বিমান পরিবহণে নতুন দিগন্ত
০৯ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের মধ্যদিয়ে বিমান পরিবহনে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই টার্মিনালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার সকালে ‘সফট ওপেনিং অনুষ্ঠানে ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক বিমান পরিবহনে হাব হবে। তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে এক সময় বাংলাদেশের কক্সবাজার বা আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের হার। আমরা এটা বিশ্বাস করি এবং সেভাবেই আমরা কাজ করতে চাচ্ছি। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, আমরা দেখেছি, পৃথিবীতে বিভিন্ন সময় কিছু পরিবর্তন হয়। যেমন এক সময় হংকং ছিল আন্তর্জাতিক হাব। এরপর হলো সিঙ্গাপুর, থাইল্যান্ড। এখন দুবাই। আমি বিশ্বাস করি, পূর্ব ও পশ্চিমের আকাশ পথের মাঝে হওয়ায় এক সময় আমাদের কক্সবাজার বা হযরত শাহজালাল হবে আন্তর্জাতিক বিমান পরিবহন হাব। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আশাবাদ সত্য হোক, তার স্বপ্ন সার্থক হোক, দেশের প্রতিটি মানুষই তা কামনা করে। দেশে একটি নতুন, আধুনিক ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর। সেটা নানা কারণে বিলম্বিত হওয়ার প্রেক্ষাপটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, সম্প্রসারণ ও থার্ড টার্মিনাল নির্মাণের পদক্ষেপ নেন। থার্ড টার্মিনাল একটি মেগা প্রকল্প। এর নির্মাণ কাজ এখনো কিছু বাকী। এখন আশংশিক উদ্বোধন হলো। টার্মিনালের পুরো কার্যক্রম চালু হবে আগামী বছর। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের ৪নং টার্মিনালের আদলে নির্মিত থার্ড টার্মিনালের নির্মাণব্যয় এর মধ্যেই প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ছাড়িয়েছে। যদিও প্রথমে ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। টার্মিনালটির নির্মাণে আর্থিক সহায়তা করছে জাপান। নির্মাণ কাজ করছে স্যামংয়ের কনস্ট্রাকশন ইউনিট। আন্তর্জাতিক বিমানবন্দরকে বলা হয় দেশের প্রবেশ দ্বার। বিমানবন্দরের স্থাপত্যিক ও নান্দনিক সৌন্দর্য বিদেশিদের প্রথমেই মুগ্ধ করে। দেশটি সম্পর্কে ইতিবাচক ধারণার সূচনা হয় এখান থেকেই। এক্ষেত্রে এতদিন আমাদের ঘাটতি ছিল, দুর্বলতা ছিল। থার্ড টার্মিনাল তা পূরণ করেছে। এখন কোনো বিদেশি বিমানবন্দরে পা দিয়েই অগ্রসরমান একটি দেশের সঙ্গে পরিচিত হবে। দেশের এই উজ্জ্বল ভাবমর্যাদা নির্মাণে মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা এ উপলক্ষে তাকে অকুণ্ঠ অভিনন্দন জানাই।
জানা গেছে, একটি মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে থার্ড টার্মিনালের নকশা করা হয়েছে। এতে বিমানবন্দরে যাত্রীরা সহজে প্রবেশ ও প্রস্থান করতে পারবে। এটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ এবং একটি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে। আশকোনা হজক্যাম্প থেকে আন্ডার গ্রাউন্ড টানেলের মাধ্যমে হজযাত্রীরা থার্ড টার্মিনালে যেতে পারবে। টার্মিনালটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকে। এর ফ্লোর ও সিলিং অত্যন্ত আকর্ষণীয়। এতে থাকবে ২৬টি বোডিং ব্রিজ, উড়োজাহাজ রাখার ৩৬টি পার্কিং বে, বর্হিগমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেকইন কাউন্টারসহ মোট ১১৫টি চেকইন কাউন্টার। এছাড়া থাকবে ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার। আগমনের ক্ষেত্রে ৫টি স্বয়ংক্রিয় চেকইন কাউন্টারসহ ৫৬টি পাসপোর্ট ও ১৯টি চেকইন অ্যারাইবাল কাউন্টার। এর বাইরে টার্মিনালে ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ এতে থাকবে মাল্টিমোডাল কারপার্কিং ভবন। টামির্নালের চারদিকে থাকবে নিñিদ্র বাউন্ডারী ওয়াল, সিকিউরিটি গেট, গার্ড রুম, ওয়াচ টাওয়ার। এই সঙ্গে থাকবে ল্যান্ড সাইড, সার্ভিস রোডসহ এলিভেটেড রোড, ওয়াটার সাপ্লাই সিস্টেম, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লাণ্ট, ইনটেক পাওয়ার প্লান্ট প্রভৃতি সব ধরনের সুবিধা। বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরের টার্মিনালে যেসব রকমের সুবিধা আছে, থার্ড টার্মিনালেও সবই থাকবে। সন্দেহ নেই, থার্ড টার্মিনালের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চালচিত্রই সম্পূর্ণ পাল্টে যাবে। বিশ্বের বড় বড় এয়ারলাইন্স এই বিমানবন্দর ব্যবহারে আরো আগ্রহী হয়ে উঠবে। তাদের আগমনে বিমানবন্দরে সার্বক্ষণিক ব্যস্ততা আরো বেড়ে যাবে। বিমানবন্দর আন্তর্জান্তিক হাবে পরিণত হবে। এতে এই খাতে আয় ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই লক্ষ্যে উপনীত হতে হলে আনুষঙ্গিক যাবতীয় কার্যব্যবস্থা সুচারুরূপে সম্পন্ন করতে হবে। সার্বক্ষণিক নজর রাখতে হবে এক্ষেত্রে। দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ডলার সংকটের কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। ইতোমধ্যে বিদেশি অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে আয় আটকে থাকার কারণে। এটা খুবই আশংকাজনক খবর। অবিলম্বে এ সংকটের সন্তোষজনক সমাধান কাম্য।
বিদেশি এয়ারলাইন্সগুলো হযরত শাহজালাল বিমানবন্দর ব্যবহারে অধিকতর আগ্রহী হয়ে উঠবে তখন, যখন তারা ভালো ব্যবসা করতে পারবে। অধিক লাভ অর্জন করতে পারবে। এজন্য এমন ব্যবস্থা থাকতে হবে, যাতে তাদের নির্বিঘœ ব্যবসা ও লাভ নিশ্চিত হয়। বিমানবন্দরে চাহিবামাত্র সেবা এবং যথাযথ নিরাপত্তা খুবই জরুরি। এ দু’ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। শাহজালালে বিমানযাত্রীদের হয়রানি ও বিড়ম্বনা অতি সাধারণ ঘটনা। মালামাল হারিয়ে যাওয়া বা চুরি হওয়া কোনো নতুন ঘটনা নয়। বিমানবন্দরের বাইরে নানা দুর্ভোগের শংকা। বিমানবন্দরে নিরাপত্তার ঘাটতিও বিদ্যমান। সাম্প্রতিকালে এক কিশোরের বিনাবাধায় বিমানে উঠে পড়ার ঘটনা ঘটে। বিমানবন্দরের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার ক্ষেত্রে কতটা অবহেলা হলে এটা হতে পারে, তা সহজেই অনুমেয়। বিমান পরিবহনের হাবের স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই সেবা ও বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বলা হয়ে থাকে, দক্ষতার কোনো বিকল্প নেই। যে কোনো ক্ষেত্রে সুব্যবস্থাপনা কর্মীদের দক্ষতার ওপর নির্ভর করে। তাদের সৎ ও কর্মনিষ্টও হতে হয়। এদিকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে দৃষ্টি দিতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না