত্য চট্টগ্রামের পুলিশ জেলা পরিষদের হাতে ন্যস্ত করা।
১১. দেশের প্রচলিত ভূমি আইন পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় অকার্যকর করা।
১২. সরকারি চাকরি-শিক্ষায় একতরফাভাবে উপজাতিদের অগ্রাধিকার এবং ৫ ভাগ কোটা বরাদ্দ করে দেয়া।
১৩. পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অঞ্চল হিসেবে স্বীকৃতি প্রদান।
১৪. তিন পার্বত্য জেলায় কোনো শিল্প কারখানা করতে আঞ্চলিক পরিষদের অনুমতি লাগবেই। এখানে বাইর থেকে এসে কেউ শিল্প কারখানা করতে পারবে না।
১৫. উপজাতিরা সমগ্র বাংলাদেশে বসবাস, চাকরি, ব্যবসা ও উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে; পক্ষান্তরে তিন পার্বত্য জেলায় বাইরের কোনো নাগরিক এ এলাকায় তা করতে পারছে না।

উপরোক্ত সংবিধান-বিরোধী ও বৈষম্যমূলক ধারাসমূহের কারণে পার্বত্য চট্টগ্রামের ওপর রাষ্ট্র কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এই অঞ্চলের লাগাম বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে চলে গেছে। বিদেশি অপশক্তির কর্মকা- এবং ষড়যন্ত্র বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে গুরুত্বপূর্ণ পদ-পদবি এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান থেকে পিছিয়ে পড়েছে। এখানকার উপজাতি জনগোষ্ঠী সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিকে অনেক এগিয়ে গেছে বর্ণিত সুযোগ-সুবিধা গ্রহণ করে।

বাংলাদেশ সেনাবাহিনীসহ দেশের সকল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উপজাতি স্বার্থান্বেষী মহল সবসময়ই মিথ্যা অভিযোগ ও অসত্য প্রচার চালিয়ে যাচ্ছে। এটা দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিম-লে একটি নিত্যনৈমিতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনী তথা সকল নিরাপত্তা বাহিনীর সুনাম ক্ষুণœ হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান তার নিজস্ব গাডিতে রাষ্ট্রীয় পতাকা বহন করার পরেও রাষ্ট্রের বিরুদ্ধে হুমকিমূলক কথাবার্তা বলে থাকেন। এতেও বহির্বিশ্বে রাষ্ট্রের সুনাম ক্ষুণœ হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের তথাকথিত বাম সুশীল সমাজের কিছু বুদ্ধিজীবী, অধ্যাপক ও টাকার লোভে লালায়িত ব্যক্তি। এই পরিপ্রেক্ষিতে, বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ও তাদের সহযোগী বাঙালি সুশীল সমাজ নামধারী ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে, এরা পার্বত্য চট্টগ্রামকে ইন্দোনেশিয়ার পূর্বতিমুর এবং দক্ষিণ সুদানের মতো অবিকল খ্রিস্টান রাষ্ট্র গঠনের নীল নকশা বাস্তবায়ন করবে।

লেখক: গবেষক।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়