মারা গেছেন 'ব্যাটম্যান'-'জিম মরিসন' চরিত্রে অভিনয় করা ভ্যাল কিলমার
হলিউডের অন্যতম প্রতিভাবান ও বহুমুখী অভিনেতা ভ্যাল কিলমার, যিনি ‘দ্য ডোর্স’-এ জিম মরিসন ও ‘ব্যাটম্যান ফরএভার’-এ ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বিখ্যাত এই তারকা গতকাল(মঙ্গলবার) লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বিখ্যাত এই তারকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে মার্সিডিস কিলমার। কিলমার জানান, নিউমোনিয়ার কারণে অভিনেতার মৃত্যু হয়েছে। ২০১৪ সালে তার কণ্ঠনালির ক্যান্সার ধরা...