শীতে অবসর সময়কে কাজে লাগাতে দেখতে পারেন আলোচিত পাকিস্তানি ৭ সিরিজ
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম
কোভিড ১৯ এর সময়ে গৃহবন্দী কোটি কোটি মানুষের জীবনে যেন বিনোদন বলতে ছিল নিয়মিত সিরিজ দেখা। দেশি সিরিজের পাশাপাশি বিভিন্ন বিদেশি সিরিজের প্রতি বেশ ঝোক দেখা যায় আজকাল। গত কয়েক বছরে কে-ড্রামা, থাই, টার্কিশ এবং ফিলিপিনো সিরিজের জনপ্রিয়তা বেড়েছে ব্যাপক হারে । আবার অনেক দর্শকের পছন্দ পাকিস্তানি সিরিজ। কয়েক বছর ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে দেশটির কয়েকটি সিরিজ। এগুলো জনপ্রিয়তার পর অনেক দর্শক পুরোনো পাকিস্তানি সিরিজও খুঁজে দেখেছেন। মূলত রোমান্টিক, পারিবারিক ও ড্রামা ঘরানার সিরিজগুলো জনপ্রিয় হয়েছে। সম্প্রতি জিও নিউজ এমন সাতটি সিরিজকে নিয়ে একটি প্রতিবেদন করেছে। চলুন জেনে নেওয়া যাক সিরিজগুলো সম্পর্কে।
‘হামসাফার’
২০১১ সালে মুক্তি পাওয়া 'হামসাফার' সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ওই সময়কে বলা হতো পাকিস্তানের টিভি চ্যানেলের স্বর্ণযুগ। সিরিজটির গল্পে দেখা যায়, পারিবারিক কারণে বাধ্য হয়ে বিয়ে করতে হয় আজহার ও খাইরাদকে। প্রথম দিকে মানিয়ে নিতে পারছিল না দুজনেই। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান।
‘ভেরি ফিল্মি’
ইদুল ফিতরের রোজা উপলক্ষে হাম টিভিতে মুক্তি পায় সিরিজটি। হাম টিভিতে প্রচারের পর জনপ্রিয়তা পায় আলী হাসানের সিরিজটি। এতে অভিনয় করেন দানানির মবিন, আমির জিলানি, বুশরা আনসারি, মিরা শেঠি প্রমুখ।
‘বারজাখ’
এ বছরের তুমুল জনপ্রিয় সিরিয়াল 'বারজাখ'। ফ্যান্টাসি ড্রামা ঘরানার এ সিরিজের লেখক ও নির্মাতা আসিম আব্বাসি। ফাওয়াদ খান ও সোনম সাঈদ অভিনীত সিরিজটির ছয় পর্ব গত ১৯ জুলাই প্রিমিয়ার হয়। এটি পাকিস্তানের জিন্দেগি চ্যানেলের সঙ্গে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভেও মুক্তি পায়। ২০১৩ সালে তুমুল জনপ্রিয় সিরিজ ‘জিন্দেগি গুলজার হ্যায়’-এ অভিনয় করেছিলেন ফাওয়াদ ও সোনম। নতুন করে এই সিরিজে আবারও দেখা গেছে এই জুটিকে।
‘কাভি ম্যায় কাভি তুম’
বর্তমান সময়ে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের একটি ‘কাভি ম্যায় কাভি তুম’। এআরওয়াই ডিজিটাল চ্যানেলে ৩৪ পর্বের এ ধারাবাহিকের প্রচার শুরু হয় গত জুলাই মাসে, শেষ হয়েছে নভেম্বরের শুরুর দিকে। এটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে এর শেষ পর্ব সিনেমা হলে প্রচারের সিদ্ধান্ত নেন নির্মাতারা। করাচি, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদসহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহগুলোয় আগেভাগেই শেষ হয়ে যায় শো এর টিকিট। রোমান্টিক গল্পের সিরিয়ালটি আইএমডিবিতে ৯.১ রেটিং পেয়েছে, যা যেকোনো পাকিস্তানি কনটেন্টের ক্ষেত্রে রেকর্ড। সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির।
‘পারিজাদ’
২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হাম টিভিতে প্রচারিত হয়েছিল ‘পারিজাদ’।দর্শকেরা মুগ্ধ হয়েছিলেন সহজ–সরল পরিশ্রমী যুবক পারিজাদের গল্পে। কীভাবে সে বারবার পরাজিত হয়েও, বিশ্বাসঘাতকতার শিকার হয়েও, নিজের পথে আস্থায় অবিচল থাকে; সেই গল্প উঠে এসেছে এতে। পারিজাদ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ আলী আকবর।
‘আলিফ’
পাকিস্তানি উঠতি তারকা মোমেনা ও সফল চিত্রপরিচালক মোমিনের নিজেদের জার্নি, ক্যারিয়ার, পরিবার ও ধর্মীয় বিশ্বাসের গল্প উঠে এসেছে এই সিরিয়ালে। ২০১৯ সালের অক্টোবরে জিও টিভিতে এসেছিল ‘আলিফ’। অল্পদিনেই মধ্যেই সিরিজটি দর্শকদের ব্যাপক ভালোবাসা অর্জন করে। জীবনের রসদ খুঁজে পাওয়া বা বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় সিরিয়ালটি। সিরিজটিতে অভিনয় করেছেন পেহলাজ হাসান, হামজা আলী আব্বাসি, সজল আলী প্রমুখ।
‘সুনো চান্দা’
২০১৮ সালে মুক্তি পাওয়া সিরিজটি হাম টিভিতে প্রচারিত হয় ৩০ টি পর্বে। পরের বছর আসে সুনো চান্দার দ্বিতীয় মৌসুম। বিয়ে ঠেকাতে পরস্পরের বিরুদ্ধে দুই তরুণের ষড়যন্ত্র নিয়ে এগিয়েছে সিরিজটির গল্প। সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইকরা আজিজ ও ফারহান সাঈদ।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প