ঈদের ছুটিতে দেখুন ৯ টি নতুন সিনেমা-সিরিজ

Daily Inqilab তরিকুল সরদার

২৯ মার্চ ২০২৫, ০২:১৮ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০২:১৮ পিএম

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’
'মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’, এমন জনপ্রিয় সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। রহস্য রেখে শেষ হয়েছিল সিরিজটি। শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই-বা স্বপনকে খুঁজছিল সে? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল ‘অ্যালেন স্বপন’কে নিয়ে নির্মিত প্রথম সিরিজ। সেসব রহস্যের জট এবার খুলেছে, ঈদ উপলক্ষে চরকিতে মুক্তি পাচ্ছে সিরিজটির দ্বিতীয় মৌসুম।

 

 

চট্টলার মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বেড়েছে স্বপনের কাজের পরিসর; বদলেছে কাজের ধরনও। সেটা কী জানতে আপনাকে দেখতে হবে পুরো সিরিজটি। ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া প্রথম মৌসুমের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় মৌসুমেও। এই মৌসুমে চমক হিসেবে রয়েছে সংগীতশিল্পী জেফার রহমান। সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন জেফার।

 

 

‘জিম্মি’
টাকার মধ্যে শুয়ে আছে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রুনা লায়লা। ছুটছে টাকার জন্য। সেই সঙ্গে তার জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। কোথায় পেল এত টাকা? এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলারজুড়ে। পুরো সিরিজ কেমন হলো, সেটা জানতে হইচইতে আপনাকে দেখতে হবে ‘জিম্মি’।

 

রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকে। সিরিজটি নিয়ে জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তা-ও আবার সিরিজ; তো নিপুণ যেভাবে যা যা বলেছে, আমি তা–ই তা–ই করেছি।’

 

 

‘হাউ সুইট’
আসন্ন ঈদে বঙ্গতে মুক্তি পাবে কাজল আরেফিন অমির ওয়েব সিনেমা ‘হাউ সুইট’। রোমান্টিক কমেডি ধাঁচের এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। সিরিজটি নিয়ে ফারিণ জানান, এটা পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। এ ধরনের রোমান্টিক কমেডি প্রথম করেছেন তিনি। মুক্তির পর সিনেমার টিজার নিয়ে আলোচনা হয়। এ সিনেমায় নির্মাতা যেভাবে বড় পরিসরে গল্প বলার চেষ্টা করেছেন, সেটার প্রশংসা করেছেন ভক্ত-অনুসারীরা। ঢাকা ও বরিশালের বেশ কয়েকটি জায়গায় ১৭ দিন ‘হাউ সুইট’-এর শুটিং করেছেন নির্মাতা। ‘হাউ সুইট’–এ অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।

 

 

‘হল্যান্ড’
গত কয়েক বছরে যেন নতুন করে নিজেকে ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান। প্রেক্ষাগৃহের সিনেমা, ওটিটির সিনেমা-সিরিজে নানা বৈচিত্র্যময় কাজে পাওয়া গেছে তাঁকে। নিকোলের নতুন সিনেমা ‘হল্যান্ড’। মিস্ট্রি থ্রিলার ঘরানার সিনেমাটি গত ২৭ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মিমি কেভ। চলতি মাসেই সাউথ বাই সাউথ উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির, সেখানে সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পায় ‘হল্যান্ড’। এক নারীর হঠাৎই মনে হয়, তাঁর স্বামী একটা ‘দ্বৈত’ জীবন কাটাচ্ছ। তবে ঘটনা যে তার চেয়েও ভয়াবহ, সেটা তিনি বুঝতেই পারেননি। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ১০৮ মিনিটের সিনেমাটি।

 

‘মুফাসা: দ্য লায়ন কিং’
১৯৯৪ সালের আলোচিত অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল এই ছবি। অনাথ সিংহশাবক মুফাসার সঙ্গে দেখা হয় তাকা নামে এক দয়ালু সিংহের। এরপর কী হয়, তা নিয়েই গত বছরের আলোচিত সিনেমা এটি। প্রেক্ষাগৃহের পর ২৬ মার্চ জিওহটস্টারে মুক্তি পেয়েছে সিনেমাটি। ব্যারি জেনকিন্স পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিল।

 

 

‘বিদুথালাই ২’
২০২৩ সাল মুক্তির পর ব্যাপক আলোচিত হয় ‘বিদুথালাই। এক স্কুলশিক্ষক কীভাবে জঙ্গিনেতা হয়ে উঠলেন, তা ধরা পড়বে এই ছবিতে। ‘জি ফাইভ’-এ ২৮ মার্চ মুক্তি পাবে ছবিটি। সেই তামিল সিনেমার সিক্যুয়েল এটি। ইতিহাসনির্ভর পলিটিক্যাল ক্রাইম থ্রিলারটি গত ৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর মোটামুটি ব্যবসা করে। এবার সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। ভেটরিমারান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, গৌতম মেনন, মঞ্জু ওয়ারিয়র।

 

 

‘কট’
আলোচিত মার্কিন থ্রিলার লেখক হারলান কোবেন। তাঁর লেখা ‘কট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে একই নামের থ্রিলার সিরিজটি। এটি ২৬ মার্চ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ছয় পর্বের থ্রিলার সিরিজটি পরিচালনা করেছেন মিগুয়েল কোহান ও হারমান গোল্ডফ্রিড। এতে অভিনয় করেছেন সোলেদাদ ভিল্লামিল, আলবার্তো আমান, হুয়ান মিনুহিন। সিরিজটির বড় অংশের শুটিং হয়েছে আর্জেন্টিনায়।

 

‘রিচার’আপাদমস্তক বোহেমিয়ান। তবে তিনি ঠিক হিমু নন। আগে ছিলেন মিলিটারি পুলিশের মেজর। অবসর নিয়ে বেছে নিয়েছেন ভবঘুরে জীবন। নিজের গাড়ি-বাড়ি নেই, ফোনও সেভাবে ব্যবহার করেন না। এ শহর, ও শহর ঘুরে বেড়ান। মন না টিকলে চড়ে বসেন বাসে, গন্তব্য নতুন শহর। কখনো হিচহাইকিং করেন। তবে তাঁর জীবন নির্বিবাদ নয়, মাঝেমধ্যেই জড়িয়ে পড়েন বড়সড় ঝামেলায়।

 

 

এসব ঝামেলার পেছনে কখনো থাকে তাঁর ‘অতীত জীবন’। তিনি রিচার, মেজর জ্যাক রিচার। তাঁকে নিয়ে নির্মিত সিরিজ ‘রিচার’-এর তৃতীয় মৌসুমের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। মুক্তির পরই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজের তালিকায় শীর্ষে উঠে এসেছিল সিরিজটি। ২৭ মার্চ এসেছে তৃতীয় মৌসুমের শেষ পর্ব। ব্রিটিশ লেখক লি চাইল্ডের উপন্যাসের চরিত্র জ্যাক রিচার। জনপ্রিয় এ চরিত্র নিয়ে এ পর্যন্ত ৩০টির মতো উপন্যাস লিখেছেন চাইল্ড। এ সিরিজ উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে অ্যামাজনের সিরিজটি।

 

এবারের গল্প শুরু হয় এক ধনকুবেরের কলেজপড়ুয়া সন্তানকে অপহরণের চেষ্টা দিয়ে। রিচার অকুস্থলেই ছিলেন, ধনকুবেরের সন্তানকে বাঁচান। এরপর হাজির হন সেই ধনকুবেরের বাড়িতে। আস্থা অর্জন করে সেই ধনকুবেরের সন্তানের দেহরক্ষী হিসেবে নিয়োগ পান। পরে জানা যায়, এটা আসলে এফবিআইয়ের পরিকল্পনার অংশ। বিশেষ উদ্দেশ্য নিয়ে রিচারকে ধনকুবেরের বাড়িতে পাঠিয়েছে সংস্থাটি। কিন্তু সময় যত যায়, রিচারের কাজ জটিল হতে থাকে। তিনি কিছুই কিনারা করতে পারেন না। শেষ পর্যন্ত কীভাবে তিনি রহস্যের ভেদ করবেন, সেটা নিয়েই এগিয়ে যায় গল্প। সিরিজের ‘রিচার’ চরিত্রে আগের মতোই দেখা গেছে অ্যালান রিটসনকে।

 

‘দেবা’
২০১৩ সালে মালয়ালম সিনেমা ‘মুম্বাই পুলিশ’ মুক্তির পর ব্যাপকভাবে সমাদৃত হয়। প্রায় এক যুগ পর সেই সিনেমার হিন্দি রিমেক নির্মিত হয়েছে। ছবিটি বানিয়েছেন মূল সিনেমার পরিচালক রোশান অ্যান্ড্রুজ। এতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর। আরও আছেন পূজা হেগড়ে। বক্স অফিসে ডাহা ফ্লপ করলেও ছবিতে শহীদ কাপুরের পারফরম্যান্স প্রশংসিত হয়। ‘দেবা’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সিনেমার গল্প মুম্বাই পুলিশের এসিপি দেব আম্ব্রেকে (শহীদ কাপুর) নিয়ে। এক দুর্ঘটনায় তার স্মৃতিশক্তি আংশিকভাবে লোপ পায়। দুর্ঘটনার আগে সে ডিসিপি ফারহান খানের সঙ্গে ফোনে কথা বলছিল। সে ফারহানকে জানায় যে সে তাদের বন্ধু, এসিপি রোহান ডিসিলভার হত্যা মামলা সমাধান করেছ। কিন্তু খুনির নাম প্রকাশ করার আগেই দুর্ঘটনাটি ঘটে, দেবের স্মৃতিশক্তি লোপ পায়। এরপর কী হয়, তা নিয়েই এগিয়ে গেছে সিনেমাটির গল্প।


বিভাগ : বিনোদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কবে মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’?
পাইরেসির কবলে 'বরবাদ',ফাঁস হয়েছে একাধিক লিংক
ঈদের দ্বিতীয় দিনে পর্যটকে মুখরিত সাগরকন্যা কুয়াকাটা
নিউইয়র্কে আয়োজিত হবে 'বাংলাদেশ ডে প্যারেড-২০২৫'
ঈদে ভক্তদের কি বার্তা দিলেন চার খান?
আরও
X

আরও পড়ুন

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২৭০০ ছাড়াল

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২৭০০ ছাড়াল

৩২ শহীদ পরিবারের সঙ্গে জামায়াত আমিরের ঈদ উদযাপন

৩২ শহীদ পরিবারের সঙ্গে জামায়াত আমিরের ঈদ উদযাপন

ঘিবলি ট্রেন্ডে গা ভাসিয়েছেন? দেখুন কোন বিপদ ডেকে এনেছেন আপনি!

ঘিবলি ট্রেন্ডে গা ভাসিয়েছেন? দেখুন কোন বিপদ ডেকে এনেছেন আপনি!

জাপানে মেগা ভূমিকম্পের শঙ্কা, ৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

জাপানে মেগা ভূমিকম্পের শঙ্কা, ৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু

লোহাগড়ায় ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লোহাগড়ায় ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

মির্জাপুরে মসজিদের ইমামের রাজকীয় বিদায়

মির্জাপুরে মসজিদের ইমামের রাজকীয় বিদায়

মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, উত্তেজনা বাড়ছে

মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, উত্তেজনা বাড়ছে

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে যা ছিলো

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে যা ছিলো

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাব মানছে না রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাব মানছে না রাশিয়া

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

পাক-বাংলা সম্পর্ক এবং রুনা লায়লাকে নিয়ে কি বললেন শাহবাজ শরিফ!

পাক-বাংলা সম্পর্ক এবং রুনা লায়লাকে নিয়ে কি বললেন শাহবাজ শরিফ!

রাজশাহীতে ঈদ জামাতে ভেদাভেদ ভুলে সম্প্রীতির জন্য দোয়া

রাজশাহীতে ঈদ জামাতে ভেদাভেদ ভুলে সম্প্রীতির জন্য দোয়া

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিং কংগ্রেসে বিল উত্থাপন

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিং কংগ্রেসে বিল উত্থাপন

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর কমপক্ষে ৩২২ শিশু নিহত: ইউনিসেফ

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর কমপক্ষে ৩২২ শিশু নিহত: ইউনিসেফ

যে কারণে ৭১’র জন্ম হয়, ঠিক একই কারণেই জন্ম হয় ২৪’র গণঅভ‍্যুত্থানের : ব্যারিস্টার ফুয়াদ

যে কারণে ৭১’র জন্ম হয়, ঠিক একই কারণেই জন্ম হয় ২৪’র গণঅভ‍্যুত্থানের : ব্যারিস্টার ফুয়াদ

নাটোরে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ

নাটোরে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ

গাজায় পর্যাপ্ত খাদ্যের ইসরায়েলি দাবি ‘হাস্যকর’: জাতিসংঘের সমালোচনা

গাজায় পর্যাপ্ত খাদ্যের ইসরায়েলি দাবি ‘হাস্যকর’: জাতিসংঘের সমালোচনা