নতুন বছর ঘিরে তারকাদের প্রত্যাশা ও শুভেচ্ছা বার্তা
০১ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম
নতুন একটি বছর মানেই নতুন ভোর, নতুন স্বপ্ন আর পৃথিবীটাকে নতুন করে দেখা। নতুন বছর নিয়ে মানুষের মধ্যে থাকে নানা রকম উত্তেজনা-উন্মাদনা। সেই উন্মাদনাকে আরও বেশি উৎসবমুখর করে তোলে শোবিজের তারকারা। ছোট পর্দা, বড় পর্দা, দেশের সংগীত অঙ্গন সেজে ওঠে নতুন জাঁকজমকতায়। তারকারা নতুন সাজে সেজে প্রিয় ভক্তদের জানান জানান মাধ্যমে শুভেচ্ছা বার্তা। এবারও হয়নি তার ব্যতিক্রম। নতুন বছর উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অসংখ্য তারকা।
দেশের নন্দিত উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। বর্তমানে সামাজিক মাধ্যমে বেশ সরব গুণী এই উপস্থাপক্। নতুন বছরে তিনি তার ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- ‘এই নতুন বছরে আমাদের আশা-মানুষে মানুষে বাড়বে ভালোবাসা। মনের বন্ধ দুয়ার খুলে, হিংসা-বিদ্বেষ ভুলে এগিয়ে যাব সামনের দিকে, সম্ভাবনার দিকে। দেশকে ভালোবেসে, দেশের নিজস্ব সংস্কৃতির ধারায় জেগে উঠব আমরা। কামনা করছি, বিশ্বময় মানুষ আরও মানবিক হয়ে উঠুক।’
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। নিজ মেধা এবং অভিনয় দক্ষতায় তিনি দেশের ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে তৈরি করেছেন আলাদা নজির। এই মেগাস্টার তার ভ্যারিফায়েড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভক্তদের। পোস্টে তিনি লেখেন, 'সবাইকে জানাই নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চললো। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন - এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।' এদিকে দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দিন কয়েক আগে একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী অনুরোধ জানিয়েছিলেন বাজি, পটকা না ফুটাতে। প্রকৃতি প্রেমী জয়া নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তার ভক্তদের জন্য একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, 'নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করেত চাই একসাথে। কিন্তু আমাদের এ আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।'
আরেকদিকে জনপ্রিয় নির্মাতা এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নতুন বছরের প্রথম দিনে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে, তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারও আনন্দের বিনাশ আমি কখনোই চাই না। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি- তোদের অসভ্যতার শেষ হোক, শেষ হোক, শেষ হোক! আরেক পোস্টে অভিনেতা সিয়াম আহমেদ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটি নি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।
এই বছরের সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি। আপনারা সিনেমাহলে আসবেন, আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমাহলে বসে, এটাই আমার কামনা। ‘জংলি’ আসছে, আসছে দারুণ চমক নিয়েই, ২০২৫ সালে। হ্যাপি নিউ ইয়ার' জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের ছোটবোন মালাইকা চৌধুরী। সম্প্রতি ছোট পর্দায় অভিষেক হওয়া মালাইকা তার সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার ২০২৫! এই নতুন বছরে সবার সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। ' এছাড়া অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার নতুন কাজের পোস্টার শেয়ার করে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার ঢালিউডের বিউটি কুইন চিত্রনায়িকা পূর্নিমা লিখেছেন, নতুন বছর বয়ে আনুক আনন্দ, বড় স্বপ্ন এবং সুন্দর মূহুর্ত। হ্যাপি নিউ ইয়ার!
সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত অনুরাগীদের। আমিন জুয়েলার্সের অফিসিয়াল পেইজ থেকে অভিনেত্রী ঐ বার্তায় বলেন, ' ২০২৪ সালটা আমাদের সবার জন্য ছিল বেশ চ্যালেঞ্জের। আসুন পুরনো ব্যথা ভুলে সামনে এগিয়ে যাই নতুন প্রত্যয়ে।' মুমতাহিনা চৌধুরী টয়া এক ভিডিও বার্তায় বলেন, '২০২৪ সালটা আমাদের সবার জন্য একটু উপর-নিচ গিয়েছে। আশা করছি অতীতের বেদনা ভুলে গিয়ে সামনে আপনাদের অনেক ভালো সময় কাটুক। হ্যাপি নিউ ইয়ার'
ছোট পর্দার ব্যাপক জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা এবং দিয়েছেন আগামী সুন্দর, শান্তির ও সমৃদ্ধির বার্তা। আরেকদিকে গতকাল রাত থেকেই মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে বাংলা ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। নতুন বছর নিয়ে তার মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, ‘স্টেজ শোয়ের মাধ্যমে নতুন বছর শুরু করেছে নগরবাউল, যা চলবে বছরজুড়ে। আমরা প্রত্যাশা করি নতুন বছর হবে শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ এক বাংলাদেশ। ব্যান্ডের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।'
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতীয় ভিসা সঙ্কটের কারণে চিকিৎসা নিতে বাংলাদেশী রোগীরা বিপাকে
ওসমানীনগরে সাবেক ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আনা মিয়া গ্রেফতার
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে জনতার বাজার
কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার
পটুয়াখালীতে অস্ত্রের মুখে কর্মচারীদের বেঁধে রেখে টাকা লুট ও ব্যবসায়ী অপহরণ
দূর থেকেই শত্রুর সাবমেরিন নিশ্চিহ্ন করতে পারবে সউদি
মধ্যরাতে নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
গ্রিনল্যান্ডের স্বাধীনতার আহ্বান, ডেনমার্ক থেকে মুক্তি চায় প্রধানমন্ত্রী মিউতে এগেদে
কিশোরগঞ্জে শীতের বাহারি পিঠা বিক্রির ধুম...
বিদায় বেলায় ইরানের পরমানু স্থাপনায় হামলার খায়েস বাইডেনের
‘এইচএমপিভি’ এশিয়ায় নতুন ভাইরাসের আতঙ্ক
বর্ষবরণ অনুষ্ঠানে হামলা : নিউ অরলিন্স সফরে যাচ্ছেন বাইডেন
বিয়ে করেছেন তাহসান খান, নতুন বছরের সেরা চমক
মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প–সমর্থিত মাইক জনসন স্পিকার পদে পুনরায় নির্বাচিত
ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ১৯ চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেফতার
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি নিয়ে জার্মানিকে রাশিয়ার হুঁশিয়ারি
আজ ঢাকায় উঁকি দিতে পারে সূর্য, বাড়তে পারে তাপমাত্রা
চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
সউদী আরবের সিরিয়ার পুনর্গঠনে সমর্থন,পাশে থাকার প্রতিশ্রুতি