বলিউডের ভবিষ্যৎ নিয়ে হতাশ নওয়াজউদ্দিন
১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। শক্তিমান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে প্রায় দুই দশক সময় লেগেছে। ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন নওয়াজউদ্দিন। অভিনয়ই তার ধ্যান-জ্ঞান। শুধু তাই নয়, অভিনয় না করতে পারলে মরে যাবেন বলেও মন্তব্য করেছেন নওয়াজউদ্দিন। হিউম্যানস অব বম্বে-কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এই অভিনেতা।
সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে বলিউডের সিনেমার ধারা, শুধুমাত্র বাণিজ্যিক সিনেমার সাফল্যের বিষয়ে কথা বলেছেন তিনি। নওয়াজউদ্দিনকে প্রশ্ন করা হয়, আজকের বলিউডের সঙ্গে তিনি কি ৯০-এর দশকের বলিউডের কোনও পার্থক্য খুঁজে পান? এর উত্তরে নওয়াজ বলেন, ‘এখন তো একই ধরনের ছবি তৈরি হচ্ছে। শুধু অভিনেতারা বদলে যাচ্ছেন, পোশাক, মেকআপ বদলাচ্ছে। আমি বলিউডের ভবিষ্যৎ নিয়ে সত্যিই নিরাশ। অনেক মানুষ এখনও আশাবাদী। তবে এটা বেশ স্পষ্ট যে দর্শকরা এখন একটা নির্দিষ্ট ধারার ছবিই দেখতে পছন্দ করছেন। যা অবশ্য ভালো। তবে সব ধরনের সিনেমার টিকে থাকা উচিত, কিন্তু সেটা হচ্ছে না।’
তবে নওয়াজ জানান, এই অন্ধকার সময়ে দাঁড়িয়েও অভিনয়ের প্রতি তার ভালবাসা ম্লান হয়নি। নওয়াজউদ্দিন নিজেকে একজন ‘বাধ্য অভিনেতা’ বলে অভিহিত করেন। তার কথায়, অভিনয় তার জীবন এবং কেউ এটা তার থেকে কেড়ে নিতে পারেন না।
নওয়াজের কথায়, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, বা যারা আমার সঙ্গে কাজ করে, তাদের সঙ্গে আমি আবারও কাজ করব। আমি একজন বাধ্য অভিনেতা, ছবির জন্য আমি সবকিছুই করব। এই বিষয়ে আমি খুবই আন্তরিক, অভিনয়ই আমার কাছে সবকিছু, আমার কাজের মধ্যেই আমার সুখ। এটা আমাকে আনন্দ দেয় এবং আমি এটা নিয়ে গর্বিত।’
তার ভাষ্যে, ‘আমার কাছে বিষয়টা এমন নয় যে, ওহ আমি এক মাস কাজ করেছি, এখন একটু ঘুরে বেড়াব, বিশ্রাম নেওয়া দরকার। আমি ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এই পেশাটি বেছে নিয়েছি, আমি একজন শিল্পী। আমি সারাজীবন এভাবেই থাকতে চাই, এটাই আমার জীবন। আপনি যদি আমাকে বলেন আমি আর অভিনয় করতে পারি না, তাহলে আমিও মরে যেতে পারি। তাহলে বুঝুন আমি এটার সঙ্গে কতটা সংযুক্ত। আমার কোনও অফ-ক্যামেরা জীবন নেই এবং আমি এটা চাইও না।’
উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকী প্রায় দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কাজ করেছেন সালমান-শাহরুখ থেকে শুরু করে বিভিন্ন ব্লকবাস্টার সিনেমায় মূল চরিত্রেও। নওয়াজউদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘হাড্ডি’ চলচ্চিত্রে। এতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি দর্শক ও সমালোচকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা