অভিনয় করতে গিয়ে শরীরের ১০টি হাড় ভেঙেছে হ্যালি বেরির
দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে শরীরের ১০টি হাড় ভেঙেছে মার্কিন অভিনেত্রী হ্যালি বেরির। ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, ‘জেমস বন্ড’ সিরিজের মতো সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। ওনটফ্লিক্সকে দেওয়া সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী হ্যালি বেরি জানান, ‘আমার হাত ভেঙেছে, দুইবার পাঁজর ভেঙেছে। একবার একসঙ্গে দুই পাঁজর ভেঙেছিল।...