জংলি সিনেমা রিমেক করতে চায় ভারতের দক্ষিণী সিনেমার প্রযোজক
এবারের ঈদে মুকিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ বেশ ভালো চলছে। মুক্তির পর থেকে দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়িয়েছে। প্রেক্ষাগৃহেও সিনেমাটির অধিকাংশ শো হাউজফুল যাচ্ছে। এমন অবস্থায় জংলি সিনেমার রিমেক স্বত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রডাকশন হাউস জংলি সিনেমাটির রিমেক স্বত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ সপ্তাহের...