ঢাকা   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১

ঐকমত্যভিত্তিক নির্বাচনই কাম্য

Daily Inqilab ইনকিলাব

১৮ নভেম্বর ২০২৩, ১২:২৭ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ১২:২৭ এএম

আগামী জাতীয় নির্বাচনে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পার্টি নির্বাচনের অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে হ্যাঁ-না কিছুই বলেনি। অনেক রাজনৈতিক দল নিশ্চুপ রয়েছে। একমাত্র আওয়ামী লীগই আগামী নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেক দল ও ব্যক্তি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। বলা যায়, ক্ষমতাসীনদল একতরফা উচ্ছ্বাস প্রকাশ করছে। অন্যদিকে, একদফা দাবিতে বিএনপি অবরোধসহ আন্দোলন চলমান রেখেছে। তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার থেকে আটচল্লিশ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। বামদলগুলো তফসিল ঘোষণার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করেছে। অন্যান্য বিরোধীদলগুলোও হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দেখা যাচ্ছে, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হওয়ার পথে ধাবমান। যতই দিন যাবে, তা অবনতির দিকে যাবে বলেই পর্যবেক্ষকরা মনে করছেন।

নির্বাচনি তফসিল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। তবে তফসিল ঘোষণার আগে নির্বাচনী পরিবেশ আছে কিনা, বিপুল জনগোষ্ঠীর সমর্থনপুষ্ট বিরোধীদলগুলোর সম্মতি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত কিনা, তা কমিশনকে বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। প্রধান নির্বাচন কমিশনার বেশ কয়েকবার বলেছেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই। তারপরও কমিশন তফসিল ঘোষণা করেছে। সংঘাতময় রাজনৈতিক পরিবেশে তফসিল ঘোষণা গণতান্ত্রিক বিশ্বে বিরল। বলা বাহুল্য, বিগত দুটি জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিনাপ্রতিদ্বন্দ্বিতা এবং রাতে ভোট হয়ে যাওয়ার বদনাম রয়েছে। এ প্রেক্ষিতে, আগামী দ্বাদশ নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করা নিয়ে ব্যাপক চাপ রয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলো বারবার এ ব্যাপারে তাকিদ দিচ্ছে। তারা সরকার ও বিরোধীদলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনটি গ্রহণযোগ্য করার কথা বলেছে। সরকার তা উড়িয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশনও হয়ে সে অনুযায়ী তফসিল ঘোষণা করেছে। পরিস্থিতি এখন এমন, আগামী নির্বাচনও আগের দুটি নির্বাচনের মতো হতে যাচ্ছে। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং চরম অর্থনৈতিক সংকটে আগের দুটি নির্বাচনের মতো আরেকটি অগ্রহণযোগ্য নির্বাচনের দায় বহন করা কতদূর সম্ভব হবে, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। দেশের অন্যতম উন্নয়ন সহযোগী, রফতানি বাণিজ্যে বড় অংশীদার যুক্তরাষ্ট্র নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলেছে। আরও শঙ্কামূলক পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে দেশের রফতানিতে ধস নামতে পারে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রফতানি প্রায় ৩৬ শতাংশ কমেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে, যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। তার পদাঙ্ক অনুসরণ করে, পোশাক রফতানির প্রধান গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও আমদানি কমিয়ে দিতে পারে। এছাড়া দেশগুলো বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা সংকুচিত করতে পারে। এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমেই কমছে। গত এক সপ্তাহে ১১৮ কোটি ডলার কমেছে। ডলারের বিপরীতে টাকার মান দিন দিন কমছে। এর প্রভাব আমদানি-রফতানিতে পড়েছে, মূল্যস্ফীতি বাড়ছে, সাধারণ মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করে বলেছেন, এসব কিছুর মূলে রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আগামী নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কা। নির্বাচন যদি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হয়, তাহলে দেশ এক ভয়াবহ সংকটে পড়বে। এ সংকট থেকে উত্তরণ সহজ হবে না।

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও আগামী নির্বাচন সমঝোতা এবং ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু করার জন্য বরাবরই আমরা আহ্বান জানিয়ে আসছি। এক্ষেত্রে সংলাপের বিকল্প নেই। পর্যবেক্ষকরা মনে করছেন, তফসিল ঘোষণা হলেও সংলাপের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠার সময় শেষ হয়ে যায়নি। দেশের স্বার্থে যেকোনো সমস্যা সমাধানে কোনো সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকার অজুহাত হিসেবে বিবেচনা করা উচিৎ নয়। অতীতেও দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে নির্দিষ্ট সময়সীমার বাইরেও সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। নব্বইয়ে এরশাদ সরকারের পতনের পর ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা হওয়া তার প্রকৃষ্ট উদাহরণ। আমরা মনে করি, দেশের অর্থনৈতিক ক্রান্তিকালে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সবদলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করা সময়ের দাবি। একতরফা কিংবা নামকাওয়াস্তে নির্বাচন করা কোনোভাবেই সমীচীন হবে না এবং তা দেশের জন্য মঙ্গলকর হবে না। এক্ষেত্রে সরকারের দায়িত্ব বেশি। সংলাপ ও সমঝোতার বিষয়টি উড়িয়ে দিয়ে অনমনীয় থাকা উচিৎ হবে না। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলে তাতে কোনো বাধা সৃষ্টি হবে না।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
কিশোর গ্যাংয়ের উৎপাত
আরও

আরও পড়ুন

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

পার্লামেন্টে ক্ষমা

পার্লামেন্টে ক্ষমা

ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

বিতর্ক পরিহার করতে হবে

বিতর্ক পরিহার করতে হবে

ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না

ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না

নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা

নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা