মাধ্যমিক পর্যায়ে কোডিং শিক্ষা প্রসঙ্গে

Daily Inqilab মো. হাসান-উল-বারী

০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম

প্রযুক্তির দুনিয়ায় বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুধু চর্চা নয় বেড়েছে ব্যবহারও। মানব সভ্যতার উন্নয়নে এই প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে দিন রাত চলছে গবেষণা। সেই কৃত্রিম বুদ্ধিমত্তারই প্রবেশ ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। সেটা ভালো হবে, কী মন্দ হবে তা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তবুও এটা নির্দ্বিধায় বলা যায় যে, তথ্যপ্রযুক্তিনির্ভর একটি বিশ্ব আমাদের তৈরি হবে। আর সেই বিশ্বে পদচারণা করবে নতুন প্রজন্মরাÑ আমার আপনার সন্তানরা। সেই বিশ্বে আমাদের সন্তানরা কেমন করবে তা অনেকখানিই নির্ভর করবে তার তথ্যপ্রযুক্তি জ্ঞানের উপর। তাই বর্তমান বিশ্বের অভিভাবকরা চাচ্ছে তাদের সন্তানরা যেন ছোট থেকেই তথ্যপ্রযুক্তির ওপর বেসিক কিছু জ্ঞান অর্জন করে। তথ্যপ্রযুক্তি বলতে যদি কেউ যদি ফেসবুককে বোঝে তবে মারাত্মক ভুল হবে। এটি একটি অ্যাপ মাত্র। ফেসবুক, ইউটিউব, টুইটার, লিংক্ডইন, ইন্সটাগ্রাম, হোয়াট্স অ্যাপ, গুগলÑ এই সমস্ত অ্যাপ ও প্ল্যাটফর্মের পিছনে রয়েছে তথ্যপ্রযুক্তির বিশাল কর্মযজ্ঞ। সেখানে কাজ করছে লক্ষ লক্ষ প্রযুক্তিবিদ। এই সমস্ত প্ল্যাটফর্মে তথ্যকে সহজেই প্রদর্শন করার জন্য ‘কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা কোডিং’ ব্যবহার করে প্রযুক্তিবিদরা।

আমরা যদি আমাদের শিশু-কিশোরদের একাডেমিক সাফল্য ও স্মার্ট করতে চাই তাহলে প্রতিটি শিশুকে কোডিং শেখাতে হবে। বাচ্চাদের জন্য কোডিং শুধুমাত্র তাদের গণিত এবং লেখার দক্ষতা উন্নত করতে সাহায্য করে না, বরং পরবর্তী সময়ে তাদের কর্ম জীবনের দক্ষতায় নতুন মাত্রা যোগ করবে। কেন কোডিং শেখা গুরুত্বপূর্ণ এবং কেন ছোটবেলা থেকেই স্কুলে কোডিং শেখানো উচিত তার বিভিন্ন কারণ রয়েছে। শিশুরা যত তাড়াতাড়ি কোডিং করতে শিখবে, তাদের সাফল্য অর্জনের সুযোগ তত দ্রুত ধরা দেবে।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরি করতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষ করে গড়ে তোলা অপরিহার্য। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও সমস্যা সমাধানে আগ্রহী করে গড়ে তুলতে গত ৬-৮ ফেব্রুয়ারি ২০২৪ প্রতিদিন এক ঘণ্টার কোডিং ক্যাম্পেইন ‘আওয়ার অব কোড’ দেশব্যাপী সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দসহকারে কোডিং আওয়ার শেষ করেছে ও কম্পিউটার জেনারেটেড সনদ গ্রহণ করেছে। উক্ত ক্যাম্পেইন পরিচালনা করা হয় কিশোর বাতায়ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে, যেটি বর্তমান সরকার এটুআই এর সহযোগিতায় বেশ কয়েক বছর আগেই স্কুল শিক্ষার্থীদের উপযোগী করে তৈরি করেছেন। ভবিষ্যৎ এর জন্য নিজেকে প্রস্তুত করে তোলোÑ এই স্লোগানকে সামনে রেখে কিশোর বাতায়নের হাত ধরে আমাদের স্কুল শিক্ষার্থীরা কিশোর বাতায়ন প্ল্যাটফর্ম থেকে আমার স্কুল, বইসমূহ, জীবন দক্ষতা, ক্যারিয়ার দক্ষতা ইত্যাদি বিষয় অনলাইনে শিখতে পারবে। এখানে উল্লেখ্য যে, শুধু জীবন দক্ষতা বিষয়ের উপর কিশোর বাতায়নে ১৯৩টি কনটেন্ট রয়েছে।

অভিভাবক থেকে শুরু করে সহকর্মী সবার একই প্রশ্ন, শিশু-কিশোরদের কোডিং শিখতে হবে কেন? এই কোডিং শিখে কী লাভ? এটি শিখে কি কম্পিউটার বিজ্ঞানী হবে? নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে? সেটা যদি না হয় তাহলে কোডিং শিখবে কেন? একেবারেই যৌক্তিক প্রশ্ন। কোনো জিনিস শেখার আগে কেন শিখছি, সেটি জানা খুবই জরুরি। প্রচলিত ধারণায়, প্রোগ্রামিং শুধু কম্পিউটারের ভাষা, এটি দিয়ে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। প্রকৃত অর্থে সেটি প্রোগ্রামিংয়ের প্রথম ধাপ নয়। প্রোগ্রামিং আসলে সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) এবং সিদ্ধান্ত গ্রহণ (ডিসিশন মেকিং) করতে শেখায়। প্রতিদিন, প্রতিনিয়ত আমরা সমস্যার সমাধান করে চলেছি। আমরা সেটি সব সময় আসলে খেয়াল করছি না।

অফিসে যাওয়ার জন্য রিকশা নেব, নাকি উবার বা পাঠাও থেকে কার বা বাইক নেব, নাকি পাবলিক বাসে যাব, এটি একটি সমস্যা। এ সমস্যার সমাধানের জন্য আমাদের অনেকগুলো বিষয় বিবেচনা করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। উদ্দেশ্য যদি হয় কম খরচে যাওয়া, তাহলে রিকশা নেওয়া যেতে পারে। অন্যদিকে, যদি দ্রুত যাওয়াই হয় প্রধান উদ্দেশ্য, তাহলে পাঠাও নেওয়া যায়। আর যদি উদ্দেশ্য হয় কম খরচে তুলনামূলকভাবে দ্রুত গন্তব্যে পৌঁছানো, তাহলে পাবলিক বাস যাওয়াটাই হবে সঠিক সিদ্ধান্ত।

কোডিং মানে শুধু কম্পিউটারের সামনে মাউস, কি-বোর্ড নিয়ে বসে থাকা নয়। আগে সমস্যা সমাধানের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর এ সিদ্ধান্ত গ্রহণের জন্য, উপরের উদাহরণের মতোই প্রয়োজন হয় যৌক্তিক ও বিশ্লেষণধর্মী চিন্তার। এই যৌক্তিক চিন্তার মাধ্যমে সমস্যার সমাধান করা গেলে, তারপর প্রশ্ন আসবে সেই সমাধান কম্পিউটারে প্রয়োগ করব, নাকি বাস্তব জীবনে প্রয়োগ করব। অর্থাৎ, এই সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের পর সেটি কাজে লাগানোর জন্য তাকে যে ভবিষ্যতে কম্পিউটার বিজ্ঞানী বা সফটওয়্যার প্রকৌশলী হতে হবে, এমন কোনো কথা নেই। জীবন চলার পথে, অসংখ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে এই সমস্যা সমাধানের দক্ষতা ও কৌশল। কাজেই, যৌক্তিক চিন্তা ভাবনার জন্য প্রোগ্রামিং শিখতে হবে। যদি কেউ প্রোগ্রামিং বা কোডিং জানে, তাহলে তার কাছে পৃথিবীর কোনো কাজই কঠিন মনে হবে না।

কোডিং শেখার অনেক কারণ আছে, যার কয়েকটি নিম্নে দেওয়া হল:
১। কোডিং সমস্যা সমাধানে দক্ষ করে তোলে,
২। কোডিং চিন্তা করতে শেখায়,
৩। একাডেমিক কর্মক্ষমতা উন্নত করে,
৪। কোডিং সৃজনশীলতা বাড়ায়,
৫। ভালো কম্পিউটার প্রোগ্রামার হওয়ার সম্ভাবনা বাড়ায়,
৬। কোডিং শিশুদের গণিত শেখা আনন্দদায়ক করে তোলে,
৭। কোডিং শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরী করে।
পার্শ্ববর্তী দেশ ভারতে এবার ষষ্ঠ শ্রেণি থেকেই সিবিএসই বোর্ডের সিলেবাসে আনা হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। সিবিএসই বোর্ডের ষষ্ঠ থেকে অষ্ঠম শ্রেণির সিলেবাসে এবার পড়ানো হবে এআই এবং কোডিং। নতুন শিক্ষানীতির আওতায় সিলেবাসে নতুন বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করেছে সিবিএসই। এর মধ্যে রয়েছে এআই, কোডিংসহ আরো ৩৩টি বিষয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সিলেবাসের পরিবর্তন করেছে সিবিএসই বোর্ড। সেক্ষেত্রে বৃত্তিমূলক পঠনপাঠনের পাশাপাশি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের দিকে জোর দিতে এআই কিংবা কোডিংয়ের মতো বেশ কিছু বিষয় সিলেবাসে জুড়েছে সিবিএসই বোর্ড। আর কী কী বিষয় আসতে চলেছে সিবিএসই’র সিলেবাসে? সংশ্লিষ্ট বোর্ড সূত্রের খবর, কোডিং এবং এআই ছাড়াও ডেটা সায়েন্স, কাশ্মীরি এমব্রয়ডারি, স্যাটেলাইট অ্যাপ্লিকেশন স্টাডি, অগমেন্টেড রিয়েলিটি (এআর) ইত্যাদি। যদিও এতদিন এআই এবং কোডিং শুধুমাত্র নবম ও দশম শ্রেণিতেই পড়ানো হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়–য়ারাও পড়বে প্রযুক্তির হরেক বিষয়। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, নতুন বিষয়গুলির উপর প্র্যাকটিক্যাল ক্লাসও করতে পারবে ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে পড়–য়ারা খাতা কলমে শিখবে মাত্র ৩০ শতাংশ এবং বাকি ৭০ শতাংশ তাদের স্কুলের তরফে প্র্যাকটিক্যালে শেখানো হবে। ২০২০ সালে জাতীয় শিক্ষানীতির পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রণালয়। সংশ্লিষ্ট নীতিতে স্কুলের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়। সেই প্রেক্ষিতেই তাদের সিলেবাসের আমূল পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, গত শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পড়ানো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স।

সুতরাং বর্তমান বিশ্বের সংগে তালমিলিয়ে আমাদের শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করাসহ পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করে শিক্ষার্থীদেরও এআই এবং কোডিং শিক্ষা দিতে পারলে দ্রুত আমাদের দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।

লেখক: শিক্ষক, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ, জাহাংগীরাবাদ সেনানিবাস, বগুড়া।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধের দাবিতে নিরাপত্তা পরিষদের ২৭২২ রেজুলেশনকে স্বাগত জানায় বাংলাদেশ

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধের দাবিতে নিরাপত্তা পরিষদের ২৭২২ রেজুলেশনকে স্বাগত জানায় বাংলাদেশ

বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে : শিল্পমন্ত্রী

বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে : শিল্পমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার অনুরোধ এটর্নি জেনারেলের, বিচারাধীন বিষয় রাজপথে নেয়া উচিত নয়

আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার অনুরোধ এটর্নি জেনারেলের, বিচারাধীন বিষয় রাজপথে নেয়া উচিত নয়

খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মুক্তি দিচ্ছে না সরকার: ফখরুল

খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মুক্তি দিচ্ছে না সরকার: ফখরুল

পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো খুন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো খুন

ইউএনওর পরিকল্পনায় পাল্টেছে মদন উপজেলা পরিষদ চত্বরের দৃশ্যপট

ইউএনওর পরিকল্পনায় পাল্টেছে মদন উপজেলা পরিষদ চত্বরের দৃশ্যপট

সাতক্ষীরায় শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক

সাতক্ষীরায় শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক

সিংড়া উপজেলা চেয়ারম্যানের হলফনামা ও মনোনয়নপত্রে অসঙ্গতির অভিযোগ

সিংড়া উপজেলা চেয়ারম্যানের হলফনামা ও মনোনয়নপত্রে অসঙ্গতির অভিযোগ

তালায় মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

তালায় মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

মতলবে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মতলবে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সালথায় খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৮ জন

সালথায় খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৮ জন

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পাথরঘাটায় ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচণার বিচার দাবি

পাথরঘাটায় ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচণার বিচার দাবি

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি ও মানববন্ধন

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি ও মানববন্ধন

পানি উন্নয়ন বোর্ডের হাজার গাছ কর্তন

পানি উন্নয়ন বোর্ডের হাজার গাছ কর্তন

দুমকি উপজেলা পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুমকি উপজেলা পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরায় বিএনপির ৮ জনের জামিন ৩৪ জন কারাগারে

মাগুরায় বিএনপির ৮ জনের জামিন ৩৪ জন কারাগারে

বাঁধ ভাঙার আতঙ্কে ঘুম নেই ৩০ গ্রামবাসীর

বাঁধ ভাঙার আতঙ্কে ঘুম নেই ৩০ গ্রামবাসীর