বাতিঘরের ইতিবৃত্ত

Daily Inqilab মো. জাহিদুল ইসলাম

০৫ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:০১ এএম

বাতিঘর বা লাইট হাউস হচ্ছে এক ধরনের সুউচ্চ মিনার, টাওয়ার বা দালান, যেখান থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রে নাবিকদের দিক-নির্দেশনা দেওয়া হয়। সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয়। প্রাচীনকালে সমুদ্রগামী নাবিকেরা আকাশের তারার উপর তীক্ষ্ণ নজর রেখে পথ চলতো। একপর্যায়ে মানুষ বাতিঘর বানানোর ব্যাপারে চিন্তা করে এবং বানায়। পৃথিবীর সব থেকে বিখ্যাত ঐতিহাসিক লাইট হাউজ বা বাতিঘর হচ্ছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর। খ্রিস্টপূর্ব সময়ের মিশরের আলেকজান্দ্রিয়া বাতিঘর থেকে শুরু করে আধুনিককালের সাম্প্রতিকতম বাতিঘরের উদ্দেশ্য একই। বিশেষ ব্যবস্থাপনায় আলো ফেলে সমুদ্রের নাবিকদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে যুগপৎ সতর্ক করা।
বাতিঘর ইতিহাসের সাথে জড়িয়ে আছে প্রকৃতির অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের অদম্য লড়াইয়ের গল্প। প্রাচীনকাল থেকেই মানুষের জীবনযাত্রার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে সমুদ্র। বেঁচে থাকার জন্য খাবারের সংস্থান করতে কিংবা ব্যবসা-বাণিজ্যে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সমুদ্র যাত্রা অবধারিত। প্রাচীনকালে সমুদ্রে চলাচল এবং ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াতের জন্য নাবিকরা কিছু নিয়ম অনুসরণ করে চলত। নাবিকেরা সূর্যোদয়ের সাথে সাথেই কাঠের তৈরি বড় জাহাজ বা নৌকা নিয়ে ছুটতো সমুদ্রের পথে। আবার সূর্য অস্ত যাওয়ার পূর্বেই সেই জাহাজ বা নৌকা কোন দ্বীপে ভেড়ানোর অথবা বাড়ি ফেরার চেষ্টা করত নাবিকরা। কিন্তু কখনও কখনও প্রকৃতির দুর্যোগপূর্ণ পরিস্থিতির কাছে তাদের আত্মসমর্পণ করতে হতো। প্রাচীনকালের মানুষ প্রকৃতির কাছে বিপর্যস্ত হয়েছে বারবার। সূর্যাস্তের পরও অনেক সময় তাদের জাহাজ বা নৌকা নিয়ে কোনো দ্বীপে ভেড়ানো অথবা বাড়ি ফেরা অনেক কঠিন হয়ে পড়তো। প্রকৃতির কারণে সূর্য ডোবার আগে নাবিকেরা ঘরে ফিরতে না পারলে তাদের আত্মীয়স্বজনেরা আগুন জ্বালিয়ে সমুদ্রের তীরে অপেক্ষা করত। আগুন জ্বালিয়ে তীরের নিশানা দেখানোর ধারণা থেকেই আবিষ্কৃত হয় বাতিঘর।

যুগ যুগ ধরে এডিস্টোন রক ছিল নাবিকদের কাছে এক বিভীষিকার নাম। বিশেষ করে রাতের বেলা কোনো জাহাজই ওই পথ দিয়ে যেতে চাইতো না। অনেক সময় পথ ভুলে বা জোয়ারের পানিতে পাহাড়টিকে দেখতে না পেয়ে কোনো জাহাজ ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করতো তখনই ঘটতো বড় ধরনের বিপর্যয়। এ ছাড়াও সমুদ্র সৈকতের যেসব এলাকায় বেশি প্রবাল রয়েছে এবং যেসব প্রবাল জাহাজের ক্ষতি করতে পারে- এমন সব জায়গা সম্পর্কেও বাতিঘর জাহাজগুলোকে আলোক সংকেত দিয়ে থাকে। যুগ যুগ ধরে এই বাতিঘর সমুদ্রে নাবিকদের পথ চলতে সহায়তা করে আসছে। একইভাবে সমুদ্রে নাবিকদের পথচলা নিরাপদ করতে ভূমিতে থাকতো একঝাঁক বাতিঘর। প্রাচীনকালে মানুষ সমুদ্রের অগভীর সৈকত আর প্রবাহ সৈকত চিহ্নিত করতে পাহাড়ের ওপরে আগুনের কু-লি জ্বালিয়ে রাখত। পরবর্তীকালে কাঠ জ্বালিয়ে দূর সমুদ্রের নাবিকদের সতর্কবার্তা দেওয়া হতো। আলোর উৎস হিসেবে মূলত খোলা আগুন এবং পরে মোমবাতি দ্বারা আলোকিত, আরগ্যান্ড ফাঁপা বাতির বাতি এবং প্যারাবোলিক প্রতিফলক ইত্যাদি বিভিন্ন পদ্ধতি প্রবর্তিত হয়েছিল।

বর্তমানে অনেক বাতিঘরে স্বয়ংক্রিয়ভাবে রাত্রিকালে বাতি জ্বলার এবং ভোরবেলা নিভিয়ে দেয়ার বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রাচীনকাল থেকে আধুনিক প্রযুক্তির যুগ পর্যন্ত বাতিঘরগুলি মূলত জীবনের চ্যালেঞ্জ এবং কঠিন সময়ের মধ্য দিয়ে নাবিকদের নেভিগেশন উপস্থাপন করে আসছে। এছাড়াও বাতিঘরগুলি বিপজ্জনক উপকূলরেখা, বিপজ্জনক শোল, প্রাচীর, শিলা এবং বন্দরগুলিতে নিরাপদ প্রবেশ চিহ্নিত করার পাশাপাশি বায়বীয় নেভিগেশনেও সহায়তা করে। তারা সমুদ্রে নির্বিঘেœ যাতায়াতের জন্য দিকনির্দেশ, নিরাপত্তা এবং আশার অনুভূতি প্রদান করে আসছে। লাইটহাউসগুলি অবশ্যই চলার গুরুত্বের প্রতীক, জ্ঞাত সিদ্ধান্ত নেওয়া এবং অন্ধকার বা অনিশ্চয়তার সময় পথ খুঁজে বের করার জন্য এক গুরুত্বপূর্ণ অবলম্বন। নাবিকরা অর্থাৎ সমুদ্রের পথের পথিকের যেন আলো দেখে সহজে বুঝতে পারে সেজন্য তীরের বাতিঘরগুলি সাধারণত সাদা রঙের হয়। আর খোলা সমুদ্রে বা হালকা পটভূমিতে বিপরীত রঙের সুস্পষ্ট ব্যান্ড সাধারণত লাল বা কালো ব্যবহার করা হয়।

বাতিঘর সৃষ্টির শুরুর ইতিহাস হতে আজ পর্যন্ত বেশিরভাগ বাতিঘরের নামকরণ করা হয়েছিল তাদের অবস্থানের জন্য। তবে বেশ কয়েকটির নামকরণ করা হয়েছিল এমন জাহাজের নামে যা, একটি বাতিঘর তৈরির আগে এসব বাতিঘরের কাছাকাছি ধ্বংস হয়েছিল। বেশিরভাগ বাতিঘরের উপরেও কয়েকটি কক্ষ থাকে। মোটামুটি ১০০ ফুট (প্রায় ৩১ মিটার) উচ্চতায় একটি আলো ধরে দিলে আলোর ভৌগোলিক পরিসর হিসাবে দিগন্তের ১৫ ফুট উপরে একজন পর্যবেক্ষকের পরিসর হবে প্রায় ১৬ নটিক্যাল মাইল (প্রায় ৩০ কি.মি.)।

বাতিঘরের আকৃতি হলো একটি গম্বুজ বিশিষ্ট ছাদের মতো এক কক্ষ বিশিষ্ট ঘর (যা বীকন নামে পরিচিত) যেখানে লণ্ঠনের মত দেখতে বড় বড় জানালা রয়েছে। টাওয়ারের শীর্ষে ওঠার জন্য একটি সর্পিল সিঁড়ি (বা কখনও কখনও একটি মই) ব্যাবহার করা হয়। জন্মলগ্ন থেকে শুরু করে এখনও বর্তমান পর্যন্ত বাতিঘরের এই প্রযুক্তি চালু রয়েছে। প্রাচীনকালে একটা সময় বাতিঘর ব্যাপকভাবে ব্যবহার করা হলেও রক্ষণাবেক্ষণের ব্যয়ের কারণে অপারেশনাল বাতিঘরের সংখ্যা হ্রাস পেয়েছিল। এরপর অনেক সস্তা, আরও পরিশীলিত এবং কার্যকর ইলেকট্রনিক ন্যাভিগেশনাল সিস্টেমের আবির্ভাবের পর থেকে তাদের ব্যবহার আরও অপ্রয়োজনীয় হয়ে উঠেছিল। বর্তমানে সবগুলোকে আধুনিকায়ন করে এর ব্যাপকতা এবং ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে।

লেখক: নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কসবায় বিদ্যুৎস্পর্শে ক্রেন চালক ও সহযোগির মৃত্যু

কসবায় বিদ্যুৎস্পর্শে ক্রেন চালক ও সহযোগির মৃত্যু

মুসলিম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে হিজরি সন : প্রেসিডেন্ট

মুসলিম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে হিজরি সন : প্রেসিডেন্ট

সাংবাদিকদের সকল মিথ্যা প্রত্যাখ্যানের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

সাংবাদিকদের সকল মিথ্যা প্রত্যাখ্যানের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

নেত্রকোনার পূর্বধলায় ৬০ বস্তা ভারতীয় চিনি আটক

নেত্রকোনার পূর্বধলায় ৬০ বস্তা ভারতীয় চিনি আটক

প্রতিবেশীদের কাছে প্রযুক্তিগত-প্রকৌশ পরিষেবা রপ্তানি বাড়িয়েছে ইরান

প্রতিবেশীদের কাছে প্রযুক্তিগত-প্রকৌশ পরিষেবা রপ্তানি বাড়িয়েছে ইরান

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ২২ বছর বয়সেই সংসদ সদস্য হলেন আর স্যাম কার্লিং

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ২২ বছর বয়সেই সংসদ সদস্য হলেন আর স্যাম কার্লিং

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

দেশের বাজারে বেড়েছে  স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি

মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্স-বাংলাদেশ অভিযোজন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : পরিবেশমন্ত্রী

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্স-বাংলাদেশ অভিযোজন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : পরিবেশমন্ত্রী

বিতির নামাজে কোনো ভুল হলে সাহু সিজদা দেওয়া প্রসঙ্গে।

বিতির নামাজে কোনো ভুল হলে সাহু সিজদা দেওয়া প্রসঙ্গে।

চাল আমদানি নয় ভবিষ্যতে আমরা রপ্তানি করবো : খাদ্যমন্ত্রী

চাল আমদানি নয় ভবিষ্যতে আমরা রপ্তানি করবো : খাদ্যমন্ত্রী

দ: কোরিয়া বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়ে তুলতে ১০০ কোটি টাকা দিবে

দ: কোরিয়া বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়ে তুলতে ১০০ কোটি টাকা দিবে

দক্ষিণ কোরিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: রেলমন্ত্রী

দক্ষিণ কোরিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: রেলমন্ত্রী

বেপজা পরিদর্শন চীনা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের

বেপজা পরিদর্শন চীনা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের

জুনে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে

জুনে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে

এক দফা দাবিতে চলবে কোটা সংস্কার আন্দোলন, কর্মসূচি ঘোষণা

এক দফা দাবিতে চলবে কোটা সংস্কার আন্দোলন, কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ শিগগিরই গৃহহীন মুক্ত দেশ হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ শিগগিরই গৃহহীন মুক্ত দেশ হবে : প্রধানমন্ত্রী