সিরিয়াজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন বিপর্যস্ত
০২ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া এবার দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে। জাতীয় গ্রিডের একাধিক স্থানে ত্রুটির কারণে পুরো দেশ অন্ধকারে ডুবে যায়। যদিও কারিগরি দলগুলো সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে, তবে দেশের অনেক অংশ এখনো বিদ্যুৎহীন রয়ে গেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে এই বিভ্রাট শুরু হয় এবং তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জাতীয় গ্রিডের একাধিক স্থানে ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হামলার প্রমাণ মেলেনি। বর্তমানে কারিগরি দলগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং কিছু কিছু অঞ্চলে ইতোমধ্যে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।
বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের দায়িত্বে থাকা জেনারেল এস্টাবলিশমেন্ট ফর ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন-এর পরিচালক ইঞ্জিনিয়ার খালেদ আবু দাই সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে জানিয়েছেন, কারিগরি ত্রুটির ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হোমস, হামা ও তারতুস প্রদেশে ইতোমধ্যে বিদ্যুৎ ফিরে এসেছে এবং ধাপে ধাপে অন্যান্য এলাকায়ও সঞ্চালন শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
উল্লেখ্য, সিরিয়া দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকটের সম্মুখীন। বেশিরভাগ এলাকায় দিনে মাত্র দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। আগে দামেস্ক বিদ্যুৎ উৎপাদনের জন্য ইরান থেকে তেল পেত, কিন্তু গত ডিসেম্বরে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর আকস্মিক হামলার পর ইরানের সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সরকার দ্রুত বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং তুরস্ক ও কাতার থেকে দুটি বিদ্যুৎ উৎপাদনকারী জাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে।
তবে বিদ্যুৎ সংকটের পাশাপাশি সিরিয়া আরও বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। যুদ্ধের কারণে দেশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং নতুন সরকার পশ্চিমা দেশগুলোকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি করাতে হিমশিম খাচ্ছে। উপরন্তু, ইসরায়েলি হামলা দেশটির মৌলিক অবকাঠামোর আরও ক্ষতি করছে, যা পুনর্গঠনের প্রচেষ্টাকে ব্যাহত করছে।
এই বিদ্যুৎ বিভ্রাট সিরিয়ার বর্তমান সংকটকে আরও প্রকট করে তুলেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন টিকে থাকার পাশাপাশি পুনর্গঠনের চেষ্টায় রয়েছে। যদিও নতুন সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, তবুও জনগণের জীবনযাত্রার মান পুনরুদ্ধার করতে হলে বিদ্যুৎ সরবরাহসহ অন্যান্য মৌলিক সেবা দ্রুত স্বাভাবিক করতে হবে। তথ্যসূত্র : আল-জাজিরা
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ

ছাত্রদল নেতার অফিসে হামলা-ভাংচুর স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন