২০২৫ সালে মুক্তি পাবে যে আলোচিত সিনেমাগুলো
০২ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

সময়ের পরিক্রমায় চব্বিশের বিদায়ী বিরহ না কাটাতেই ক্যালেন্ডারের পাতায় যুক্ত হয়েছে নতুন বছর। গত বছর (২০২৪) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অন্তত অর্ধশত সিনেমা। তবে হতাশার বিষয় হলো দু-একটি বাদে অধিকাংশ সিনেমাই দর্শকপ্রত্যাশা পূরণে হয়েছে ব্যর্থ। ফলে ব্যবসায়িকভাবে ফ্লপের তকমা নিয়েই সংশ্লিষ্টদের থাকতে হয়েছে সন্তুষ্ট। তাই সবার নজর নতুন বছর অর্থাৎ ২০২৫-এর দিকে।
তবে নতুন বছরে মুক্তির আভাস দিয়েছে বিগ বাজেটের বেশ কিছু সিনেমা। তাছাড়া গত বছর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা যা পরবর্তীতে পিছিয়ে গিয়েছিল সেগুলোও চলতি বছরে মুক্তির তালিকায় রয়েছে। চলতি বছর মুক্তি পাবে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘পিনিক’, ‘নেত্রী: দ্য লিডার’, ‘সাবা’, ‘নীলচক্র’, ‘ঠিকানা বাংলাদেশ’সহ আরও কিছু আলোচিত সিনেমা। এছাড়া চলতি বছর আরও অনেক সিনেমা পর্যায়ক্রমে মুক্তির মিছিলে যুক্ত হবে বলে জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক এসব সিনেমা সম্পর্কে।
বরবাদ: মেগাস্টার শাকিব খান তার পুরোনো নায়িকা ইধিকা পালকে (কলকাতা) নিয়ে এ বছর হাজির হবেন ‘বরবাদ’ সিনেমা দিয়ে। এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে আরও রয়েছেন কলকাতার যিশু সেনগুপ্ত। আইটেম গানে থাকছেন ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান। অ্যাকশন ঘরানার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে।
দাগি : নাটকের অভিনেতা আফরান নিশোর অভিষেক সিনেমা ছিল ‘সুড়ঙ্গ’। যা মুক্তি পায় ২০২৩ সালে। এরপর লম্বা বিরতি দিয়ে এ অভিনেতা গেল বছরের শেষদিকে দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করেন। এতেও তার সঙ্গে রয়েছেন প্রথম সিনেমার নায়িকা তমা মির্জা। এবার যুক্ত হয়েছেন আর এক নায়িকা, সুনেরাহ বিনতে কামাল। দুই নায়িকাকে নিয়ে ঈদে প্রেক্ষাগৃহে আসবেন নিশো এমনটাই প্রযোজক সংস্থা থেকে জানানো হয়। সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহীন।
জংলি : চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। এটি গত বছরের ঈদুল আজহায় মুক্তির কথা ছিল। ঘোষণা দিয়েও অজানা কারণে পিছিয়ে যায়। পরে আর মুক্তি দেওয়া হয়নি। এতে সিয়ামের সঙ্গে রয়েছেন বুবলী ও দীঘি। এটি পরিচালনা করেছেন এম রাহিম। সিনেমাটি চলতি বছরেই মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা। তবে ঈদে আসার বেশি সম্ভাবনা রয়েছে।
নেত্রী-দ্য লিডার : ঢাকাই সিনেমার দর্শকনন্দিত জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। এ জুটির অভিনীত সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অনন্ত জলিল ও দক্ষিণ ভারতের উপেন্দ্র মাধব। সিনেমাটির কাজ শেষ করে চলতি বছরেই মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
নীলচক্র : গত বছরই মুক্তির আওয়াজ দিয়ে পিছিয়ে ‘নীলচক্র’ এ বছর মুক্তির কথা রয়েছে। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। পরিচালনা করছেন মিঠু খান।
সাবা : নাটকের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা এটি। তার দ্বিতীয় সিনেমা মুক্তি পেলেও প্রথমটি রয়েছে পর্দার বাইরে। নির্মাতা মাকসুদ হোসাইন জানান ‘সাবা’ চলতি বছর মুক্তি পাবে।
পিনিক : আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা ‘পিনিক’। গত বছরের শেষদিকে সিনেমাটির কাজ শুরু হয়। জাহিদ জুয়েলের পরিচালনায় সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানা গেছে।
ঠিকানা বাংলাদেশ : আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে নিয়ে নির্মিত হয় ‘ঠিকানা বাংলাদেশ’ নামে একটি সিনেমা। এটি নির্মাণ করেন অনম বিশ্বাস। সিনেমাটির নাম আগে ‘ফুটবল ৭১’ ছিল। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এ সিনেমার নামও কিছুদিন আগে পরিবর্তন করা হয়। এর আগে অনেক ঢিমেতালে থেমে থেমে এর কাজ সম্পন্ন করেন পরিচালক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে বলে জানা গেছে।
এছাড়া বছরের প্রথম সিনেমা হিসাবে ৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘মধ্যবিত্ত’ নামে একটি সিনেমা। এতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত অভিনেতা মাসুম আজিজ। এটি আজিজের শেষ সিনেমা। এছাড়া চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আলোচিত বড় বাজেটের সিনেমা ‘অপারেশন জ্যাকপট’।
মুক্তিযুদ্ধবিষয়ক গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু (বাংলাদেশ) ও রাজীব কুমার (ভারত)। এতে ঢাকাই সিনেমার আটজন নায়ককে একসঙ্গে দেখা যাবে। তাদের মধ্যে রয়েছেন অনন্ত জলিল, ইমন, নীরব, রোশান, শিপন মিত্র, সাঞ্জু জন, জয়, আমান রেজা। তবে সিনেমাটি মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি। চলতি বছর মুক্তির মিছিলে রয়েছে ‘রিকশাগার্ল’, ‘চাদর’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’ নামের সিনেমাগুলোও।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র