ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার এজেন্ডা বাস্তবায়ন করছে?

Daily Inqilab ইনকিলাব

২৭ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম

দেশে চলমান তীব্র তাপদাহের বিপর্যয় থেকে পরিত্রাণের আশায় মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা খোলা ময়দানে দুরাকাত ‘সালাতুল ইসতিসকা’ নামাজ আদায় করছে। মুসলমানরা শত শত বছর ধরে বৃষ্টির আশায় আল্লাহর দরবারে প্রার্থনা করে এ নামাজ আদায় করে আসছে। এ প্রেক্ষিতে, গত বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের মাঠে ‘সালাতুল ইসতিসকা’ আদায়ের উদ্যোগ গ্রহণ করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এতে অন্যান্য বিভাগের ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরাও সাড়া দেয়। তবে গরমের অজুহাতে তাদের খোলা মাঠে নামাজ আদায়ের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা, হোলি উৎসব, মঙ্গল শোভাযাত্রাসহ অন্য ধর্মাবলম্বীদের ধর্মাচার পালনে কোনো বাধা দেয়া না হলেও বৃষ্টির জন্য ধর্মপ্রাণ সাধারণ মুসলমান শিক্ষার্থীরা দু’রাকাত নামাজ আদায় করতে চাওয়ায় গরমের অজুহাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে এবং উঠা স্বাভাবিক। খোড়া যুক্তি দেখিয়ে নামাজ আদায় করতে না দেয়াকে অনেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘ইসলাম বিদ্বেষী’ মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে। কারণ, প্রচ- তাপদাহের মধ্যেই মঙ্গল শোভাযাত্রা হয়েছে। ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠন ক্যাম্পাসে প্রায়ই মিছিল-মিটিং করছে এবং তাতে গরম কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। অথচ কয়েক মিনিটের নামাজে গরম অসুবিধা করবে, এ অজুহাতে অনুমতি না দেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিমুখী নীতি ও ইসলাম বিদ্বেষী মনোভাবের প্রকাশ। এটা দুঃখজনক এবং এতে শিক্ষার্থীসহ মুসলমান মাত্রই ক্ষুব্ধ এবং প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব বাংলার মুসলমানদের দাবীর মুখে। নবাব সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ কে ফজলুল হকসহ তৎকালীন মুসলমান নেতৃবৃন্দ বৃটিশ সরকারের কাছে দাবি জানিয়ে, দেন-দরবার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তখন প্রভাবশালী হিন্দুরা চরম বিরোধিতা করেছিলেন। তারা মুসলমানদের উচ্চশিক্ষা গ্রহণে সুযোগ দিতে নারাজ ছিলেন। মুসলমান কৃষকদের সন্তানদের জন্য শিক্ষার প্রয়োজন নেই বলে তারা প্রচার চালিয়েছিলেন। এই ইতিহাস কমবেশি সবারই জানা। অথচ মুসলমান নেতৃবৃন্দের দৃঢ়তা এবং দাবির মুখেই বৃটিশ সরকার এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিল। নবাব সলিমুল্লাহ জমি দিয়ে, অন্যরা অর্থ দিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। বিশ্ববিদ্যালয়টি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাতি লাভ করে। স্বাধীনতা সংগ্রামসহ তার আগে পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। যে মুসলমান কর্তৃক মুসলমানদের শিক্ষা ও কল্যাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই বিশ্ববিদ্যালয়ে এখন মুসলমান শিক্ষার্থীরাই নামাজ পড়তে পারবে না, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। হিন্দুদের ধর্মাচার ও সাংস্কৃতিক উৎসব হতে পারলে, মুসলমানদের ইসতিসকা নামাজ কেন হবে না? শুধু এই নামাজই নয়, এর আগে বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন নিয়ে আলোচনা করার অনুমতি দেয়া হয়নি। ইফতার অনুষ্ঠনেও বাধা দেয়া হয়েছে। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার এজেন্ডা বাস্তবায়ন করছে? কিছুদিন আগে এই বিশ্ববিদ্যালয়েই এক সেমিনারে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে। তাতে অংশগ্রহণকারী সকলেই দাঁড়িয়ে কণ্ঠ মিলয়েছে। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়েছে। এসব কর্মকা- থেকে বুঝতে অসুবিধা হয় না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার কাছে আত্মা বন্ধক দিয়ে রেখেছে এবং কার এজেন্ডা বাস্তবায়ন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই ‘অসাম্প্রদায়িক’ হিসেবে পরিচিত। এখানে সব ধর্মের ধর্মাচার পালনে কোনো বাধা নেই। এখানে যেমন মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, শিখদের প্রার্থনালয় রয়েছে, তেমনি সব ধর্মের শিক্ষার্থীরা পড়াশোনা ও ধর্মাচার পালন করছে। এ অবস্থায় যখন, সারাদেশের তাপদাহ থেকে রক্ষা পেতে আল্লাহর রহমতের বৃষ্টির আশায় প্রার্থণার জন্য মুসলমান শিক্ষার্থীরা ‘সালাতুল ইসতিসকা’ আদায়ের উদ্যোগ নিয়েছে, তখন কর্তৃপক্ষের বাধা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত দেয়া হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করেন।

৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামের বিধি-বিধান অনুসৃত ও পালিত হবে, এটাই স্বাভাবিক। অথচ তাদেরই ধর্মাচার পালনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একের পর এক বাধা দিয়ে যাচ্ছে। এতে সাধারণ মুসলমানদের মনে আঘাত পাওয়া স্বাভাবিক। তারা ধর্মাচার পালনে এ ধরনের বাধা কোনোভাবেই মেনে নেবে না। এ থেকে দেশের মানুষের কাছে যদি প্রতীয়মান হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান শিক্ষার্থীরা ইচ্ছা করলেই ধর্মাচার পালন করতে পারছে না, তাহলে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেন্টিমেন্ট বুঝতে হবে। কর্তৃপক্ষ যদি মনে করে থাকে, মুসলমান বিদ্বেষী কারো এজেন্ডা বাস্তবায়ন করবে, তাহলে ভুল করবে। আমরা আশা করব, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিবেচনায় রেখে যথাযথ আচরণ করবে। কোনো ধরনের বৈষম্য প্রশ্রয় দেবে না। নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখবে। বিতর্ক সৃষ্টি হয় এমন পরিস্থিতি এড়িয়ে চলবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কাপ্তাই শিলছড়ি সেলুন দোকান ভাঙচুর এবং মারামারির ঘটনায় গ্রেফতার-২

কাপ্তাই শিলছড়ি সেলুন দোকান ভাঙচুর এবং মারামারির ঘটনায় গ্রেফতার-২

জ্যোতির্বিদ আল-ফারগানি

জ্যোতির্বিদ আল-ফারগানি

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

ফরিদপুরে পৃথক সড়ক ঘটনায় নিহতের সংখ্যা বেড় ৪ জনে

ফরিদপুরে পৃথক সড়ক ঘটনায় নিহতের সংখ্যা বেড় ৪ জনে

ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী,কর্মী ও সমর্থকেরা

ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী,কর্মী ও সমর্থকেরা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে তাপসের সিলেট সফর বাতিল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে তাপসের সিলেট সফর বাতিল

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৪এর উদ্বোধন

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৪এর উদ্বোধন

মিল্টন সমাদ্দারের কেয়ার থেকে সেলিমকে উদ্ধার, কিডনি নেওয়ার অভিযোগ

মিল্টন সমাদ্দারের কেয়ার থেকে সেলিমকে উদ্ধার, কিডনি নেওয়ার অভিযোগ

শিবালয়ে নির্বাচনকে ঘিরে দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা

শিবালয়ে নির্বাচনকে ঘিরে দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আল মক্কা ট্রাভেলসের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা

আল মক্কা ট্রাভেলসের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা

ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

২১ বছর পর সিরি-এ লিগে কোমো

২১ বছর পর সিরি-এ লিগে কোমো

বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না: ফারুক

বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না: ফারুক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার পাটাচোরা ও ঝাঁঝরি গ্রামে বজ্রাঘাতে দুজন কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার পাটাচোরা ও ঝাঁঝরি গ্রামে বজ্রাঘাতে দুজন কৃষকের মৃত্যু

ফের ভেঙে দেয়া হলো কুয়েতের পার্লামেন্ট, সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত

ফের ভেঙে দেয়া হলো কুয়েতের পার্লামেন্ট, সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত

ফরিদপুরে শরীরে কাফন জড়িয়ে ট্রেন আটকে বিক্ষোভ

ফরিদপুরে শরীরে কাফন জড়িয়ে ট্রেন আটকে বিক্ষোভ

মেয়াদ শেষ হচ্ছে আজ, ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর

মেয়াদ শেষ হচ্ছে আজ, ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর

চট্টগ্রাম বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার