সাইফের হামলাকারী বাংলাদেশি?
১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫০ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০২ পিএম
নিজেদের মধ্যই যেন দ্বিধাবিভক্ত ভারতীয় মিডিয়াগুলো। একই বিষয়ে মিডিয়াগুলো দিচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য। পৃথিবী ব্যাপী গুজবের জন্য ভারত ইতোমধ্যেই প্রথম স্থানে রয়েছে। এবার যেন সেই বিষয়টি আরও একবার প্রমান দিলেন বি-টাউনের নবাব খ্যাত অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় আটক করা হয়েছে হামলাকারীকে। রোববার (১৯ জানুয়ারি) ভোরে তাকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় এমন দাবি করেছে দ্য হিন্দুস্তান টাইমস।
সংবাদ মাধ্যমটির বরাতে জানা যায়, এ বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার ভয়ে মোহম্মদ সাজ্জাদ নামের ওই আততায়ী নিজের নাম পরিবর্তন করে সকলকে বিজয় দাস হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এদিকে দেশটির প্রথম সারির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে ভিন্ন কথা। আর তাতেই সন্দেহের উদ্রেগ ঘটেছে সকলের মধ্যে। গণমাধ্যমটি বলছে আততায়ীর নাম মোঃ শরিফুল ইসলাম সেজাদ। আবার অন্যান্য ভারতীয় মিডিয়ায় তার নাম দাবি করা হচ্ছে মোহম্মদ ইলিয়াস। এমনকি টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, মুম্বাই পুলিশের দাবি, আততায়ী বাংলাদেশ থেকে এসেছে গত ৬ মাস আগে তারা এমনটাই ধারণা করছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তারা কিভাবে নিশ্চিত হলো যে, হামলাকারী বাংলাদেশি?
যেখানে দেশটিতে প্রকাশ্যে মুসলিম তারকাদের হত্যার হুমকি দেয় 'শিব সেনা' নামক চরমপন্থী হিন্দু জঙ্গিরা এবং তথাকথিত গ্যাংয়ের আড়ালে কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা সেই বিষয়টিকে আড়ালে রাখতেই কি দেশটির মিডিয়ার এমন প্রোপাগাণ্ডা?
পুলিশ বলছে আততায়ীর কাছে পর্যাপ্ত কার্যকরী পরিচয়পত্র নেই। তার মানেই কি সে বাংলাদেশি? আদতে নিজেদের নোংরামি এবং মুসলিম বিদ্বেষী কার্যকলাপ ঢাকতে নতুন নাটক শুরু করেছে মোদি প্রশাসন। তাছাড়া, হাসিনার বিদায়ের পর থেকে ভালো যাচ্ছে না দুই দেশের আন্তঃ সম্পর্ক। এছাড়া সম্প্রতি সিমান্ত উত্তেজনা বেড়েই চলেছে। এমনকি বাংলাদেশের ভূ-খন্ডে হাত বোমা এবং সাউন্ড গ্রেনেডের হামলা করেছে বিএসএফ।
দ্য হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, মুম্বাই পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিলেন তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পক্ষান্তরে টাইমস অব ইন্ডিয়া দাবি করছে আততায়ীকে ট্রেন থেকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া গণমাধ্যমটি দাবি করছে যে, আকাশ কানোজিয়া নামে আরও একজন আততায়ীকে ছত্তিসগড় থেকে আটক করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যেখানে অন্যান্য সংবাদ মাধ্যমে সেই তথ্য আসেনি।
এছাড়া পুলিশ দাবি করছে, ওই যুবকের কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অনেকগুলো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে এবং সেটা দেখে তারা নিশ্চিত হয়েছেন যে এই অস্ত্রগুলো বাংলাদেশি! এমন ধরনের কথা কোন রকম তথ্য-প্রমান ছাড়া কিভাবে একটি দেশের পুলিশ বলতে পারে তা কোনভাবেই বোধগম্য নয়। যা নিয়ে উদ্রেগ জানিয়েছে নেটিজেনরা। অনেকেরই দাবি ভারতীয় মুসলিম বিদ্বেষমূলক আচরণ ধরা পরে গেছে। তাই নিজেদের সন্মান বাঁচাতে বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী দেশটি। দেশটির ক্ষমতাসীন দল বিজেপি সবসময়ই মানুষের আবেগকে নিয়ে রাজনীতি করে। দেশটির সাধারণ জনগণের মাঝে ঘৃণা ছড়ানোর জন্য এমন নোংরা রাজনীতি করছে এই গেরুয়া সন্ত্রাসীরা এমনটাও বলছেন অনেকে।
প্রসঙ্গত, অভিযুক্ত যুবক ধরা পড়ার পর পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিই সাইফ এবং কারিনার বাড়িতে প্রবেশ করেছিলেন এবং তাদের উপর হামলা করেছিলেন। এদিকে কেন এই আকস্মিক হামলা সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত
হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি