রূপার সরে দাঁড়ানোতেই ছ’মাস যেতে না যেতেই বন্ধের মুখে ‘মেয়েবেলা’?
২৪ জুন ২০২৩, ০৮:৫১ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
একাধিক জল্পনা-কল্পনার পর অবশেষে শেষ হচ্ছে স্টার জলসার বিতর্কিত ধারাবাহিক ‘মেয়েবেলা’। সিরিয়ালের শুরুতেই ছিল এক ঝাঁক চমক। কারণ, বহু বছর পর ফিরেছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। যিনি প্রথম থেকেই মেয়েবেলা ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিলেন। কিন্তু সিরিয়াল শুরু হওয়া মাত্রই রূপার ন্যাকা অভিনয় দেখে শুরু হয় কটাক্ষ। ধেয়ে আসে কুৎসা, বয়কটের ডাক ওঠে। এতদিন পর অভিনয়ে ফিরে এরকম কুৎসা শুনতে মোটেও রাজি ছিলেন না রূপা গঙ্গোপাধ্যায় নিজেই। তাই আচমকাই সিরিয়াল থেকে সরে দাঁড়ান তিনি। রাতারাতি বিনা নোটিসে রূপার সরে দাঁড়ানো মোটেই ভাল চোখে দেখেননি কেউ। এমনকী ধারাবাহিকের কলাকুশলীরাও ছিল ক্ষিপ্ত। রাতারাতি ধারাবাহিক থেকে রূপার সরে দাঁড়ানোতে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে উঠেছিল। রুপা ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। সেই মুহূর্তে রুপার জায়গায় আনা হয় অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু তাতেও কোনও লাভ হলনা। ‘মেয়েবেলা’ সিরিয়ালের শুরুর দিনগুলি মসৃণ হলেও কিছুদিন যেতে না যেতেই তৈরি হয়েছিল বিস্তর বিতর্ক। দিনে দিনে গল্প যেদিকে মোড় নিচ্ছিল, তা একদমই পছন্দ হয়নি রূপার। তাই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সিরিয়ালে বীথি মিত্রের চরিত্রে অনুশ্রী দাসকে আনা হলেও কোনও লাভ হয়নি। শেষমেশ বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’ সিরিয়াল। তবে কী রূপার সিরিয়াল থেকে সরে আসার কারণেই এই সিদ্ধান্ত? ছ’মাসও পেরোলো না ধারাবাহিক। ‘মেয়েবেলা’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে পরিচালক সুমন দাস আক্ষেপ করে ফেসবুকে লেখেন, ‘অনেক দিন পরে একটা মনের মতো শো পরিচালনা করে ভাল লাগল। কিন্তু এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করিনি।’ শেষ এক মাস ‘বীথি’ চরিত্রে দর্শক দেখছেন অনুশ্রীকে। ধীরে ধীরে চরিত্রটি ইতিবাচক দিকে মোড় দিলেও টিকতে পারল না। রূপার সিরিয়াল বন্ধ হওয়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, ‘আমার এই বিষয়ে কিছু বলার নেই। যেটা ঠিক মনে হয়েছিল, সেটা করেছি। বাকি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম কি না সেই উত্তর দেবেন দর্শক।’ অন্য দিকে অনুশ্রী বলেন, ‘আমি বীথি চরিত্রে অভিনয় শুরুর পরেই যে সিরিয়ালটি বন্ধ হয়ে যাচ্ছে তেমনটা না। আমাদের শুটিং শেষ হয়েছে। সম্প্রচার এখনও চলবে বেশ কিছু দিন। সেটাও তো পজিটিভ দিকই।’ আর আগামী দিনে পর্দায় রূপাকে দেখার অপেক্ষায় দর্শক। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, পরবর্তী কাজ করার আগে ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নেবেন।
ছবিঃ মেয়েবেলা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক