পবিত্র ঈদুল ফিতর
৩০ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম

পবিত্র ঈদুল ফিতর সমাগত। চাঁদ দেখা সাপেক্ষে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মাহর দু’টি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর একটি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষিত পুরস্কারের প্রত্যাশায় এই ঈদ অনেক বেশি মহিমান্বিত ও আনন্দঘন। সিয়াম সাধনার পাশাপাশি জাকাত ও ফিতরা আদায় শেষে পাপ-পঙ্কিলমুক্ত হয়ে অনাবিল আনন্দ লাভ এই ঈদের বিশেষ সওগাত। পবিত্র কোরআন নাজিলের এই মাসে রোজা পালন, তারাবি নামাজসহ বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভের প্রয়াস, প্রতিটি ফরজ ও নফল ইবাদতের অতিরিক্ত ফজিলত এবং হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ লাইলাতুল কদরে গোনাহ মাফের অনন্য সুযোগ ইত্যাদি অভিব্যঞ্জনায় রোজা এবং ঈদুল ফিতর ধর্মপ্রাণ মুসলমানের কাছে অত্যন্ত তাৎপর্যবহ ও আধ্যাত্মিক সুষমামন্ডিত।
ইতোমধ্যে রাজধানী ছেড়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়ি ফিরেছে এবং ফিরছে। প্রিয়জনদের সাথে ঈদ করা আমাদের দেশে ঐতিহ্যে পরিণত হয়েছে। সারাবছর দেখা না হলেও অন্তত ঈদ উপলক্ষে অনেকের সাথে দেখা-সাক্ষাৎ হয়। আত্মীয়-স্বজনদের সাথে সময় কাটানো যায়। এক পারিবারিক ও সামাজিক মেলবন্ধনের সৃষ্টি হয়। অন্য যেকোনো আনন্দ-উৎসব ও ঈদের আনন্দ-উৎসবের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। কেবল আনন্দ-উল্লাস নয়, ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের অনুগ্রহ, ক্ষমা ও সন্তুষ্টিলাভ এবং মানব কল্যাণের সুযোগ রয়েছে এর মধ্যে। কঠোর সিয়াম সাধনা, সংযম, দান-খয়রাত, পরার্থপরতা, ত্যাগ ও সার্বজনীন কল্যাণে আত্মনিবেদনের সমন্বয়ে ঈদ-উৎসব অনেক বেশি বাস্তবিক শুভময়তা এবং পারলৌকিক মুক্তির প্রত্যাশায় ঋদ্ধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন: ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন, আসমানী তাকিদ। আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন হাত মিলাও হাতে। দে যাকাত মুর্দা-মুসলিমের আজ ভাঙ্গাইতে নিদ।’ ঈদের এই সার্বজনীন ও পারলৌকিক কল্যাণ, সাম্য-সৌহার্দ্যের বার্তা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে ও কর্মে যথার্থভাবে প্রতিফলিত হলেই ঈদের অন্তর্নিহিত আহবান সফল ও সার্থক হবে। মুসলমানদের মধ্যে ধনী-দরিদ্র, অবস্থানগত পার্থক্য ও উঁচু-নিচু ভেদাভেদের কোনো সুযোগ নেই। ঈদ আমাদের দেশে বরাবরই ব্যাপক আয়োজন, উদ্দীপনা ও উৎসব মুখরতার মধ্য দিয়ে উদযাপিত হয়। আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে সকল মানুষই তাদের সাধ্যানুযায়ী ঈদ-উৎসবে অংশগ্রহণ করে। প্রতি বছর ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ শহর ও কর্মস্থল থেকে গ্রামে যায়। এ সময় সড়ক-মহাসড়কে ব্যাপক চাপ সৃষ্টি হয়। বিগত বছরগুলোতে আমরা দেখেছি, মাইলের পর মাইল যানজটে পড়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। এমনকি পথেই ঈদ হয়ে গেছে। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। বাস, ট্রেনের টিকেট নিয়ে মানুষকে যেভাবে ভোগান্তিতে পড়তে হতো, তা ছিল না। ট্রেনের টিকেটের জন্য ভোর রাত থেকে মানুষকে কমলাপুর রেল স্টেশনে লাইন দিতে হয়নি। বাস, ট্রেন, লঞ্চ স্বাভাবিকভাবে সময় মতো যাতায়াত করছে। এবার দীর্ঘ প্রায় ৯ দিনের ছুটির কারণে মানুষ স্বস্তির সাথে বাড়িতে যেতে পেরেছে। সরকারের সমন্বিত পদক্ষেপের কারণে সড়ক-মহাসড়কে যানজট ছিল না। যেটুকু হয়েছে, ঈদে স্বাভাবিকের তুলনায় সড়ক-মহাসড়কে গাড়ির সংখ্যা ও চাপ বেড়েছে। এটা হওয়া স্বাভাবিক। তবে আগের মতো যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে না। যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে। মানুষ আনন্দ ও স্বস্তির সাথে ঈদযাত্রা করতে পারছে। যানবাহন চালকদের সতর্ক থাকতে হবে, মসৃণ ও যানজটমুক্ত সড়ক পেয়ে যাতে তারা বেপরোয়া হয়ে না উঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা প্রবল থাকে। যাত্রীদেরও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এ কথাও স্মরণে রাখা দরকার, ঘরে ফেরার পথটি যেমন অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে, ঈদ শেষে কর্মস্থলমুখী হওয়ার পথটিও মসৃণ হওয়া সকলের কাম্য। আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কাজটি করতে সক্ষম হবে। ঈদের এ সময়টাতে ছিনতাইকারীসহ অন্যান্য অপরাধী বেপরোয়া হয়ে উঠে। অনেক মানুষ বাসাবাড়ি ছেড়ে গ্রামে ঈদ করতে যায়। ফলে এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক সতর্ক থাকা আবশ্যক। সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঈদযাত্রা নির্বিঘœ ও স্বস্তিদায়ক করার জন্য সরকার যে আন্তরিক উদ্যোগ গ্রহণ করেছে, তা সার্বিক পরিস্থিতি দেখেই বোঝা গেছে। সরকার সময় মতো চমৎকার ব্যবস্থা নেয়ায় এমন স্বস্তির ঈদযাত্রা মানুষ করতে পেরেছে। এজন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই।
অন্য যেকোনো বছরের তুলনায় এবার নগর ছেড়ে মানুষ বেশি গ্রামে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচন এর অন্যতম কারণ। এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি স্বাভাবিকভাবেই বেশি থাকবে। সবার সাথে দেখা-সাক্ষাৎ, ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় হবে। ইসলামের শিক্ষা এই, প্রত্যেক মুসলমান ভাই ভাই। ফলে ঈদকে উপলক্ষ করে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে মানুষের দুঃখ-কষ্ট ও বিপদাপদে পাশে দাঁড়ানো উচিৎ। মাহে রমজান ও ঈদুল ফিতরের শিক্ষাও তাই। মানুষের মধ্যে ইসলামের অহিংসা, ক্ষমা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা জাগরিত হোক। সকল দুর্বিপাক, কষ্ট ও যাতনার অবসান হোক, সবার মধ্যে প্রকৃত ধর্মবোধ ও মূল্যবোধ, প্রীতি, সহানুভূতি সংহত হোক, পবিত্র ঈদ উপলক্ষে এটাই আমাদের আন্তরিক কামনা। ঈদ আনন্দময় হোক, এই প্রত্যাশার সঙ্গে সঙ্গে আমরা ইনকিলাবের সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

সিরিয়াজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন বিপর্যস্ত

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

তেল-গ্যাসের নতুন খনি আবিষ্কার দক্ষিন চীন সাগরে

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি

বাংলাদেশে আওয়ামী লীগকে কেউ পুনর্বাসিত করতে পারবে না- আবদুল হান্নান মাসউদ

গুপ্ত রাজনীতি যারা করে, তাদের প্রতি শুভ কামনা নেই : ছাত্রদল সভাপতি

পাকিস্তানকে কঠিন লক্ষ্য দিল নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকার কোচের পদত্যাগ

পহেলা এপ্রিল থেকে শুরু হলো সুন্দরবনের মধু আহরণ

বাচ্চু মোল্লা অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন, এটা অত্যন্ত দুঃখজনক : এ্যানি

সম্প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুর, অগ্নিসংযোগ

কটিয়াদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ফিরেই সাকার গোল, আর্সেনালের জয়

মতলবের মেঘনায় ডুবে কিশোরীর মৃত্যু

নটিংহ্যামের কাছে আবারও হারল ইউনাইটেড

২ গোল হজমের পর ৪ গোল করে ফাইনালে পিএসজি

৮ গোলের অবিশ্বাস্য লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ

ঈদ মিছিলে মূর্তি ঈদের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: হেফাজত

ফার্নান্দেসের রিয়ালে যাওয়ার ব্যাপারে যা বললেন তার কোচ

রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন এমবাপে: আনচেলত্তি