জাহিদ হাসানের সঙ্গে শীতল সম্পর্ক নিয়ে যা বললেন মাহফুজ আহমেদ
২৫ জুলাই ২০২৩, ০৮:২৫ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
দীর্ঘসময় পর্দায় অনুপস্থিতি ছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি তিনি অভিনয়ে ফিরেছেন, ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। এরপর একটি ওয়েব সিরিজে অভিনয় শুরু করবেন। তবে অভিনয়ে ফিরে আবার তিনি সরব হয়েছেন। বিভিন্ন চ্যানেলের তাকাদের টকশোতে অংশগ্রহণ করছেন। সম্প্রতি হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয় করা নিয়ে অভিনেতা জাহিদ আহমেদের সাথে তার শীতল সম্পর্ক নিয়ে কথা বলেন। একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করেন মাহফুজ। এ সময় হুমায়ূন আহমেদ ও জাহিদ হাসানের সঙ্গে তার শীতল সম্পর্ক নিয়ে অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, হুমায়ূন আহমেদের সিনেমায় একটি চরিত্রে তার অভিনয় করার কথা থাকলেও জাহিদ হাসান বিভিন্ন কৌশলে তার চরিত্র কেড়ে নিয়েছেন। এমনকি হুমায়ূন আহমেদও তাকে অভিনেতা হিসাবে সঠিক মূল্যায়ন করেননি বলে বলেছেন। মাহফুজ বলেন, হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে চরিত্রটি করেছে, সেটা নিয়ে আগে আমার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করা হয়েছিল। কাজটি আমি করছি, এরকম চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া চলে যাই। পরে শুনি, চলচ্চিত্রটিতে ফেরদৌস যে চরিত্রটা করেছে, সেটাতে আমাকে নির্বাচন করা হয়েছে। আমি বলেছি এ চরিত্রে কাজ করব না। হূমায়ূন আহমেদ কখনও ভাবতেও পারেননি আমি ‘না’ করব। এরপর আমি আর তার কাছে যাইনি। পরে জানতে পারি, জাহিদ আহমেদ ছাগল জবাই করে হুমায়ূন আহমেদকে খাইয়েছেন। তার বিনিময়ে আমার চরিত্রটি করার দাবি করেন। মাহফুজ বলেন, জাহিদ আমাকে বলতে পারত, এই চরিত্রটা আমি করব। তার কথা বাদ দিলাম। হুমায়ূন আহমেদও তো আমাকে ডেকে বলতে পারতেন মাহফুজ, তোমাকে যে চরিত্রের কথা বলেছি সেটা জাহিদ করতে চায়। আমি হয়তো নিষেধ করতাম না। কিন্তু তিনি আমাকে সেটা বলার বা জানানোর প্রয়োজন মনে করেননি। এরপর আমি আর কখনও তার কাছে যাইনি। মাহফুজের এমন মন্তব্যের জবাবে জাহিদ হাসান বলেছেন, মাহফুজ কী বলেছে, সেটা সে ভালো জানে। তবে এমন মন্তব্যের পর মাহফুজ আহমেদ বলেন, আসলে স্মৃতিচারণ করার জন্য কিছু কথা বলেছি। স্মৃতিতে তো কিছু সত্য চলে আসে। তবে কাউকে দুঃখ দেওয়া বা ছোট করার ইনটেনশন থেকে আমি এটা বলিনি। মাহফুজ আরেকটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ক্ষমা চেয়ে বলেছেন, আমি আসলে বুঝতে পেরেছি, কথাগুলো এভাবে বলাটা ঠিক হয়নি। আমি ভুল করেছি, সেজন্য জাহিদ হাসানের মোবাইলে মেসেজ পাঠিয়ে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। এখন জাহিদ আমাকে ক্ষমাও করতে পারে, তাছাড়া মারতেও পারে। এ নিয়ে আর কিছু বলব না।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা