‘দরদ’ ও ‘কাজলরেখা’র মুক্তি পেছাল
১০ জানুয়ারি ২০২৪, ১১:৪১ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪, ১১:৪১ এএম
‘প্রিয়তমা’র পর শাকিব খানের পরবর্তী ধামাকা ‘দরদ’। আগামী ২ ফেব্রুয়ারি অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। এছাড়া আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল শরীফুল ইসলাম রাজ অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’। তবে নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না সিনেমা দুটি। ‘কাজলরেখা’ ও ‘দরদ’ দুটি সিনেমারই মুক্তির দিন তারিখ পিছিয়েছে।
‘কাজলরেখা’র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’। তাই সিনেমাটি আগে তথ্যমন্ত্রী দেখবেন, তারপর আমরা সেন্সর বোর্ডে জমা দেব। এত দিনে সিনেমাটি তার দেখার কথা ছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের কারণে সময় করে উঠতে পারেননি। আমরা অপেক্ষায় আছি, তিনি সময় দিলেই আমরা সিনেমাটি তাকে দেখার আমন্ত্রণ জানাব। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি না পেলেও আশা করছি, ফেব্রুয়ারির শেষের দিকেই দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন।
অন্যদিকে, শাকিব খান এবং বলিউডের সোনাল চৌহানকে নিয়ে অনন্য মামুন নির্মাণ করছেন ‘দরদ’। সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, মামুন জানিয়েছিলেন ২ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে। তবে সম্প্রতি এক ভিডিও বার্তায় জানালেন, নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি পাবে না। তবে কবে মুক্তি পাবে সেই তারিখও সুনিদিষ্ট করে জানাতে পারেননি এই নির্মাতা।
‘কাজলরেখা’ নির্মিত হয়েছে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে। ৪০০ বছর আগের এই গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করাটা বেশ চ্যালেঞ্জের বলে জানিয়েছিলেন সেলিম। চরিত্রের লুক, লোকেশন, পোশাক, সেট—এসব নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে বেশ সময়ও লেগেছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, খায়রুল বাশার, সাদিয়া আয়মান, ঝুনা চৌধুরীসহ অনেকে।
‘দরদ’ সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশ-ভারতের অভিনয়শিল্পীরা। শাকিব-সোনাল ছাড়াও তালিকায় আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ