চুক্তিবদ্ধ হওয়ার পর অতিরিক্ত পারিশ্রমিক দাবি শাকিবের, পরিচালকের আক্ষেপ
১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম
ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করছেন তিনি। কয়েক মাস আগেও শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণ করার কথা ভাবলে ৫০ লাখ টাকায় কাজ করা যেত। তবে গেল ঈদের মুক্তিপ্রাপ্ত শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি সুপারহিট হওয়ায় পারিশ্রমিক বাড়িয়েছেন এ নায়ক। এখন শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে হলে গুনতে হবে এক কোটি টাকা। ৫০ লাখ থেকে শাকিবের পারিশ্রমিক অর্ধেক বেড়ে এখন এক কোটি টাকা।
এদিকে ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের আগে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তার নতুন সিনেমা ‘নীল দরিয়া’-তে অভিনয়ের জন্য চূড়ান্ত করেন শাকিব খানকে। সে সময় পারিশ্রমিক বাবদ ৪০ লাখ টাকা পরিশোধ করা হয় শাকিব খানকে। সিনেমাটির শুটিং শিডিউল ছিল ২০ জুলাই থেকে। কিন্তু তখন ‘প্রিয়তমা’ সিনেমার জন্য শুটিং পিছিয়ে যায় ‘নীল দরিয়া’র। এরপর গত ঈদ ঈদুল আজহায় মুক্তি পায় ‘প্রিয়তমা’। সিনেমাটি হিট হওয়ার পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢালিউড তারকা।
জানা গেছে, নির্ধারিত পারিশ্রমিকে চূড়ান্ত হওয়ার পরেও ‘নীল দরিয়া’ সিনেমায় কাজ করছেন না শাকিব খান। যেখানে কয়েক মাস আগেও তার পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। কিন্তু প্রিয়তমা সিনেমা মুক্তির পর পারিশ্রমিক ১ কোটি টাকা চাইছেন শাকিব খান। আর এ কারণেই আটকে যায় ‘নীল দরিয়া’ সিনেমার সব কাজ।
এ ব্যাপারে বদিউল আলম খোকন জানিয়েছেন, এখন শাকিব খানকে দিয়ে ‘নীল দরিয়া’ সিনেমা করতে হলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পূর্বে পারিশ্রমিক হিসেবে নেয়া ৪০ লাখ টাকা প্রযোজককে ফেরত দিয়েছেন সে।
বদিউল আলম বলেন, ‘‘শাকিব খানকে আমরা টাকা দেয়ার সময় তার পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। আমরা ৪০ লাখ টাকা দিয়েছিলাম। শুটিংয়ের জন্য ২০ জুলাই থেকে শিডিউল দিয়েছিলেন। সেভাবেই সব প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই সে জানায়, ঈদুল আজহার জন্য ‘প্রিয়তমা’ করে তারপর ‘নীল দরিয়া’ করবেন। আমিও মেনে নেই। ঈদে ‘প্রিয়তমা’ হিট হয়। আর শাকিব খানও মত পাল্টায়, পারিশ্রমিক বাড়িয়ে দেন।’’
তিনি আরও বলেন, ‘‘আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না শাকিব খান। তাকে নিয়ে এখন কাজ করতে হলে ৪০ লাখের সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে। মোট এক কোটি টাকা। কিন্তু আমরা তার সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল।’’
আফসোস করে এ পরিচালক বলেন, ‘‘এখন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা সে নিতেই পারেন। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে হবে না তো। এটা খুব অন্যায়। এ পরিচালক শাকিব খানের কাছে প্রশ্ন রেখে বলেন, প্রিয়তমা সিনেমা যদি হিট না হতো তাহলে কি ৪০ লাখ থেকে ২০ লাখ টাকা প্রযোজককে সে ফেরত দিতেন?’’
উল্লেখ্য, পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে জুটি হিসেবে শাকিব খান বেশ কিছু সিনেমা করেছেন। ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘একবার বলো ভালোবাসি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘বস নম্বর ওয়ান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘ডন নম্বর ওয়ান’, ‘হিরো; দা সুপারস্টার’, ‘রাজা বাবু’সহ ডজনেরও বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। সর্বশেষ এই জুটির মুক্তির অপেক্ষায় আছে ‘আগুন’ নামের সিনেমাটি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি