চলচ্চিত্র থেকে হারিয়ে যাচ্ছে কৌতুক অভিনেতা
০৫ এপ্রিল ২০২৩, ০৬:৫৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ এএম

সাধারণত উপমহাদেশীয় চলচ্চিত্রে নায়ক, নায়িকা ও খলনায়কের পাশাপাশি কৌতুক চরিত্রকে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়। দর্শককে বাড়তি বিনোদন দেয়ার জন্য চরিত্রটিকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়। ভারতের দক্ষিণের সিনেমায় এখনও অত্যন্ত গুরুত্বসহকারে চলচ্চিত্রে কৌতুক চরিত্রটি উপস্থাপন করা হয়। এদের মুখের সংলাপ দর্শকের মুখে মুখে ফেরে। আমাদের দেশেও একসময় কৌতুক অভিনেতারা ব্যাপক জনপ্রিয় ছিলেন। তাদের অভিনয় এবং মুখের সংলাপ দর্শকের মুখে মুখে থাকত। তারা কখনো কখনো নায়কের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, টেলিসামাদ, আশীষ কুমার লৌহ, হাসমত, আনিস, রবিউল, সাইফউদ্দিন, ফরিদ আলী, মতি, আফগানি, ব্ল্যাক আনোয়ার, দিলদার, ববি, কাবিলা প্রমুখ। বর্তমানে যেসব সিনেমা তৈরি হচ্ছে, তাতে কৌতুক চরিত্রটি থাকে না। চরিত্রটিকে উপেক্ষা করা হচ্ছে। এর কারণ সম্পর্কে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আগে যেমন ফর্মুলা ফিল্ম হতো, এখন সেটা হচ্ছে না। ফর্মুলা ফিল্মে কিছু অ্যাকশন, কিছু রোমান্স, কিছু কমেডি থাকত। এখন সেটা হচ্ছে না। এখন কি গল্পের ধরন বদলের কারণে কমেডি চরিত্র বাদ পড়ে যাচ্ছে? জবাবে মানিক বলেন, অনেকটা তাই। ইচ্ছে করেই কমেডি এড়িয়ে যাওয়া হচ্ছে। আর আগের মতো জনপ্রিয় কমেডিয়ানও এখন নেই। পরিচালক মালেক আফসারী বলেন, নায়ক-নায়িকারা নিজেরাই কৌতুক করে তাই আলাদা কৌতুক অভিনেতার দরকার হয় না। তার মানে এখন নায়ক-নায়িকাদের অভিনয় হাস্যকর? জবাবে তিনি বলেন, একদমই না। কমেডি করতে হলে অভিনয় জানতে হয়। সবাই পারে না। তাহলে কি কৌতুক অভিনেতার সংকটের কারণেই চলচ্চিত্রে কৌতুক চরিত্র বাদ রাখা হচ্ছে? মালেক আফসারী বলেন, কে বলে সংকট? আমি তো চারিদিকে কৌতুক অভিনেতা দেখি। উনারা এখনো বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। তারা বসে নেই। তবে চলচ্চিত্রের কৌতুক অভিনেতাদের উপস্থিতি চলচ্চিত্র থাকার কথা থাকলেও তারা আজ ইউটিউবে ব্যস্ত। বর্তমানে অনেকটা ফাঁকা মাঠেই রাজত্ব করছেন কৌতুক অভিনেতা চিকন আলী। চলচ্চিত্রে তার কোন প্রতিদ্বন্দ্বী নেই দাবী করে তিনি বলেন, যখন আমি দেখব আমার প্রতিদ্বন্দ্বী আছে এবং সে যখন ওই কাজটা করবে, তখন আমি আমার ডিরেক্টরকে এপ্রিশিয়েট করব কমেডি চরিত্র রাখার জন্য এবং কিভাবে আরও ভাল করা যায়। এখন আট দশটা লোক নির্ভর ছবি হচ্ছে। ছবিগুলো হলে যাওয়ার পর মুখ থুবড়ে পরছে। এখন পরিচালকরা বুঝেই না কোথায় গান রাখতে হবে, কোথায় ড্রামা রাখতে হবে, কোথায় ফাইট রাখতে হবে, কোথায় কমেডি রাখতে হবে, কোথায় আইটেম সং রাখতে হবে। কেন নতুন কমেডিয়ান তৈরি হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে চিকন আলী বলেন, কমেডিতে এখন আর লোকজনের আগ্রহ নাই। এখন ফেসবুক আর ইউটিউবিং করে মোটামুটি ভালো আছে সবাই। চলচ্চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, অনেকটা বাজেটের কারনে কৌতুক চরিত্র চলচ্চিত্র থেকে বাদ যাচ্ছে। এখন চিত্রনাট্য করার সময় নির্মাতা ভেবে নেয়, নায়ক-নায়িকা থাকবে বাবা মা ও ছোট ভাই বা বোন থাকবে, ভিলেন থাকবে। কৌতুক চরিত্র রাখতে হবে এই চিন্তা এখন কেউ করছে না। কৌতুক অভিনয় অত্যন্ত কঠিন কাজ। আগে যেমন দেখেছি রবিউলের সংলাপ বলতে বলতে কান নাড়ানোর ক্ষমতা ছিল, খান জয়নুলের কৌতুহল উদ্দীপক স্টাইল, আশীষ কুমার লৌহর কঠিন বাক্য সহজভাবে ডেলিভারির ক্ষমতা, টেলিসামাদের অভিনয়ের চেয়ে বক্তব্য দিয়ে দর্শক মাতানোর বেশি চেষ্টা করা, দিলদার ভাইয়ের সহজাত অভিনয় ছিল। এরকম শিল্পী এখন আর তৈরি হচ্ছে না। এখন গল্প থেকে কৌতুক উঠে গেছে। কৌতুকের স্থলে ভাঁড়ামো স্থান করে নিয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন

সিরিয়ার অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে

সুন্দরবনের গহীন থেকে নারী উদ্ধার

পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু পটুয়াখালী পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রমজানে ইফতার সামগ্রী পেল শতাধিক পরিবার

মির্জাপুরের সেই শিশু ধর্ষককে ধরিয়ে দিলে বিএনপি নেতার পুরস্কার ঘোষণা

ভাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

বায়ার্নের সঙ্গে লম্বা চুক্তিতে কিমিখ

মনোহরগঞ্জে মুঘল আমলে নির্মিত শরীফপুর মসজিদটি স্থাপত্যের অনন্য এক নিদর্শন

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা সমাজে আশকারা পাচ্ছে: রিজভী

মঁদিকে হারাল রিয়াল

৬ জেলায় মৃদু তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে

নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

আড়াইহাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে টহল পুলিশের গাড়ির ধাক্কা, পুলিশ সদস্যসহ ৭ জন আহত

ইউক্রেনে শান্তি চায় না ইউরোপীয় দেশগুলো, রাশিয়ার অভিযোগ

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আইনি-লিগ্যাল নোটিশ

কিম জং উনের সঙ্গে এখনো ভালো সম্পর্ক: ট্রাম্প

গুয়ানতানামো বে খালি, অভিবাসীদের ফিরিয়ে আনলো যুক্তরাষ্ট্র