ঢাকা   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১

শেষ আসমানের পর আর কোনো আসমান নেই

Daily Inqilab মোহাম্মদ আবু নোমান

১৬ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম

মানুষ যখন ডুবে যেতে থাকে, তখন তাকে টেনে তুলতে হয়। ফিলিস্তিন মূলত ডুবে যাচ্ছে। সাঁতরানোর মতো অবস্থা নেই। গাজার জনগোষ্ঠীর শেষ অস্তিত্বটুকু ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে। গাজা উপত্যকার প্রান্তে প্রান্তে এখন স্বজন হারানোর মাতম। কেবল আওয়াজ বা প্রতিশ্রুতিতে কাজ হয় না। শুধু মুখের বুলি যথেষ্ট নয়। জাতিসংঘের প্রস্তাব, আনুষ্ঠানিক নিন্দা, সাগরের মাঝে এক ফোঁটা পানি পরিমাণ ত্রাণ পাঠানো যথেষ্ট কী? আজ যদি আরব বিশ্ব নিজেদের সংকীর্ণ স্বার্থ ত্যাগ করে নৈতিক অবস্থান থেকে কথা না বলে, তাহলে আর বলবে কে?

‘দুনিয়া ঘনিয়ে আসছে আমাদের দিকে/ ধরিত্রী ঠেসে ধরছে একেবারে শেষ কোনাটায়.../ শেষ প্রান্তে ঠেকে গেলে যাবটা কোথায়?/ শেষ আসমানে ঠেকে গেলে পাখিগুলো ডানা ঝাপটে উড়বে কোথায়?/ হয়ার শুড দ্য বার্ডস ফ্লাই আফটার দ্য লাস্ট স্কাই?’ মাতৃভূমি রক্ষায় ফিলিস্তিনের করুণ, হƒদয়গ্রাহী ও ক্রমেই কোণঠাসা হতে থাকা জীবনের অসহায়ত্ব নিয়ে লেখা এই কথাগুলো ফিলিস্তিনের নির্বাসিত জাতীয় কবি মাহমুদ দারবিশের ‘দ্য আর্থ ইজ ক্লোজিং অন আস’ থেকে নেওয়া। কবিতাটির ‘আফটার দ্য লাস্ট স্কাই’ বা ‘শেষ আসমানের পর’ কথাটি নিয়ে এডওয়ার্ড সাঈদ লিখেছিলেন, ফিলিস্তিনি জীবনবিষয়ক বই আফটার দ্য লাস্ট স্কাই। সেখানে সাঈদ বলেছেন, ‘শেষ আসমানের পর আর কোনো আসমান নেই। শেষ ভূখণ্ডের পর আর কোনো ভূখণ্ড নেই। তাই ফিলিস্তিনিদের আমৃত্যু লড়াই ছাড়া আর কোনো পথও খোলা নেই।’

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় শুধু প্রথম ৬ দিনেই ৪ হাজার টন ওজনের প্রায় ৬ হাজার বোমা ফেলার কথা জানিয়েছে খোদ ইসরাইলি সেনাবাহিনী। অবরুদ্ধ গাজায় খাবার, ওষুধ, পানি কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। ত্রাণ থেকে যে খাবার ও সুপেয় পানি পাওয়া যাচ্ছে, তা খুবই অপ্রতুল। ফিলিস্তিনের হাসপাতালে থাকা রোগীরা প্রতিদিন পানি পাচ্ছেন না প্রয়োজন মতো। আর এখন তো আল কুদস ও আল শিফার মতো বড় দুটি হাসপাতাল বন্ধ। আল শিফা গণকবর। তার ৭ ভাগের এক ভাগের কম পানি পাচ্ছেন ফিলিস্তিনিরা। সেখানে বোমার মতোই খাদ্যসংকট চরমে।

গাজা ও অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে চলছে ইসরাইলি সেনাবাহিনীর বিরামহীন গণহত্যা, ধ্বংস-প্রক্রিয়া ও গণনির্মূল প্রকল্প। গাজার হাসপাতাল, উদ্বাস্তু শিবির, আবাসিক ভবন, মসজিদও বোমা বর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। গাজার সর্ববৃহৎ উদ্বাস্তু শিবির জাবালিয়া’র উপর ইসরাইল বিমান বাহিনী দুই বার বোমা বর্ষণ করেছে। ইসরাইল দানবের মতো এমন জায়গাগুলো নিশানা করছে, যেখানে দিশেহারা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন। তারা খাবার, পানি, বিদ্যুৎ, জ্বালানি সব বন্ধ করে দিয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ। এমন ঘটনা বিশ্বের কোথাও কখনো ঘটেনি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নয়।

ইসরাইলের জš§ই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, এখন সন্ত্রাসই ইসরাইলের রাষ্ট্রীয় নীতি। অবৈধ এ দেশটি বেঁচেও আছে আদিবাসী ফিলিস্তিনীদের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়ে। এখন সন্ত্রাসের মধ্য দিয়েই ইসরাইল তার বৃহত্তর মানচিত্রের প্রতিষ্ঠা চায়। দেশটি বেঁচে আছে সম্পূর্ণ অবৈধ পথে। জš§ থেকেই ইসরাইলের ইতিহাস হলো অধিকৃত ভূমিতে বিরামহীন দখলদারি, জুলুম, নির্যাতন ও হত্যা। একদিকে যেমন মূলভূমিকে দখলে নিয়ে সে ভূমির আদিবাসীদের বিতাড়িত করেছে, তেমনি সে ভূমিতে গড়েছে ইউরোপ ও আমেরিকা থেকে আগত ইহুদিদের জন্য কলোনী।

ফিলিস্তিনে হামাসের স্বাধীনতার লড়াই নয়, এটা পিতৃভূমি রক্ষার লড়াই। স্বাধীনতার জন্য লড়া আর পিতৃভূমি রক্ষার জন্য লড়া এক কথা নয়। আশ্রিত কেউ বাড়ি দখল করে বাড়ির মালিককেই বিতাড়িত করাকে কীভাবে সমর্থন করা যায়? ঘটনা কেবল গত ৭ অক্টোবর রকেট হামলার পর শুরু হয়নি। প্রায় ৭৫ বছর ধরে জায়নবাদীদের বেআইনি আচরণ এবং জোর করে হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিন ভূমি দখল করাটাই এসবের মূল কারণ।
ইহুদিদের জাতীয় মুক্তি আন্দোলনকে জায়নবাদ (জায়োনিজম) নামে অভিহিত করা হয়ে থাকে। হিব্রু ‘জায়ন’ শব্দ থেকে এর উৎপত্তি। জায়ন হচ্ছে জেরুসালেমের একটি পাহাড়ের নাম, এর অর্থ হচ্ছে দাগ কাটার মতো ঘটনা বা স্মৃতি উৎসব। আধুনিক জায়নবাদের জনক থিওডর হার্জল ছিলেন একজন সাংবাদিক, লেখক এবং রাজিনীতিবিদ। ইহুদিবাদী সংস্থার মাধ্যমে তিনি এবং তার সহযোগীরা নিজেদের ভাবাদর্শ প্রচার করতেন এবং ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচার চালাতেন।

এছাড়া জায়োনিজম ও জুদাইজম এক নয়। জায়োনিজম হলো ইহুদি ধর্মের অনুসারীদের একটি বিশেষ গোষ্ঠী যারা রাজনৈতিকভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ও অন্যের ওপর প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে আছে। আর জুদাইজম হলো ইহুদি ধর্মের ধর্মীয়, শান্তিপ্রিয় মতবাদ, যারা জায়োনিজমকে ধারণ করে তারা সকলেই ইহুদি কিন্তু সকল ইহুদি জায়োনিজম সমর্থন করে না। জায়োজিমকে বা জায়নবাদকে সন্ত্রাসবাদ হিসেবেও আখ্যায়িত করা হয়। স্বয়ং ইহুদিরাই, যারা জায়োনিস্ট নন, তারাই স্পষ্ট করে বলছে যে, জায়োনিজম হলো রাষ্ট্রীয়ভাবে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী। পৃথিবীতে অন্যতম বর্ণবাদী হলো জায়োনিস্টরা। এই জায়নিস্ট চক্র অনবরত ফিলিস্তিনিদের জায়গা-জমি দখল করে তাতে সরকারি অনুদানে আবাসিক এলাকা বানিয়ে বিভিন্ন দেশ থেকে বা অভ্যন্তর থেকেই ইহুদি হলেই ওই বাড়ি বরাদ্দ দিয়ে থাকে। এছাড়া বিশ্বব্যাপী অন্য ধর্মাবলম্বী লালস, ধনলোভী, অর্থলোভীদের প্রলুব্ধ করার উদ্দেশ্যে তারা নারী, অর্থ বিত্তসহ যাবতীয় উপাদানকে ব্যবহার করে।

দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়। হামাসের কিছুই করার নেই। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন ডু অর ডাই ছাড়া আর কিছু করার থাকে না। দীর্ঘদিন জেলে আটকা জনগণ মুক্তির জন্য বেপরোয়া হবে এবং সর্বাত্মক চেষ্টা করবে, সেটিই তো স্বাভাবিক। আজ হামাস যা কিছু করছে, তা-ই অতি প্রত্যাশিত। পশ্চিম তীরের প্রায় পুরোটাই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দখলে চলে গেছে। ইতিপূর্বে নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ইসরাইলের মানচিত্র প্রদর্শন করেছেন সেই মানচিত্রে গাজার অস্তিত্ব নেই। ইসরাইল বলছে, গাজাকে গিলে ফেলবে। তারা গেলা শুরু করেও দিয়েছে। আর বরাবরের মতো চুপ করে আছে বিশ্ববিবেক। পিঠ ঠেকে যাওয়া ফিলিস্তিনিরা এখন কী করবে?

যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের জমিতে অবৈধ দখলদার ইসরাইল। একটু একটু করে ফিলিস্তিনের প্রায় গোটা মানচিত্রই গিলে ফেলছে দেশটি। একটি সার্বভৌম ভূখণ্ডের ওপর এমন দখলদারি ও আগ্রাসন বিশ্ববাসী শুরু থেকেই মেনে নেয়নি। ফলে ফিলিস্তিনের কোথাও ইসরাইলি হামলার ঘটনায় বিশ্বের নানা জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ ওঠে।

ইতিপূর্বে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলকে সহযোগিতা দেওয়ার জন্য পাঁচ হাজার নৌ সেনাসহ যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে। মার্কিন বিমানবাহী রণতরি এখন ফিলিস্তিনের উপকূলে। জেরাল্ড ও ফোর্ডের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ এবং চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসকারী জাহাজ রয়েছে। অস্টিন বলেছেন, এই বহরের সঙ্গে বিশ্বের সবচেয়ে ক্ষিপ্রগতির এফ-৩৫ বিমানের পাশাপাশি এফ-১৫, এফ-১৬ এবং এফ-১০ ফাইটার জেট পুরো এলাকা ঘিরে রাখার জন্য যুক্ত থাকবে।

নিয়মিত অত্যাচারী আর ভূমি দখলকারী ইসরাইলকেই আমেরিকা সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছে। ১৯৪৮ সালে ইসরাইলের জš§ ও জাতিসঙ্ঘের সদস্যপদ প্রাপ্তিসহ সব কিছুতে স্বীকৃতি আদায় করে নেয়া হয়েছিল প্রধানত আমেরিকার কারণে। সেই থেকে যে অন্যের ঘরবাড়ি লুট ও হত্যাকারী, তারই আবার ‘আত্মরক্ষার অধিকার’ এই নির্লজ্জ কথার ওপর দাঁড়িয়ে ইসরাইলের পক্ষে সাফাই জোগাড় করে গেছে ও যাচ্ছে। মুসলিম দেশ আক্রান্ত হলে মানবতার স্লোগানধারী পশ্চিমা অনেক দেশ নিশ্চুপ থাকে। ইউক্রেনিরা মারলে সেল্ফ ডিফেন্স আর ফিলিস্তিন মারলে সন্ত্রাসী!

অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীর ইউরোপ ও আমেরিকায় ইহুদিরা অত্যন্ত ঘৃণার পাত্র ছিল। একটি অভিশপ্ত জাতি হিসেবে ইহুদিরা খ্রিস্টানদের কাছেও নিন্দিত ছিল। ওই সময় এ দু’টি মহাদেশের বাসিন্দাদের অনেকের বাড়িতেই একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যেত, যাতে লেখা থাকতো ‘ডগস এন্ড জিউস (ইহুদি) আর নট এলাউড’, অর্থাৎ, কুকুর এবং ইহুদির প্রবেশ নিষিদ্ধ। খৃস্টান জগত সর্বসম্মতভাবে এই বিশ্বাস পোষণ করতো যে, ইহুদিরা হচ্ছে ‘ডিসাইড ন্যাশন’, অর্থ্যাৎ, আল্লাহর নবীদের হত্যাকারী একটি জাতি। এ প্রেক্ষিতে ইহুদিদের প্রতি লানত বর্ষণ করা খৃস্টানদের উপাসনার একটি অপরিহার্য অংশ ছিল।

বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে ইসলাম, ইসলামের সভ্যতা সংস্কৃতি, আচার-আচরণ ধ্বংস ও মুসলিমদের সন্তানদের নাস্তিক্যবাদী আন্দোলনে যোগ দেয়ার জন্য তারাই অর্থ ও অনুপ্রেরণা যুগিয়ে থাকে। চীন, পূর্ব ইউরোপের দেশসমূহ আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, চিলি এমনকি আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের সমাজতান্ত্রিক আন্দোলনও জায়নবাদীরা নিয়ন্ত্রণ করে থাকে। জার্মানিকে ইহুদিমুক্ত করার জন্যই হিটলার গণহত্যার আশ্রয় নিয়ে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। হিটলার একথাও বলেছিলেন, আমি ইচ্ছা করলে সব ইহুদি মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু ইহুদি রেখে গেলাম এ জন্য যে, পরবর্তী প্রজš§ যেন বুঝতে পারে আমি কেনো ইহুদিদের মেরেছি। এর পরের ইতিহাস সবারই জানা।

লেখক: গণমাধ্যমকর্মী


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
কিশোর গ্যাংয়ের উৎপাত
আরও

আরও পড়ুন

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

পার্লামেন্টে ক্ষমা

পার্লামেন্টে ক্ষমা

ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

বিতর্ক পরিহার করতে হবে

বিতর্ক পরিহার করতে হবে

ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না

ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না

নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা

নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা