খড়ির মৃত্যুর পর ‘গাঁটছড়া’ বয়কটের ডাক, গৌরবের মন্তব্য
নতুন নতুন ধারাবাহিকের আগমনে বিদায় হয়ে যাচ্ছে একঝাঁক সিরিয়াল। কারুর বয়স মাসখানেক, আবার কারুর বয়স সপ্তাহ খানেক। অল্প সময়েই টিআরপিতে জায়গা না পাওয়ার কারণে বিদায় জানাতে হচ্ছে সেই সমস্ত ধারাবাহিকগুলিকে। গুঞ্জন উঠেছিল, শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার ‘গাঁটছড়া’। কিন্তু শেষ হওয়া তো দূরের কথা, বরং কাহিনী প্রায় ২১ বছর এগিয়ে গিয়েছে। ঋদ্ধি আর খড়ির গল্পে আর নেই শোলাঙ্কি। বয়সটাও বেড়েছে...