সংগীত মূর্ছনায় কেমন ছিল ২০২৪!
৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম

চলতি বছর দেশের সঙ্গীতাঙ্গনে রচিত হয়েছে ভিন্ন রকম দৃশ্যপট। সিনেমা, নাটক, সিরিজের পাশাপাশি একক-দ্বৈত ও সম্মিলিত অ্যালবামের প্রকাশনা থেকে শুরু করে স্টেজ প্রোগ্রাম, অনলাইন ও টিভি আয়োজনে ছিল তারুণ্যের আলেখ্য। চলুন কালক্ষেপণ না করে দেখে নেওয়া যাক সঙ্গীত জগতের ২০২৪ সালের চালচিত্র।
বিগত দুই বছরের মতো চলতি বছরের প্রথমাংশে বেশ আলোচনায় ছিল সিনেমা ও বিভিন্ন শিল্পীর ফিউশনধর্মী গান। মেগাস্টার শাকিব খানের ক্রেজ একদিকে যেমন দর্শকদের করেছে হলমুখী, অনুরূপভাবে তার সিনেমার গানগুলো পূরণ করেছেন দর্শক চাহিদা। শাকিব অভিনীত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান গেয়ে আরও একবার দর্শক-শ্রোতা হৃদয়ে কড়া নেড়েছেন বালাম-কোনাল জুটি।
আসিফ ইকবালের লেখা ও আকাশের সুর করা ‘রাজকুমার’ গানটি দারুণ সাড়া ফেলেছিল। একইভাবে শ্রোতার প্রশংসা কুড়িয়েছে এই সিনেমায় প্রিন্স মাহমুদের সুরে তরুণ শিল্পী আলিফের গাওয়া ‘বরবাদ’ গানটি।
এর মধ্যে বছরের বহুল আলোচিত ও সাড়া জাগানো গান ছিল শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’। গানটির কথা-সুর ও সংগীতায়োজনের পাশাপাশি সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আকাশ। একই সিনেমার গান ‘লাগে উড়া ধুরা’ পাল্লা দিয়েছে অন্যান্য সিনেমার গানের রেকর্ড ভেঙে দিয়েছে। প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফউদ্দিন। গানটির সুর-সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান। শ্রোতা মনোযোগ বেড়েছে এই সিনেমায় আরাফাত মহসিনের সুরে হাবিব ওয়াহিদের গাওয়া ‘ফেঁসে যাই’ গানটিতেও।
এদিকে ‘লাস্ট ফিফেন্ডারস অব মনোগামী’-এর জন্য প্রচলিত গান ‘কমলায় নৃত্য করে’ নতুন করে গেয়ে ভক্তদের মনোযোগ কেড়েছেন জেফার রহমান। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের পাভেল আরীন। কবির বকুলের কথা ও শওকত আলী ইমনের সুরে ‘লিপস্টিক’ সিনেমায় স্নেহার গাওয়া ‘বেসামাল’ ছিল অনেকের মুখে মুখে।
গত কয়েক বছর ধরে নাটকের জন্য আলাদা করে গান রেডর্ক করা হচ্ছে। যার মধ্য থেকে অসংখ্য গান জনপ্রিয়তাও পেয়েছে। চলতি বছরেও তার ব্যাত্যয় ঘটেনি। ইমরান-কনা শিল্পী জুটির ‘প্রেম এসেছিলো একবার’ নাটকের ‘মেঘলা মনে’, ‘এক নজর না দেখলে তার’-এর ‘পরাণ’, ‘তাহার নামটি মায়া’র ‘জীবন সাথী’, ‘নূরজাহানর’-এর ‘মায়া’, কোনাল-আভরাল সাহির জুটির ‘মনের আকাশে তুমি’ নাটকের ‘শুধু তোরই থাকবো’, গানের দল কাকতালের ‘সন্ধ্যা ৭টা’র ‘মায়া’, মাহতিম শাকিবের টাইটেল গান ‘একটাই তুমি’, ইমরান-পড়শীর ‘এতটা আপন’সহ আরও বেশ কিছু গান দর্শক-শ্রোতার পছন্দের তালিকায় স্থান পেয়েছে।
সিনেমা, নাটকের গানের বাইরে শ্রোতাদের মনোযোগ কেড়ে নেওয়ার গানের অন্যতম একটি আয়োজন ছিল ‘কোক স্টুডিও বাংলা’-এর ফিউশনধর্মী আয়োজন ‘মা লো মা’। সাগর দেওয়ান, প্রীতম হাসান, আরিফ দেওয়ান, আলি হাসানের গাওয়া এই গানে আমাদের সংগীতের শিকড় ও লোক সংস্কৃতির ইতিহাসকে নতুনভাবে তুলে আনা হয়েছে। একইভাবে ‘তাঁতী’ গানেও ছিল ঐহিত্য তুলে আনার প্রয়াস। এ আয়োজনে সঙ্গে ছিলেন শিল্পী ও সংগীতায়োজক অর্ণব, গঞ্জের আলী, অলি বয় ও অভিনেত্রী জয়া আহসান। পুরোনো গানকে কতটা অভিনব ও সময়োপযোগী করে তোলা যায় তার আরেকটি প্রচেষ্টা ছিল ওয়ারফেজ ব্যান্ডের রিমেক আয়োজন ‘অবাক ভালোবাসা’। ১৯৯৪ সালে প্রকাশিত এই গানের আবেদন ৩০ বছর পরেও এতটুকু কমেনি তার প্রমাণ করেছে ব্যান্ড ওয়ারফেজ ও কোক স্টুডিও বাংলা অনুষ্ঠান আয়োজকরা।
বছরের শেষ দিকে মিউজিক ভিডিও দিয়ে চমক দেখিয়েছেন জনপ্রিয় গানের জুটি ইমরান ও পড়শী। গত ১০ ডিসেম্বর পড়শীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় ‘কথা একটাই’ গানটি। রবিউল ইসলাম জীবনের কথা, ইমরান মাহমুদুলের সুরে গানটির ভিডিওচিত্রেও দেখা গেছে ইমরান-পড়শীকে। ভিডিওটি মাত্র ১৫ দিনে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে।
গানের বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত একক ও দ্বৈত গানের আয়োজন নিয়ে সারাবছর শ্রোতার প্রত্যাশা পূরণ করে গেছেন ফাহমিদা নবী, আসিফ আকবর, বাপ্পা মজুমদার, হাবিব ওয়াহিদ, ইমরান, তাহসান, হৃদয় খান, সালমা, লিজা, কর্ণিয়া, বেলাল খান, পড়শী, মাহতিম শাকিব, অবন্তি সিঁথি, আতিয়া আনিসা, তোসিবা, জেফার, জয় শাহরিয়ার, এলিটা করিম, লিমন, জয়িতা, তাসনিম আনিকা, মুজা, সঞ্জয়, আলি হাসান, জিসান খান শুভ, শেখ সাদী, অন্তরা কথা, ব্যান্ড সোলস, ওয়ারফেজ, ব্ল্যাক, আর্টসেল, শিরোনামহীন, ইএফ, চিরকুটসহ আরও বেশ কিছু শিল্পী ও ব্যান্ড। তাদের গাওয়া শ্রোতাপ্রিয় গানের তালিকাও বেশ বড়।
২০২৪ সালে সাড়া জাগানো শিল্পী ও গানের তালিকা তৈরি করতে গিয়ে যে বিষয়টি আলাদা ভাবে উঠে আসে, তাহলো তরুণদের অভিনব ও প্রতিবাদী গানের আয়োজন। বছরের দ্বিতীয়ার্ধের যার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল শ্রোতা মনে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্র ধরে এক দফা দাবী এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতনে বাংলাদেশের এক নতুন রূপরেখা তৈরি হয়েছে। আর সেই সময়ে থেকেই খানিকটা বদলে গেছে গানের ভুবনের চেনা অবয়ব। যেখানে চলছে তরুণদের জয়জয়কার।
সে সময় হান্নান নামের এক তরুণ র্যাপার পারকে আমরা দেখেছি প্রতিবাদী শিল্পীদের সামনের সারিতে। তার গাওয়া ‘আওয়াজ উডা’ গানটিকে সবাই উল্লেখ করছেন সময়ের সাহসী উচ্চারণ হিসাবে। একই ভাবে রাজপথে আওয়াজ তুলে যাচ্ছেন কণ্ঠশিল্পী সায়ান। তরুণ অভিনেত্রী ও কণ্ঠশিল্পী পারসা মাহজাবীনের গাওয়া ‘চলো ভুলে যাই’ গানটিও হৃদয় আন্দোলিত করেছে কয়েক লক্ষ শ্রোতার। চব্বিশের গেরিলা নামের একটি গানের দল স্বনামে প্রকাশিত গানটি হয়ে উঠেছিল ছাত্র আন্দোলেনর অন্যতম হাতিয়ার।
র্যাপ শিল্পী সেজানের গাওয়া ‘কথা ক’ গানটিও আন্দোলনকারীদের মুখে মুখে ফিরছে। এ ছাড়াও ওয়ারফেইজ ব্যান্ডের সাবেক তারকা গিটারিষ্ট অনি হাসানের কম্পোজিশনে কাজী জোহাদ ইয়াদানীর গাওয়া ‘আমরা বীর’, কোল্ডক্রাফটের ‘বায়ান্ন’, অ্যাজ অমিঙে ‘রক্ত’, ম্যাক-ই-ম্যাক ও জিকে কিবরিয়ার ‘স্লোগান’ ও ‘ইনকিলাব’, সিয়াম ফারদিনের ‘আবু সাঈদ’, নাহিদ হাসানের ‘জবাব দেনা’, রেভ্যুলেশন ইন মোশনের ‘পাল্টে দে ইতিহাস’, ভয়েস অব রেভ্যুলেশনের ‘রাজাকার’, লুনাটিঙ্ বীর ও রিদমাস্ত্রের ‘দেশ কার’সহ আরও বেশ কিছু গান স্বপ্ন রচনা করেছে নতুন বাংলাদেশের। সবমিলিয়ে ২০২৪ সালে সংগীতাঙ্গনের পুরো সময়টায় ছিল প্রেম, প্রতিবাদ আর ঐতিহ্যের মুর্ছনা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র