‘পাঠান’কে হারিয়ে দিল ‘জওয়ান’, কত গোলে?

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম

সাত মাস পর আবার বড় পর্দায় শাহরুখ খান। ‘পাঠান’-এর পর আবার একটি অ্যাকশন ঘরানার ছবি নিয়ে। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে হিন্দি ভাষার পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেল শাহরুখের ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’।

 

এই ছবির হাত ধরেই বলিউডে তামিল পরিচালক অ্যাটলির আত্মপ্রকাশ। সঙ্গে আবার দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতি। ক্যামিয়ো চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে কেমন হল বলিউডের সঙ্গে দক্ষিণের মেলবন্ধন? সাত মাস আগে শাহরুখ যেমন ‘পাঠান’ ঝড় তুলেছিলেন, সেই ঝড় কি ‘জওয়ান’কে উড়িয়ে নিয়ে গেল, না কি এ বার শাহরুখ রীতিমতো ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে এসেছেন?

 

ভারতে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় মুক্তি পেয়েছে জওয়ান। ভোরের আলো তখনও ভাল মতো ফোটেনি। কিন্তু সিনেমা হলের ভিতর যেন অন্য হাওয়া বইছে। শাহরুখ অনুরাগীদের গলা ফাটানো চিৎকারে কান পাতা দায়। সাতসকালেও যখন হাউসফুল, তখন দর্শকের এই ছবি ঘিরে, শাহরুখকে ঘিরে কী পরিমাণ প্রত্যাশা রয়েছে তার আঁচ পাওয়া যায় বইকি! সকলের মনে একই প্রশ্ন, শাহরুখের ‘জওয়ান’ হিট হবে তো?

 

‘জওয়ান’-এর মূল কাহিনি দু’টি আলাদা সময়ের প্রেক্ষাপটকে ঘিরে। বিক্রম রাঠৌর এবং আজাদের জীবনের কাহিনি। তাদের পাওয়া-না পাওয়ার, হারজিতের গল্পকে কেন্দ্র করে এগিয়ে চলে ‘জওয়ান’। ছবি শুরু হতে না হতেই অ্যাটলি যেন তার নিজস্বতার প্রমাণ দিলেন। প্রতিটি ফ্রেমে তার হাতের ছোঁয়া রয়েছে, ফুটে উঠেছে দক্ষিণী ছাপও। তার সঙ্গে যুক্ত হয়েছে অনিরুদ্ধ রবিচন্দ্রের অসাধারণ আবহসঙ্গীত বা বিজিএম। ‘জওয়ান’-এর সূচনাপর্ব থেকেই ক্যামেরার কাজ, ধীর গতির অ্যাকশন দৃশ্য, আলো-আঁধারির খেলা, বিজিএম— সব যেন এক নিমেষে দর্শককে মন্ত্রমুগ্ধ করে ফেলার জন্য যথেষ্ট। উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্ত সম্প্রদায়ের পার্থক্য থেকে শুরু করে নানা ধরনের সামাজিক বার্তাও ফুটে উঠেছে ‘জওয়ান’-এ।

 

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’-এর সঙ্গে যদি অ্যাকশন সিকোয়েন্সের তুলনা টানা যায়, তবে ‘জওয়ান’ সে ক্ষেত্রে হাজার ধাপ এগিয়ে। ছবিতে বিক্রম এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। চিত্রনাট্যের প্রয়োজনে কখনও কেশহীন অবস্থায়, কখনও বয়স্কের সাজে পর্দায় ধরা দিয়েছেন অভিনেতা। প্রতিটি ‘লুক’-এই শাহরুখ অনবদ্য। কখনও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, কখনও বা দীপিকা। কিন্তু অ্যাকশন ঘরানার ছবিতে চরিত্রদের এই প্রেমালাপ ‘জওয়ান’-এর ছন্দে তাল কাটেনি। দক্ষিণী অভিনেত্রী হিসাবে বলিউডে প্রথম কাজ করলেন নয়নতারা। অভিনয়ের ক্ষেত্রে ভাষাগত পার্থক্যের জন্য কোনও রকম জড়তা লক্ষ করা যায়নি তার মধ্যে। বরং তার সাবলীল অভিনয় সত্যিই প্রশংসনীয়।

 

খলনায়কের চরিত্রে যথাযথ বিজয় সেতুপতি। দক্ষিণী অভিনেতা হিসাবে বলিউডে প্রথম কাজ হলেও এর আগে হিন্দি ভাষায় অভিনয় করতে দেখা গিয়েছে বিজয়কে। চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘ফরজি’। এই সিরিজ়ে অভিনয় করেছিলেন বিজয়। অভিনেতা হিসাবে তিনি যে প্রথম সারির, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু হিন্দি ভাষায় তিনি তেমন সড়গড় ছিলেন না বলে তা ধরা পড়েছিল ক্যামেরায়। ‘ফরজি’তে বিজয়ের মধ্যে যে জড়তা দেখা গিয়েছিল, তা ‘জওয়ান’-এ কোথায় যেন উবে গিয়েছে। এই ছবিতে খলনায়কের চরিত্রে বিজয়ের মতো অভিনয় করেছেন বিজয়। তবে ছবির প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে যেন নিজেকে মেলে ধরলেন বিজয়।

 

ক্যামিয়ো চরিত্রে দীপিকা অভিনয় করেছেন ঠিকই, কিন্তু পর্দায় তিনি সময় মন্দ পাননি। সেই সময়ের মধ্যেই জোরদার অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বাকি পড়ে রইল মহিলাবাহিনী। যা নিয়ে এত তোড়জোড়, সেই মহিলাবাহিনীতে অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মলহোত্র, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান-সহ আরও অনেকে। পার্শ্বচরিত্র হলেও তাঁদের সকলের চরিত্র সমান গুরুত্বপূর্ণ।

 

ভরপুর অ্যাকশন, জোরদার সংলাপ, হাস্যরসের ছিটেফোঁটা, রোম্যান্স— সব মিলিয়ে এই ছবিতে বিরিয়ানির মশলা ভরপুর। পরিচালক অ্যাটলি রেঁধেছেনও পাকা রাঁধুনির মতো। প্রায় তিন ঘণ্টার দীর্ঘ ছবি হলেও এক মুহূর্তের জন্যও লয়চ্যুত হয়নি ‘জওয়ান’। পরতে পরতে টানটান উত্তেজনা তৈরি করতে ওস্তাদ অ্যাটলি। ‘থেড়ি’, ‘মার্শাল’, ‘বিগিল’ ছবিতেও তিনি নিজের এই ছাপ ফেলেছিলেন। অনিরুদ্ধও তার ম্যাজিক দু’হাতে ঢেলেছেন ‘জওয়ান’-এ। ছবি মুক্তির আগে দর্শকের একাংশ দাবি করেছিলেন, প্রথম ঝলকেই ছবির সব চমক প্রকাশ পেয়ে গিয়েছে। তা হলে সিনেমার জন্য আর থাকল কী? কিন্তু যেখানে পরিচালক অ্যাটলি এবং অভিনেতা শাহরুখ, সেখানে চমকের অনুপস্থিতি থাকবে, তা কী করে হয়! ‘জওয়ান’-এ কয়েকটি চরিত্রকে খুব যত্নে লুকিয়ে রেখেছেন অ্যাটলি যা দর্শকের কাছে ‘সারপ্রাইজ’ই বটে।

 

রান্না ভাল করতে গিয়ে কি তাহলে কোথাও গড়বড় করেননি অ্যাটলি? লবনটা মনে হল একটু কম হয়ে গিয়েছিল ‘জওয়ান’-এ। কারণ, ছবিতে টুকরো টুকরো গল্পগুলি আমাদের অজানা নয়। এর আগে অন্য কোনও সিনেমায়, অন্য কোনও ওয়েব সিরিজ়ে এই গল্পগুলি একাধিক বার দেখানো হয়েছে। কিন্তু সব শেষে পরিবেশনেই বাজিমাত করেছেন অ্যাটলি। সাজিয়েগুছিয়ে এত যত্ন নিয়ে প্রতিটি গল্প যে ভাবে তিনি জোড়া লাগিয়েছেন, তা প্রশংসাযোগ্য। পুরনো গল্পগুলিকে নতুন মোড়কে দেখতে মন্দ লাগবে না। সে দিক থেকেও ‘পাঠান’কে টপকে গিয়েছে শাহরুখের ‘জওয়ান’। শেষ পাতে অ্যাটলি একটা কথাই বললেন, ‘‘নায়ক নেহি, খলনায়ক হুঁ মে’’। কিন্তু কেন? তার জবাব দর্শককে দেবে ‘জওয়ান’।


বিভাগ : বিনোদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জনপ্রিয় শো "ফ্যামিলি ফিউড বাংলাদেশ" এর বেভারেজ পার্টনার হিসেবে সানকুইকের আত্মপ্রকাশ
তবে কি গোপনেই বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
ঠোঁট মোটা করতে লাগালেন মরিচ, ভাইরাল ইনফ্লুয়েন্সার
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ৮২ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড–২০২৫
হাড়হিম করা সিনেমা দিয়ে হলিউডের বছর শুরু
আরও

আরও পড়ুন

নীলফামারীতে দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবি

নীলফামারীতে দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবি

দৈনিক ইনকিলাবে একধিকবার সংবাদ প্রকাশের পর দীর্ঘ ৮ মাস কাজ বন্ধ থাকার পর ফের কাজ শুরু

দৈনিক ইনকিলাবে একধিকবার সংবাদ প্রকাশের পর দীর্ঘ ৮ মাস কাজ বন্ধ থাকার পর ফের কাজ শুরু

রাজধানীর প্রথম পাতাল মেট্রোরেলের কাজ পুরোদমে চলমান

রাজধানীর প্রথম পাতাল মেট্রোরেলের কাজ পুরোদমে চলমান

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার

প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ায়

প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ায়

আটঘরিয়ায় ৩৩৪৮ হেক্টর জমিতে বিনা চাষে সরিষা আবাদ,বাম্পার ফলন হওয়ায় আশা কৃষকের

আটঘরিয়ায় ৩৩৪৮ হেক্টর জমিতে বিনা চাষে সরিষা আবাদ,বাম্পার ফলন হওয়ায় আশা কৃষকের

দেবিদ্বারে বালুবোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

দেবিদ্বারে বালুবোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

হঠাৎ কেন পদত্যাগ করতে চলেছেন ট্রুডো?

হঠাৎ কেন পদত্যাগ করতে চলেছেন ট্রুডো?

বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত

বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত

সন্ত্রাস, চাঁদাবাজি নয় গাজীপুরে বিএনপির বিক্ষোভ

সন্ত্রাস, চাঁদাবাজি নয় গাজীপুরে বিএনপির বিক্ষোভ

নিকলীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিকলীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পলকের উদ্দেশে বিচারক : কেন ডিজিটাল কোর্ট করে দেননি

পলকের উদ্দেশে বিচারক : কেন ডিজিটাল কোর্ট করে দেননি

নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু

নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জের শাক্তা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

কেরানীগঞ্জের শাক্তা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

দোয়ারাবাজারে বিএনপি'র আয়োজনে কর্মীসভা

দোয়ারাবাজারে বিএনপি'র আয়োজনে কর্মীসভা

জনপ্রিয় শো "ফ্যামিলি ফিউড বাংলাদেশ" এর বেভারেজ পার্টনার হিসেবে সানকুইকের আত্মপ্রকাশ

জনপ্রিয় শো "ফ্যামিলি ফিউড বাংলাদেশ" এর বেভারেজ পার্টনার হিসেবে সানকুইকের আত্মপ্রকাশ

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

সউদী আরবে চালু হল বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন

সউদী আরবে চালু হল বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন

মিয়ানমার সীমান্তে গোলার শব্দ, ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

মিয়ানমার সীমান্তে গোলার শব্দ, ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

বাংলাদেশ সফরে কাতার নৌবাহিনী প্রধান

বাংলাদেশ সফরে কাতার নৌবাহিনী প্রধান