কেমন কাটে প্রবাসীদের রমজান মাস

Daily Inqilab মুহাম্মদ আনোয়ার শাহাদাত

২৮ মার্চ ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:০৭ এএম

রমজান মাস এলে মানুষের মাঝে আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা এবং ধর্মীয় ও মানবীয় গুণাবলীর চর্চা বেড়ে যায়। মসজিদগুলো ভরপুর হয় ধর্মপ্রাণ মুসল্লিতে। প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত সালাতের সাথে যুক্ত হয় তারাবির সালাত। এশার নামাজের পর তারাবির সালাত আদায় করে মন-প্রাণ প্রশান্তিতে ভরে উঠে। কোরানের হাফেজগণ যখন তারাবির নামাজে সুললিত কণ্ঠে পবিত্র কোরান শরীফ তেলাওয়াত করেন তখন মনে হয় স্বর্গীয় সমীরণ বয়ে যায় মসজিদে মসজিদে। পবিত্র রমজান মাসের এহেন আমেজ কিন্তু প্রবাসের মাটিতে খুঁজে পাওয়া দুস্কর। দেশের মাটিতে স্বজনদের পাশে থেকে রমজান মাসের সিয়াম সাধনার যে নান্দনিকতা, আনন্দঘন পবিত্র পরিবেশ তা প্রবাসীদের জন্য স্বপ্নের মতো। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিরা কিছুটা দেশীয় স্বাদ পেলেও ইউরোপ-আমেরিকায় তা অনেকাংশে কম পাওয়া যায়। বিশ্বের ১৭৬টি দেশে প্রায় ১ কোটি ৫৫ লাখের মতো বাংলাদেশি প্রবাসী রয়েছে। এই বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রমজান এলে দেশের স্মৃতি হাতড়িয়ে বেড়ায়। দেশে থাকাকালীন কীভাবে কাটাতো রমজান মাস, কেমন ছিল তখনকার ইফতার, সেহেরি আর তারাবির সময়গুলিÑ এসব ভেবে-ভেবে প্রবাসীরা যেমন নস্টালজিক হয়ে উঠে, তেমনি দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবার এবং সাধারণ মানুষেরও কৌতূহল রয়েছে প্রবাসীদের রমজান কেমন কাটে তা নিয়ে।

বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক, যতই প্রতিকূলতা থাকুক চেষ্টা করে রমজানের রোজা পালন করার। কিছু ব্যতিক্রম হয়তো আছে তা উল্লেখযোগ্য নয়। প্রবাসের শত কষ্টের মাঝেও পুরো রমজান মাস রোজা পালন করার চেষ্টা করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোটামুটি স্বাচ্ছন্দ্যের সাথেই কাটায় রমজান মাস। দেশের মতো না হলেও এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সুন্দর পরিবেশে কাটে রমজান মাস। সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব-আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের জন্য কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয়, যাতে করে রোজাদারগণ সিয়াম পালন করতে পারেন স্বাচ্ছন্দ্যে। সরকারি-বেসরকারি সব চাকরিজীবীর কর্মঘণ্টা আট ঘণ্টা থেকে কমিয়ে করা হয় ছয় ঘণ্টা বা কোনো দেশে তারও কম। তবে কষ্ট হয় যারা বাইরে কাজ করে যেমন নির্মাণশ্রমিক বা পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিক ভাইদের। সাহরি, ইফতার ও তারাবীর নামাজ সব সময় মতো হলেও দেশের সেই স্বাদ পাওয়া যায় না। এখানকার রমজানের আমেজ দেশের মতো এতটা উপভোগ করা হয়ে উঠে না। বিশেষ করে, তারাবীর নামাজ পড়ার সুযোগ হয়ে উঠে না অধিকাংশ প্রবাসীর। কারণ, রমজান মাসে বেশির ভাগ মার্কেট বা দোকানগুলো খোলা হয় এশার নামাজের পরপর, তাই যারা দোকানে চাকরি করে বা ব্যবসার সাথে জড়িত তাদের পক্ষে তারাবির নামাজে অংশগ্রহণ সম্ভব হয়ে উঠে না।

অন্যান্য পেশাজীবীরও অনেক সময় কাজ শুরু হয় এশার নামাজের পর বা অফিসসময় দুই শিফটের হয়ে থাকে। তাই তারাবির নামাজ আদায় করা প্রবাসীদের পক্ষে অনেকাংশেই কঠিন হয়ে উঠে। দেশের মতো এখানেও বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে চনা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, জিলাপী, হালিম, আলুর চপসহ সকল বাংলাদেশি ইফতারি পাওয়া যায়। সাথে আরবের ট্রেডিশনাল খাবারগুলোতো আছেই। তবে আমাদের বাংলাদেশিদের যেন দেশীয় স্বাদের ইফতারি দিয়ে ইফতার না করলে পেট ভরে না, তাই যথাসম্ভব বাংলাদেশিরা নিজ বাসায় হোক বা দোকানে দু-চারজন মিলে দেশীয় স্বাদের বিভিন্ন আইটেম নিয়ে ইফতার করে। ইফতারি যে ধরনেরই হোক না কেন, এখানে বিভিন্ন ফলের সমাহার থাকে প্রচুর, কেননা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়।

উল্লেখ্য যে, এখানে অধিকাংশ মসজিদে সর্বজনীন ইফতারের ব্যবস্থা করা হয়। মসজিদের বাইরে তাবু টাঙিয়ে ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, যেখানে খেজুর, জুস এবং বিভিন্ন সুস্বাদু খাবারের ব্যবস্থা থাকে। বিভিন্ন দেশের হাজার হাজার প্রবাসী প্রতি রমজান মাসে এসব মসজিদে পুরো রমজান মাস ফ্রিতে ইফতার করেন। শুধু যে মসজিদে ইফতারির ব্যবস্থা করা হয় তা নয়, বিভিন্ন রাস্তায় ট্রাফিক সিগন্যালে ইফতারির সময় অনেকে ইফতারি নিয়ে দাঁড়িয়ে থাকে পথচারীদের উদ্দেশ্যে। অনেকে আবার ইফতারি নিয়ে গাড়িতে করে ঘুরে বেড়ায় এবং রাস্তায় রাস্তায় ইফতারি বিলি করে। তাই রমজান আসলে চোখে পড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ জনগণের মনের উদারতা আর ভালো কাজ করার প্রতিযোগিতা। বিশেষ করে, সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা শরীফ আর মদিনা শরীফের কথা তো বলা বাহুল্য! প্রতিদিন রমজানে মসজিদুল হারাম মক্কা আর মসজিদে নববী মদিনায় অত্যন্ত সুশৃঙ্খল ও নজিরবিহীন ব্যবস্থাপনায় লাখো মানুষের ইফতারের ব্যবস্থা হয়, যা পৃথিবীতে বিরল! হারামাইন শরীফাইনে কিন্তু শুধু ইফতারি না, যারা ইতিকাফ করেন তাদের জন্য পুরো রমজান মাস সাহরির ব্যবস্থাও থাকে।

বিশেষভাবে উল্লেখ্য যে, রমজানে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বৃদ্ধি পেলেও এসব দেশের মার্কেটগুলোতে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেয়া হয়, যা আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। নিত্যপ্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস করে দেয়া হয় রমজানের জন্য। অথচ, আমাদের দেশে এর বিপরীত চিত্র, যা সত্যিই দুঃখজনক। পুরো রমজান মাস প্রবাসী বিভিন্ন সংগঠনের উদ্যোগে থাকে ইফতার পার্টি। খাবার হোটেলগুলোর হল রুমে বা কারো বাসায় জমায়েত হয়ে প্রবাসী বাংলাদেশিরা ইফতারের আয়োজন করে এবং আলোচনা অনুষ্ঠান করে।

এত কিছুর পরও প্রবাসের মাটিতে প্রতিটি নিঃশ্বাসে প্রবাসীরা আপনজনদের শূন্যতা অনুভব করে। দেশের মাটিতে ইফতারের যে আনন্দ আর আমেজ তা কি প্রবাসের মাটিতে খুঁজে পাওয়া সম্ভব? মা-বাবা, ভাই-বোন আর পরিবার-পরিজন নিয়ে ইফতার করা বা সেহেরি খাওয়া, সেহেরির জন্য একজন আরেকজনকে ডাকা, দল বেঁধে তারাবি পড়তে যাওয়া, তারাবির পর আবার একটু বন্ধুদের সাথে আড্ডা দেয়া কিংবা একটু চা খাওয়া এসব জীবনঘনিষ্ঠ সুখানুভূতি তো প্রবাসের জটিল সমীকরণে মিলানো খুবই কঠিন! রমজানে প্রবাসীদের মনে হয় সকল পূর্ণতার মাঝেও কী যেন অপূর্ণ থেকে যায়! দেশের অনেক কিছুই হয়তো বিদেশে আনা যায় কিন্তু স্বদেশ আর স্বজনদের মমতার পরশ তো আর বিদেশে আনা য়ায় না।

লেখক: প্রবাসী প্রাবন্ধিক, সৌদি আরব


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

“মধুখালীতে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে আসামি ধরতে পুরস্কার ঘোষণায় কাজ হয়নি”

“মধুখালীতে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে আসামি ধরতে পুরস্কার ঘোষণায় কাজ হয়নি”

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস

শেরপুর ৬ বিএনপির প্রার্থীকে বহিষ্কার!

শেরপুর ৬ বিএনপির প্রার্থীকে বহিষ্কার!

পুড়ছে শেরপুর গারো পাহাড়! সামাল দিতে বন বিভাগ জনবল সংকটে নিরুপায়!

পুড়ছে শেরপুর গারো পাহাড়! সামাল দিতে বন বিভাগ জনবল সংকটে নিরুপায়!

যানজটে ছবি কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের ভোগান্তি

যানজটে ছবি কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের ভোগান্তি

কোটি টাকার মাদক আইসসহ সংগীত শিল্পী রিবেল গ্রেপ্তার

কোটি টাকার মাদক আইসসহ সংগীত শিল্পী রিবেল গ্রেপ্তার

মার্কিন নেতৃত্বের প্রতি অসন্তোষ বাড়ছে বিশ্বজুড়ে

মার্কিন নেতৃত্বের প্রতি অসন্তোষ বাড়ছে বিশ্বজুড়ে

কটিয়াদীতে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে নাম নেই অনেক নিহতের

কটিয়াদীতে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে নাম নেই অনেক নিহতের

টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

বৃষ্টি নিয়ে যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল, বন্ধ দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল, দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল, বন্ধ দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল, দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে ‘অকাস’

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে ‘অকাস’

দুমকিতে মাহফিল কমিটি নিয়ে সংঘর্ষ আহত ১৫

দুমকিতে মাহফিল কমিটি নিয়ে সংঘর্ষ আহত ১৫

বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার: রিজভী

বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার: রিজভী

মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন শেনচৌ-১৮ নভোচারীরা

মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন শেনচৌ-১৮ নভোচারীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনটি নীতিতে অটল থাকবে চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনটি নীতিতে অটল থাকবে চীন

চুয়াডাঙ্গায় অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফসলী জমির ফসল;ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে

চুয়াডাঙ্গায় অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফসলী জমির ফসল;ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে

ইসরায়েলবিরোধী বিক্ষোভে নারী অধ্যাপককে মাটিতে ফেলে যেভাবে হাতকড়া পড়াল মার্কিন পুলিশ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে নারী অধ্যাপককে মাটিতে ফেলে যেভাবে হাতকড়া পড়াল মার্কিন পুলিশ

ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী যুক্তরাষ্ট্রের পুলিশ

ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী যুক্তরাষ্ট্রের পুলিশ

অবৈধ প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ এনে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জুয়েল

অবৈধ প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ এনে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জুয়েল