ভক্তদের উদ্দেশ্যে বিজয় দিবসে তারকাদের শুভেচ্ছা প্রকাশ
১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

আজ ১৬ ডিসেম্বর, আমাদের জাতীয় জীবনে একটি বিশেষ দিন। দিনটিকে নিয়ে দিনব্যাপী সারাদেশে আয়োজিত হচ্ছে নানা উৎসব। সাধারণ মানুষ ১৯৭১ সালে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে পাওয়া এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা। সেই মুক্তির আনন্দ উদযাপনে সংস্কৃতিকর্মীরা বিভিন্ন আয়োজনে বিজয় উৎসবের সঙ্গে যুক্ত হয়েছেন।
যেখানে বিজয়ের ৫৩ বর্ষ পূর্তিতে উল্লাসে মেতে উঠেছেন তারকারা। আজ স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে তারকারা বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নিজেরা যেমন সেজেছেন লাল-সবুজ রঙ্গে তেমনি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন বিজয় দিবসের শুভেচ্ছা।
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আজ নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এই তারকা। যেখানে তাকে দেখা যায় কপালে পতাকা বেঁধে হাতে জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাসে উচ্ছ্বসিত শাকিব। ছবির একপাশে লেখা, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।’ ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন,‘ সবাইকে মহান বিজয় দিবস-এর শুভেচ্ছা।’
আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গতকাল (১৫ ডিসেম্বর) রাতে বিজয় দিবসের প্রাক্কালে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি শেয়ার করেন। গানটির ইউটিউবের লিংকের ক্যাপশনে শাওন লেখেন,‘আর দেরি নয় উড়াও নিশান। রক্তে বাজুক প্রলয়েরও বিষাণ। বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল— পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল! বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা ‘
ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লেখেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’
এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনিও আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত জয়া অভিনীত সিনেমা,‘নকশী কাঁথার জমিন’ যা প্রকাশ পাবে আগামী ২৭ ডিসেম্বর।
বাংলা চলচ্চিত্রের বহুল সমালোচিত অভিনেত্রী অপু বিশ্বাস নিজের কোনো ছবি প্রকাশ না করলেও জাতীয় পতাকা হাতে ছেলে জয়ের ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেন,‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ৷ যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ৷ প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা।’
অভিনেতা সৈয়দ জামান শাওন লিখেছেন,‘ কেও এসে দেশ টা ঠিক করে দেবে!!! সেই আশায় বসে না থেকে, যার যার জায়গা থেকে সততা ও সর্বোচ্চ প্রচেষ্টা' ই হোক আমাদের নতুন বাংলাদেশ গড়ার মূলমন্ত্র! মহান বিজয় দিবসের শুভেচ্ছা!’
এদিকে মহানগরখ্যাত পরিচালক আশফাক নিপুণ তার পোস্টে লেখেন,‘‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না ‘ ৩০ লক্ষ শহীদদের মন থেকে শ্রদ্ধা এবং ভালবাসা বাংলাদেশিদের জীবনের সবচেয়ে বড় বিজয় এনে দেয়ার জন্য। আমরা তোমাদের ভুলব না ‘
এছাড়া, অভিনেত্রী রুনা খান লাল-সবুজ পতাকার পাশে তার একটি পুরানো ছবি শেয়ার করে লিখেছেন,‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…’
অন্যদিকে, অভিনেত্রী শবনম বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে একটি রিলস আপলোড করেন। সেখানে ছেলে বীরের সঙ্গে লাল-সবুজ রঙের পোশাক পরেছেন। হাতে পতাকা নিয়ে আর মাথায় জাতীয় পতাকা বেঁধে ছেলের সঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বুবলী। রিলে বাজছে,‘ ও আমার বাংলা মা তোর’ গানটি। এছাড়াও কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।
সময়ের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না একটি প্রতীকী ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে তিনি লেখেন,‘ আমাদের বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র