ঈদে ওটিটিতে দেখা যাবে তিন তারকার লড়াই
২২ মার্চ ২০২৫, ০২:৩৪ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৫, ০২:৩৪ পিএম

ঈদ,কোরবানি কিংবা পূজা যেকোনো উৎসবেই শোবিজাঙ্গন সবসময় থাকে সরগরম। দেখা যায় অভিনয় শিল্পীদের ধুম ব্যস্ততা। আরেকদিকে দর্শকরাও অপেক্ষায় থাকেন প্রিয় তারকার অভিনয় দেখার জন্য। নতুন সব টিভি নাটক, ওটিটি কনটেন্ট, গান ও সিনেমা মুক্তি পায় এই ধরনের মেগা উৎসবে।
সাধারণত বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে সিনেমাকে বিবেচনা করা হয়। তাইতো ঈদের সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশিই হয়। তবে আলোচনার বাইরে নয় ওটিটি কনটেন্ট। সিনেমার পরেই অবস্থান রয়েছে পেইড ভার্সনের ওটিটি কনটেন্টগুলোর। এবারও তার ব্যতিক্রম নয়।
আসন্ন ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন তিন কনটেন্ট। যা নিয়ে লড়াই করবেন দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা ও তাসনিয়া ফারিণ।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা ও কলকাতা- দুই ইন্ডাস্ট্রিতেই তিনি সমানতালে কাজ করছেন। এবারের ঈদে আসছে তার অভিনীত ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজ। এ সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। । ২৮ মার্চ হইচই নামে একটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে।
ওয়েব সিরিজটি সম্পর্কে নির্মাতা সূত্রে জানা গেছে, লোভের কাছে যেন জিম্মি হয়ে পড়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। যেখানে দেখা যাবে, ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপোড়নের সংসার। হঠাৎ একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায় সে। এই টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপোড়েন।
এ বিষয়ে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। এ সিরিজের ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। পাশাপাশি ঈদে মুক্তি পাচ্ছে আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ, সবমিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’
এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।
এদিকে দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও ঢাকা-কলকাতা, দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করছেন। ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এবার ঈদেও থাকছে মিথিলার ধামাকা। তবে সিনেমা নয়, তিনি আসছেন তার অভিনীত আলোচিত্র সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিজন নিয়ে। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম সিজন।
সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। যেখানে অ্যালেন স্বপনের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। কে সে? কেনইবা স্বপনকে খুঁজছে মানুষটি? আরো অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকের মনে। সেসব প্রশ্নের উত্তর মিলবে এ সিজনে। এটি ঈদ উপলক্ষ্যে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তবে এখনও তারিখ এবং প্ল্যাটফর্ম চুড়ান্ত হয়নি।
সিরিজ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘প্রথম সিজনের মতো এবারও আমরা দারুণ একটি গল্প নিয়ে হাজির হব। আশা করছি এবারও দর্শক সিরিজটি খুব পছন্দ করবেন। কারণ টিমের প্রতিটি লোক দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছেন। তবে এখনই সিরিজে আমার অভিনীত চরিত্র ও গল্প নিয়ে কিছুই জানাতে চাই না। এতে মজা নষ্ট হয়ে যাবে।’
অন্যদিকে বেশ কয়েকটি নাটক ও সিনেমার পাশাপাশি ঈদে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ঈদে তিনি আসছেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েবফিল্ম নিয়ে। যা পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে ফারিণ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন।
সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা পড়ে যায় নদীতে। ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে সে। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে তাদের। সমান্তরালে উঁকি দেয় আদনান-সুইটির প্রেমও। এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটি খুব মিষ্টি একটি প্রেমের গল্প। নির্মাতা ও অপূর্ব ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। তাই এবারের অভিজ্ঞতাও ভালো। আশা করি ঈদ উৎসবে এটি দর্শকদের আনন্দ বাড়াবে।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

মির্জাপুরে মসজিদের ইমামের রাজকীয় বিদায়

মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, উত্তেজনা বাড়ছে

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে যা ছিলো

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাব মানছে না রাশিয়া

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

পাক-বাংলা সম্পর্ক এবং রুনা লায়লাকে নিয়ে কি বললেন শাহবাজ শরিফ!

রাজশাহীতে ঈদ জামাতে ভেদাভেদ ভুলে সম্প্রীতির জন্য দোয়া

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিং কংগ্রেসে বিল উত্থাপন

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর কমপক্ষে ৩২২ শিশু নিহত: ইউনিসেফ

যে কারণে ৭১’র জন্ম হয়, ঠিক একই কারণেই জন্ম হয় ২৪’র গণঅভ্যুত্থানের : ব্যারিস্টার ফুয়াদ

নাটোরে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ

গাজায় পর্যাপ্ত খাদ্যের ইসরায়েলি দাবি ‘হাস্যকর’: জাতিসংঘের সমালোচনা

আট মাস পর হাসান মাহমুদকে দেখা গেল লন্ডনে

ঈদ অনুষ্ঠানে ধর্ম নিয়ে মমতা ব্যানার্জীর মন্তব্যকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ জন

কবে মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’?

ধানের শীষে ভোট দেয়ায় নারীকে ধর্ষণ, বিচার চেয়েও পায়নি