আমাদের ক্ষীণকণ্ঠ মিডিয়া এবং আগ্রাসী ভারতীয় প্রচারণা
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। এখনো সেখানেই আছেন। শুধু তিনি নন, তার দলের অনেক নেতা জনরোষের ভয়ে ভারতে পালিয়ে গেছেন। যারা পালাতে পারেননি তাদের অনেকে জেলে আছেন। আর বাকীরা দেশের অভ্যন্তরে আত্মগোপনে আছেন। শেখ হাসিনা তাঁর দলের সিনিয়র-জুনিয়র কোনো নেতাকে না জানিয়ে ৫ আগস্ট দেশ ছেড়েছিলেন। তার এই গোপনে দেশ ত্যাগ তার নেতাকর্মীদের ভীষণভাবে ক্ষুদ্ধ করেছিল। চরম উত্তেজিত জনতার ক্ষোভ ও আক্রোশের মুখে সবাইকে ঠেলে দিয়ে নেত্রীর গোপনে পলায়ন দলের নেতাকর্মীদের বিস্মিত ও হতবাক করেছিল, অথচ ৫ আগস্টের ৬ দিন আগে নেত্রী বলেছিলেন ‘শেখ হাসিনা পালায় না’।
শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী প্রচার প্রচারণায় লিপ্ত হয়েছেন। এই কাজে তিনি ভারত সরকারের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছেন এবং আরো পাচ্ছেন ভারতের জঙ্গী মৌলবাদী সংগঠন শিব সেনা, বিশ^ হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আর.এস.এস), হিন্দু সংঘর্ষ সমিতি এবং বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি’র। ভারতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলি গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের সরকার এবং জনগণের বিরুদ্ধে অবিরাম মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রচার করে যাচ্ছে। এই প্রচারণায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলি হিটলারের প্রচার মন্ত্রী গোয়েবল্্সের নীতি গ্রহণ করেছে। গোয়েবল্্স্্ বলতেন, একটি মিথ্যাকে বার বার সত্য বলে প্রচার করলে সেই মিথ্যা সত্য বলে প্রতিষ্ঠিত হয়ে যায়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের কল্পকাহিনী বার বার ভারতীয় প্রচার মাধ্যমে প্রচারের একটিই উদ্দেশ্য, তা হলো এই সাজানো গল্পকে সত্য বলে ভারতীয় জনগণের মনে বিশ^াস জাগানো এবং তাদের খেপিয়ে তোলা, যাতে তারা বাংলাদেশ এবং এর জনগণের প্রতি বিদ্বেষভাবাপন্ন হয়ে উঠে এবং উভয় দেশের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়। এই কাজের প্রধান ইন্ধন দাতা হলো সে দেশের উগ্র হিন্দু মৌলবাদী সংগঠনগুলি এবং বিজেপি সরকার হল প্রধান পৃষ্ঠপোষক।
বাংলাদেশের মানুষ অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ করছে যে, ভারতীয় আগ্রাসী প্রচারণার মোকাবেলায় আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলির ভূমিকা অত্যন্ত হতাশাজনক। শেখ হাসিনা তার সর্বশেষ সাড়ে ১৫ বছরের শাসনকালে প্রশাসন এবং সরকারি দপ্তরের সকল বিভাগে দলীয় লোক বসিয়ে গেছেন। ৫ আগস্ট তার পতন হলেও এসব লোক নিজ নিজ স্থানে এখনো রয়ে গেছেন। বিদেশ সফর শেষে শেখ হাসিনার আয়োজিত সাংবাদিক সম্মেলনে যেসব জি হুজুর মার্কা সাংবাদিক নামক ব্যক্তিরা যেতেন, তাদের অনেকেই এখনও তাদের কর্মস্থলে বহাল আছেন। তাইতো মনে হয়, ভারতীয় মিডিয়ার সোচ্চার প্রচারণার পাশাপাশি আমাদের মিডিয়ার কণ্ঠ এত ক্ষীণ কেন। যত অন্যায়, অন্যায্য, অসাংবিধানিক, অনৈতিক এবং জনবিরোধী হোক না কেন, শেখ হাসিনার মস্তিষ্ক গত সাড়ে ১৫ বছরের প্রতিটি ক্ষণ আর মুহূর্ত ছিল কত দীর্ঘকাল বাংলাদেশের সিংহাসনে আসীন থাকা যায় তার উপায় উদ্ভাবনের জন্য ক্রিয়াশীল। এই দীর্ঘ সময়কালে তার চলনে, বলনে, কথনে, আচার-আচরণে তিনি নিজেকে অহংবোধে আচ্ছন্ন করে ফেলেছিলেন এবং সকল পেশার এক ঝাঁক মোসাহেব, বিশেষত সাংবাদিকতা পেশার বেশ কিছু ব্যক্তির তোষামোদে তিনি আমোদিত হতেন। দেশের এবং জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি হয়ে পড়েছিলেন চাটুকার সাংবাদিক, আমলা, দলীয় নেতা-মন্ত্রীদের বলয়ে বন্দি। শেখ হাসিনার কাছ থেকে লাভবান হওয়া এসব সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে বর্তমানে চলমান ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণার যথাযথ জবাব দেওয়ার বা প্রতিবাদ জানানোর নৈতিক জোর হারিয়ে ফেলেছেন। দেশ মাতৃকার স্বার্থে, দেশের আলো-হাওয়া, অন্ন-পানির ঋণ আর ১৮ কোটি মানুষের প্রতি দায়িত্ব পালনের স্বার্থে, ভারতীয় মিডিয়ার ভুয়া-বানোয়াট অভিযোগের যথাযথ জবাব দেওয়ার জন্য আমাদের সকল মিডিয়ার কণ্ঠ সোচ্চার হওয়া প্রয়োজন, যা এখন সময়ের দাবি। অতীতের ভুলের সংশোধনের এখনই সঠিক সময়।
চুয়ান্ন হাজার বর্গমাইল আয়তন বিশিষ্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশ বাংলাদেশ। প্রতি বছর খরা, বন্যা, জলোচ্ছ¡াস, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত আমাদের এই দেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। প্রাকৃতিক দুর্যোগের উপর ১৩ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ আমাদের দেশে আর এক নতুন সমস্যার সৃষ্টি করেছে। বিগত সরকারের সীমাহীন দুর্নীতি এর অর্থনীতিকে ভারসাম্যহীন এবং স্থবির করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার এখন অর্থনীতি, প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার কাজে নিয়োজিত। এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা, কালীপূজা, ল²ীপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুর্গাপূজার প্রত্যেক মÐপে সাধারণ মুসলিম ছাত্র, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং মাদরাসার ছাত্র উপস্থিত থেকেছে। কোথাও কোন অপ্রীতিকর কিছু ঘটে থাকলে সেটা ছিল বিচ্ছিন্ন ঘটনা। অথচ, ভারতীয় মিডিয়ায় যা ঘটেনি তাই বলা হচ্ছে।
বাংলাদেশ এই উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তি নিকেতন। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশ কোনো দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে না। এর নিকটতম প্রতিবেশী হলো ভারত। ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকারই কথা। শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশের সাথে ভারতের এতদিনের সুস্থ সম্পর্কটাকে তিক্ততার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ ভারতকে ভালো বন্ধু এবং ভাল প্রতিবেশী হিসাবে পেতে চায়। এই বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে এবং আন্তরিকতাপূর্ণ। কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ দলের প্রতি ভারতের অনুরাগ বা বন্ধুত্ব বাংলাদেশের মানুষের কাম্য নয়। বিশাল ভূখÐ, বিপুল সামরিক ও পারমাণবিক শক্তি এবং মজুবত অর্থনীতির অধিকারী হওয়ার গর্বে গরিয়ান হওয়ার অহমিকা ছেড়ে এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রীতি ত্যাগ করে বাংলাদেশের এবং এর জনগণের প্রতি বন্ধুত্বে হাত বাড়িয়ে দেবে ভারত, শুধু মুখের কথার বন্ধুত্ব ব্যতিরেকে সত্যিকারের বন্ধু হয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে প্রকৃত বন্ধুর মর্যাদা দেবে, এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা।
লেখক : বর্ষিয়ান নাগরিক ও সমাজকর্র্মী
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার