সিনেমা হলে ই-টিকেটিং সিস্টেম চালু করার দাবি
২৯ আগস্ট ২০২৩, ০৮:৪৩ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
দেশের সিনেমা হলে ডিজিটাল পদ্ধতির ই-টিকেটিং সিস্টেম চালু করার দাবী জানিয়েছেন চলচ্চিত্রের প্রযোজকরা। এই সিস্টেম চালু করলে একটি সিনেমার প্রকৃত ব্যবসা কত হলো তা জানা যাবে এবং প্রযোজকরাও লাভ-লোকসান হিসবা করতে পারবেন। দেশের সিনেমা হলগুলোতে এ হিসাব রাখা হয়, খাতা-কলমে। মুক্তিপ্রাপ্ত সিনেমা হলে এ হিসাব রাখার জন্য প্রযোজককে একজন প্রতিনিধি পাঠাতে হয়। তিনি সে হিসাব রাখেন। সমস্যা হয়, হল মালিক ও প্রতিনিধির মধ্যে যোগসাজসের কারণে প্রযোজকরা সিনেমার প্রকৃত ব্যবসায়িক চিত্র পায় না। অনেক সময় দেখা যায়, যে সিনেমা হলে বেশি টিকেট সেল হয়েছে, তা কম দেখানো হয়। এতে প্রযোজক লোকসানের মুখোমুখি হয়। ফলে এখন তারা ই-টিকেটিং সিস্টেম চালু করার দাবী জানিয়েছে। দেশের এখন শুধু মাল্টিপ্লেক্সগুলোতে ই-টিকেটিং চালু রয়েছে। ঢাকাসহ মফস্বলের অন্যান্য সিনেমা হলে ম্যানুয়েলি বা হাতে হাতে টিকেট বিক্রি করা হয়। এ ব্যাপারে প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, ই-টিকিটিংয়ের জায়গায় আমরা যে ম্যানুয়াল পদ্ধতিতে লোক পাঠিয়ে কাজ করছি, এখানে বড় রকমের দুর্নীতি হচ্ছে। প্রযোজকরা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। যে রিপ্রেজেন্টিটিভ যাচ্ছে, তারা কিছু হল মালিকদের সঙ্গে কিংবা হলের স্টাফদের সঙ্গে যোগসাজস করে সেল কম দেখাচ্ছে। যেমন সারাদিনে একটা সিনেমার সেল ১ লাখ টাকা হলে, তারা ৫০ হাজার টাকা দেখায়। আমার প্রতিনিধি, যাকে বেতন দিয়ে পাঠিয়েছি, সে ও অসাধু হল কর্তৃপক্ষ মিলে আমার টাকা ভাগাভাগি করে নিয়ে নেয়। ই-টিকিটিং হলে এই সুযোগটা থাকবে না। উন্নত বিশ্বে বহু আগে থেকেই ই-টিকিটিং চালু হয়েছে। আর আমরা এখনও এ ব্যবস্থায় যেতে পারিনি। ফলে প্রযোজকরা প্রকৃত সেল জানতে পারে না। লোকসানের মুখোমুখি হয়। প্রযোজক ও পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, আমরা বলেছি ই-টিকিটিং চালুর জন্য। তাহলে প্রযোজকরা সঠিক হিসাবটা পাবে। একটা সিনেমার বাজেট যদি ১ কোটি টাকা হয়, সিনেমা হলে যাওয়ার পর তার প্রকৃত সেল পাওয়া যায় না। সিনেমাটি হাউজফুল হলেও টাকা খুঁজে পাওয়া যায় না। হল মালিকরা অনেক সময় বলেন, আপনার সিনেমা তো ৭ দিন হাউজফুল যায়নি, ৫ দিন গেছে। এর অর্থ হচ্ছে, বাকি দুই দিনের টাকা ‘কাট’ হয়েছে। তাই ই-টিকিটিং ছাড়া প্রযোজকদের লাভ করা মুশকিল। ই-টিকিটিং হলে আমি জানতে পারব, আমার টিকেট কত বিক্রি হল, আর আমি কত পেলাম। তিনি বলেন, ই-টিকিটিং না থাকার কারণে প্রযোজক-প্রদর্শক স¤পর্ক বরাবরই অবিশ্বাসের। এই স¤পর্ক উন্নত করতে পারে ই-টিকিটিং চালুর মাধ্যমে। প্রযোজক প্রকৃত আয় জানতে পারলেই সিনেমায় বিনিয়োগে আরও বেশি আগ্রহী হবেন। ইতিমধ্যে সিনেমা হলের আয়ে স্বচ্ছতা না থাকায় বহু প্রযোজক ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছেন। প্রযোজকরা অনেক দিন ধরে ই-টিকিটিংয়ের দাবি জানিয়ে আসছেন। প্রদর্শকরা কোনোভাবেই ই-টিকিটিংয়ে আসতে রাজি নয়। এর পেছনে রয়েছে কর ফাঁকির বিষয়ও। বর্তমানে টিকিটের গায়ে যে মূল্য লেখা থাকে, দর্শকের কাছে টিকিট বিক্রি করা হয় তার চেয়েওবেশি মূল্যে। যত টাকার টিকিট বিক্রি হয়, দেখানো হয় তার চেয়ে অনেক কম। ফলে সিনেমা হল থেকে প্রচুর রাজস্ব হারায় সরকার। ই-টিকিটিং চালু হলে এই অবস্থার পরিবর্তন ঘটবে বলে মনে করেন নির্মাতারা। চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ই-টিকিটিংটা হলে প্রযোজকের খরচ অনেক কমে যায়। সিনেমা হলে প্রতিনিধি পাঠানোর আর দরকার হবে না। প্রযোজক-প্রদর্শকের মধ্যে অবিশ্বাসের স¤র্পকটা ঠিক হতে পারে। প্রযোজকরা যথাসময়ে হিসাবটা পেতে পারে। সেক্ষেত্রে টাকাটা পেয়ে গেলে সে আরেকটা সিনেমা শুরু করতে পারে। এদিকে, প্রদর্শক নেতারা বলছেন, ই-টিকিটিংয়ের পেছনে বিনিয়োগ দরকার। হল মালিকদের হাতে টাকা নেই। সিনেমা হল আধুনিকায়ন ও সংস্কারের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে সরকার। তহবিল থেকে ব্যাংক টাকা ছাড় করেনি এখনো, টাকা ছাড় করলেই হলগুলো আগ্রহী হবে ই-টিকিটিংয়ে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, বিদ্যমান সিনেমা হলগুলোতে ই-টিকিটিং নেই। ই-টিকিটিং এখন সম্ভবপর নয়। এটা সম্ভব হবে ১০০০ কোটি টাকার যে পুন:অর্থায়নযোগ্য তহবিল ঘোষণা করেছে সরকার, সেই তহবিল থেকে টাকা নিয়ে পুরনো সিনেমা হলগুলো সংস্কারের যে কাজ শুরু হয়েছে কিংবা মাল্টিপ্লেক্স নির্মাণ হচ্ছে, সেটা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবেই ই-টিকিটিং চালু করা যাবে। সংশ্লিষ্টরা বলছেন, ই-টিকিটিং চালু হলে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারবেন, সিনেমা হলে প্রতিদিন কত টাকা আয় হচ্ছে। আয়ের স্বচ্ছতা থাকলে ব্যাংক সহজেই চলচ্চিত্র নির্মাণে ঋণ দিতে সম্মত হবে। এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, তারা যেভাবে ই-টিকিটিং বাস্তবায়ন করেছেন, সেভাবেই ই-টিকিটিং চালু করতে হবে দেশের সব সিনেমা হলকে। লায়ন সিনেমা হলের কর্ণধার মীর্জা আব্দুল খালেক বলেন, এখানে সততা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি একটি টিকিট বিক্রি করছি, সেই টিকিটের ভাগ আমি প্রযোজককে দেব। সেটা ই-টিকিটিংয়ের মাধ্যমে হোক কিংবা ই-টিকিটিং ছাড়াই হোক। তারপরও ই-টিকিটিং চালু হওয়া উচিত। এতে স্বচ্ছতা থাকবে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, একটি আধুনিক সিনেমা হলে সবকিছুই ডিজিটাল হওয়া উচিত। টিকেট বিক্রিতে স্বচ্ছতা এলে, এ সেক্টরে কর্পোরেট গোষ্ঠী টাকা বিনিয়োগে উৎসাহ পাবে। এতে সিনেমা শিল্প শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা