'ক্যারিয়ারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন'
০৭ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম
তারকা খ্যাতি পাওয়া তাসনিয়া ফারিন শোবিজ অঙ্গনের অসম্ভব সুন্দর একজন মডেল ও অভিনেত্রী। ২০২১ সালে গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বেশ পরিচিত অর্জন করেন ফারিন। সে বছরই ছোট পর্দার আরেক জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান।
ছোট পর্দায় সুনামের সাথে বেশ জনপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন টেলিভিশন নাটক ও ওটিটি প্লাটফর্মে। এমনকি টুকটাক করে সিনেমায়ও নাম লিখিয়েছেন তিনি। চলতি মাসেই মুক্তি পেয়েছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। তাছাড়া নতুন কাজেও বেশ ব্যস্ততায় সময় পাড় করছেন ফারিন।
এ প্রসঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু কথা উঠে আসে। সাংবাদিকরা জানতে চেয়েছিল কেমন সারা ফেলেছে ফারিনের নতুন ওয়েব সিরিজ ‘চক্র’?
এ বিষয়ে ফারিন জানান, 'ভালো সাড়া পাচ্ছি। দর্শক সাড়া ভালো পাওয়াতেই এর দ্বিতীয় সিজন নির্মাণ হতে যাচ্ছে। সিরিজটির শুটিং শুরুর পর থেকেই খুব ভয়াবহ কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়েই আমাদের যেতে হয়েছে। এটি মুক্তির পরও আমার গলা শুকিয়ে আসছিল। ঘুমের মধ্যেও আমি দুঃস্বপ্ন দেখেছি। এছাড়া ফেসবুকে ভক্তরা তাদের ভয়ংকর অভিজ্ঞতা জানাচ্ছিলেন।'
অভিনেত্রীকে প্রশ্ন করা হয়,শুটিংয়ে কী এমন হয়েছিল যা নিয়ে আপনি খুব আতঙ্কিত?
উত্তরে অভিনেত্রী বলেন,' কাজ শুরুর পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যা একেবারেই অস্বাভাবিক। কারণ ছাড়াই আমি শুটিংয়ে একবার অজ্ঞান হয়ে যাই। এরপর নির্মাতার পা ভেঙে যায়। এছাড়া বেশ কয়েকটি মৃত্যুর সংবাদ আমাদের শুনতে হয়। শুটিং যতদিন করেছি, প্রায়ই আমি দুঃস্বপ্ন দেখতে থাকি। এছাড়া শুটিং ইউনিটে অস্বাভাবিক আরও অনেক ঘটনা ঘটতে থাকে, যার ব্যাখ্যা আমরা আজও পাইনি। এসব ঘটনার মধ্য দিয়েই কাজটি আমরা শেষ করি।'
সম্প্রতি জানা যায় কলকাতার একটি সিনেমার কাজ না করে দিয়েছে এই তারকা। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, 'খুব বড় করে বলার মতো তেমন কোনো কারণ নেই। কলকাতার ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় কাজটি ছেড়ে দিতে হয়। এদিকে নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার কথা। নির্ধারিত সময় না যেতে পারলে পুরো ইউনিট আমার জন্য সমস্যায় পড়বে। এছাড়া অন্য শিল্পীদের শিডিউল নিয়েও বিপাকে পড়তে হবে ইউনিটের। সবকিছু চিন্তা করেই আসলে কাজটি থেকে সরে আসি।'
সম্প্রতি ‘হাউ সুইট’ নামে নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় কাজ করতে যাচ্ছেন ফারিন। কিছুদিন আগে সে বিষয়ে গণমাধ্যমকে কথাও বলেছেন ফারিন। তবে ওয়েব ফিল্মটির অগ্রগতি কতটুকু হলো,এ প্রসঙ্গে মৃদুভাষী ফারিন বলেন,
'এটি অমি (কাজল আরেফিন অমি) ভাই নির্মাণ করছেন। এতে আমার সহশিল্পী রয়েছে অপূর্ব (জিয়াউল ফারুক অপূর্ব) ভাই। তার সঙ্গে ওটিটিতে এটি আমার দ্বিতীয় কাজ। সিরিজটি নিয়ে খুব আশাবাদী আমরা। শিগ্গির এর শুটিং শুরু হবে। কাজটি শেষ করার পর এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলতে পারব।'
কয়েকদিন আগে নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সচেতন থাকার কথা বলেছেন ফারিন। কিন্তু হঠাৎ এমন কথা কেন, আসলে কি বলতে চাইছে ফারিন বিষয়টি খোলাসা করে ফারিন বলেন,
'আজকাল ছোট্ট অনেক বিষয় নিয়েই সামাজিকমাধ্যমে বিতর্ক হয়। যে কোনো কথা বা কারও সঙ্গে কোনো ছবি নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এসব বিষয় নিয়েই আমার একটা বার্তা ছিল। আমি এসবে সময় নষ্ট করতে চাই না। কে আমাকে নিয়ে কী ভাবল, বা আমাকে নিয়ে কী সমালোচনা করল, এসব ব্যক্তিগতভাবে আমি গায়ে মাখতে চাই না। এগুলো নিয়ে ভাবলে কাজই করতে পারব না। নিজে ঠিক থাকলে সব ঠিক, আগে দেখতে হবে নিজে সঠিক পথে আছি কি না। আমার ভক্তদের সচেতন থাকতে বলেছি এজন্যই। সামাজিক মাধ্যমে যা দেখবেন, তাই বিশ্বাস করবেন না। আগে এর সত্যতা যাচাই করবেন।'
এছাড়াও জানা যায়, রহস্য ঘেরা ওয়েব সিরিজ ‘চক্র’র দ্বিতীয় এপিসোডের কাজ নিয়ে পরিকল্পনা চলছে। তাছাড়াও রয়েছে ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের ব্যস্ততা। এ বিষয়ে ফারিন বলেন,'হাউ সুইট' ওয়েব ফিল্মটির চরিত্রের পেছনে সময় দিচ্ছি, চরিত্র ধারণে ব্যস্ত আছি। এদিকে গান নিয়েও ব্যস্ততা রয়েছে আমার। ইতোমধ্যেই বলেছি গানে নিয়মিত হব। সামনে গান নিয়েও নতুন খবর দেব।'
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভেরেইনার সেঞ্চুরিতে বড় পুঁজি দক্ষিণ আফ্রিকার,জবাব দিচ্ছে লঙ্কানরাও
চুয়াডাঙ্গায় ১৬টি স্বর্ণের বার সাদৃশ্য বস্তু উদ্ধার, ২ চোরাকারবারী আটক
নওগাঁয় যুবদল নেতা মজিদ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
এবার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
আ.লীগকে নিষিদ্ধ ও হাসিনার বিচার প্রশ্নে কোনো আপস নেই: ভিপি নুর
দায়িত্ব গ্রহণ করলেন ডিআরইউর নবনির্বাচিত কমিটি
টঙ্গীবাড়ীতে বন্দুক, ৪৯ রাউন্ড গুলি ও ২৫ বোতল মদসহ আটক ২
ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সবদলকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন: গণঅধিকার পরিষদ
আমরা বিদেশীদের রক্ত চক্ষুকে ভয় পাই না: সাইয়েদুল আলম বাবুল
ইসকন : একটি আন্তর্জাতিক ইহুদি সংঘ
কেন পেছন ফিরে দেখারও প্রয়োজন আছে
অভূতপূর্ব ঐক্যের বাংলাদেশ
ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ ঐক্যবদ্ধ: খন্দকার মুক্তাদির
সিরিয়ার হোমস ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ
যুক্তরাজ্যে ছেলেদের জনপ্রিয় নামের শীর্ষে ‘মুহাম্মদ’
ম্যাখোঁ শিগগির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন
বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্ব ব্যাংকের ১শ’ বিলিয়ন ডলার ঘোষণা
‘বিপজ্জনক’ প্রেসিডেন্টকে অবশ্যই পদত্যাগ করতে হবে
সাবেক সিনেটর ডেভিড পার্ডিউ চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
যুবকের রগ কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার