বিলি আইলিশের অভিনয়েও মুগ্ধ ভক্তরা
২৫ মার্চ ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম

সাত পর্বের ‘সোয়ার্ম’ সিরিজটি শুক্রবার এসেছে প্রাইম ভিডিওতে। যুক্তরাষ্ট্রের পপ তারকা বিলি আইলিশের ক্যারিয়ারে এবার যুক্ত হল অভিনয়। লেখক-নির্মাতা-প্রযোজক ডোনাল্ড গ্লোভারের থ্রিলার সিরিজের একটি পর্বে অভিনয় করেছেন গ্র্যামি জয়ী এই তরুণ শিল্পী। সিএনএন জানিয়েছে, সাত পর্বের ‘সোয়ার্ম’ সিরিজটি শুক্রবার এসেছে প্রাইম ভিডিওতে। সেখানে আমেরিকান অভিনেত্রী ডমিনিক ফিশব্যাক ‘ড্রে’ মানসিক ভারসাম্য হারানো এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন, তার সহঅভিনেত্রী হয়েছেন আইলিশ। সিরিজের গল্পে দেখা যায়, ড্রে’র পপ তারকা নি’জাহর প্রতি এধরনের মুগ্ধতার ‘ঘোর’ কাজ করে। কিন্তু সেই ঘোর স্বাভাবিকতা হারিয়ে এক সময়ে মোড় নেয় হিং¯্রতায়। কোনও তারকার প্রতি অন্ধ ভালোবাসার নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে ‘সোয়ার্মের’ ওই পর্বে। আইলিশ ছাড়াও মার্কিন গায়ক ক্লো ব্লেইলি, তারকা ড্যামসন ইদ্রিস এবং অভিনেতা রিকি টমসনসহ বিনোদন দুনিয়ার অনেককেই পাওয়া গেছে বিশেষ পর্বটিতে। ডমিনিক ফিশব্যাকের সঙ্গে অভিনয়ের একটি ছোট ভিডিও আইলিশ শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়, কিছুটা ‘অপ্রকৃতস্থ’ চেহারার ড্রের সঙ্গে (ডমিনিক ফিশব্যাক) আইলিশের কথোপকথন। আইলিশকে ড্রে বলছেন, তিনি দেখেছেন মেঝেতে দুধ ছড়িয়ে পড়েছে। দুধের রঙ কেমন ছিল আইলিশ জানতে চাইলে ড্রে বলেন, ‘লাল’। ফিসফিসিয়ে আইলিশ জানতে চান, ড্রে কি কাউকে আঘাত করেছে? ড্রে বলেন, হ্যাঁ। হাসতে হাসতে আইলিশের প্রতি উত্তর, খুব ভালো। আইলিশের অভিনয়ের প্রশংসার অজ¯্র মন্তব্য এসেছে ভক্ত, সহতারকাদের কাছ থেকে। গায়িকা লেনসি আব্রামস লিখেছেন, ওহ! আমি আচ্ছন্ন! অভিনেত্রী ক্যাথরিন নিউটনের মরুব্য, অন্য আইলিশ, দারুণ। ‘সোয়ার্মের’ সহ-নির্মাতা জ্যানিন নাবারস জানিয়েছেন, বলার ভাষা নেই, চরিত্রায়ন ভালো হয়েছে। নাবারস বলেন, আইলিশের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি অভিনয় করতে আগ্রহী কি না। তিনি সানন্দে রাজি হলেন। চরিত্রটি করার জন্য আরও অনেককেই ভাবা যেত। কিন্তু এমন কাউকে খুঁজছিলাম যিনি নানামাত্রিক কাজ করেন। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অ্যাকাউন্ট মুছে দিয়ে আলোচনায় এসেছিলেন আইলিশ। তবে ইদানীং ইনস্টাগ্রামে অনিয়মিতভাবে দেখা যাচ্ছে এই সংগীত শিল্পীকে। তার ভাষ্য ছিল, তথ্য যাচাই-বাছাই না করে মানুষ সম্পর্কে অনেক কথা, ছবি ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায়, যা ক্যারিয়ারতো বটেই ব্যক্তিজীবনকেও তিক্ত করে তোলে। আইলিশ জানিয়েছিলেন, আগে তিনি ‘বোকার মত’ সব তথ্য বিশ্বাস করতেন; পরে লক্ষ্য করেছেন সেসবের বেশিভাগ ভুয়া। সম্প্রতি ‘কোনান ওব্রায়ান নিডস আ ফ্রেন্ড’ পডকাস্টে হাজির হয়েছিলেন আইলিশ। পডকাস্টটি আগামী ২৭ মার্চ মুক্তি পাবে, যেখানে ব্যক্তিগত জীবন, গানসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন বিলি আইলিশ।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

রুদ্ধশ্বাস ফাইনাল শেষ বলে জিতে ধোনিকে রাজকীয় বিদায় দিল চেন্নাই

১৫ বছর পর বন্ধ হলো বেইজিং এলজিবিটি সেন্টার

সাগরে চীনকে প্রতিরোধে ফিলিপিন্স কৌশলের মূল খেলোয়াড় ভিয়েতনাম

পঙ্গপালের আক্রমণে বিশাল ক্ষতিতে আফগান কৃষকরা

‘পাকিস্তানে আজ নৈরাজ্য, বেকারত্ব সাধারণ ব্যাপার’

চলতি অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ০.২৯ শতাংশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

কানাডায় ছুরিকাঘাতে শিখ নারী খুন

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ

সংঘাত নয় শান্তিপূর্ণ সমাধান চাই : প্রধানমন্ত্রী

মার্কিন ভিসা নীতিতে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে

কিসের জাদুতে আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপরই বড় চাপ সৃষ্টি করেছে

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ বিশেষ প্রতিবেদক শ্যুটারের উদ্বেগ

বাজেটের পর জ্বালানির দাম সমন্বয়

টিভিতে দেখুন

মেয়র তাপসকে গ্রেফতার দাবি

বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন ছোটন

নেইমারহীন ব্রাজিলে নতুনের ছড়াছড়ি

লেস্টারের অবনমন টিকে রইল এভারটন