স্যোশাল মিডিয়ায় হাইপ তুলেছে রণবীর-আমিরের বাগবিতণ্ডা
১৩ মার্চ ২০২৫, ০৬:৩৯ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০৬:৩৯ পিএম

সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট সবাইকে জানিয়েছিলেন, খুব শীঘ্রই বেশ বড়সড় রকম একটা যুদ্ধে নামবেন বি-টাউনের দুই তারকা রণবীর কাপুর এবং আমির খান। আলিয়ার এমন বক্তব্য দেখে অনেকেই ধারণা করেছিল হয়তো নতুন সিনেমা আসতে চলেছে, কেউ আবার ভেবেছিলেন কোনও মিউজিক ভিডিওর কথা হয়তো বলছেন আলিয়া।
ভিডিওটিতে একটি বিরাট বড় পোস্টার সবার সামনে এনেছিলেন আলিয়া, যেখানে আমির এবং রণবীরের ছবি ছিল এবং নিচে বড় বড় করে লেখা ছিল AK Vs RK। কৌতুহলী ভক্তদের উদ্দেশ্যে আলিয়া এও বলেছিলেন, আগামীকাল অর্থাৎ ১২ মার্চ আসল ঘটনা দেখতে পাবে সবাই।
ঘটলোও তাই,আলিয়ার কথামতোই গতকাল (১২ মার্চ) সোশ্যাল মিডিয়ায় আলিয়া একটি ভিডিও পোস্ট করেন, যেটি দেখে আসল ঘটনা যে কি, তা বোধগম্য হয় সকলের। কী এমন আছে ভিডিওতে? সত্যিই কি আমির এবং রণবীরের মধ্যে সমস্যা রয়েছে? যদি তাই হয়, সমস্যার সমাধান কি হল আদৌ? হলেও কীভাবে?
স্যোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ আমিরকে বলেন, ‘একটি ছবি তোলা যাবে?’ আমির বলেন, ‘হ্যাঁ, কেন নয়?’ আমিরের কথার উত্তরে ঋষভ বলেন, ‘আসলে রণবীরের সঙ্গে ছবি তুলতে চাই।’ আমির হেসে বলেন, ‘একদম। শুধু ছবি কেন, আমি বললে ও তোমাকে চুমুও দিয়ে দেবে।’
এরপর আমির ঋষভকে নিয়ে রণবীরের কাছে যেতেই রণবীর আমিরকে নমস্কার জানান। আমির হেসে ঋষভকে বলেন, ‘এই যে নতুন প্রজন্মের সবথেকে বড় তারকা রণবীর সিং।’ আমিরের কথা শুনেই রণবীর কাপুর রেগে যান। আমিরের পাশে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা সঙ্গে সঙ্গে আমিরকে ফিসফিস করে বলেন, ‘উনি সিং নন, কাপুর।’ অপ্রস্তুত হয়ে আমির বলেন, ‘ওই একই হল। দুজনেই হ্যান্ডসাম। দুজনেই ভীষণ ভালো।’
এদিকে আমির যতই রণবীরকে ভালো বলুন না কেন, রণবীর কিন্তু মোটেও খুশি হননি। আমিরের কথায় বিরক্ত হয়ে পাশে দাঁড়িয়ে থাকা হার্দিক পান্ডিয়াকে বলেন, ‘আমাকে কীভাবে সিং বললেন? এবার আমি যদি ওনাকে সালমান বলি?’ রণবীরের কথা শুনতে পেয়ে আমির মজা করে বলেন, ‘তুমি আমাকে সালমান বলে ডাকতেই পারো, তবে দয়া করে আরবাজ বলো না।’
আমিরের কথা শেষ হতে না হতেই পেছনে দাঁড়িয়ে থাকা আরবাজ বলেন, ‘সোহেল বলতে পারতে।’ এদিকে আমিরের ওপর রাগ করে ওয়াশরুমে গিয়ে গজগজ করতে করতে রণবীর যেই বলে ওঠেন, ‘উনি আমাকে খুব হিংসা করেন। আসলে উনি শুধু খান, আর আমি খানদান।’ রণবীরের কথা শেষ হতেই পাশে দাঁড়িয়ে থাকা জ্যাকি শ্রফ বলে ওঠেন, ‘বিরু টিসু দাও, ইস্যু দিও না।’
এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখনই আমির বলে ওঠেন, ‘এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিসের কালেকশনের থেকেও বড়।’ আমিরের এই কথায় আর নিজেকে ধরে রাখতে না পেরে রণবীর চিৎকার করে বলেন, ‘আমি শুনতে পাচ্ছি কালা নই।’ এরপরেই বোঝা যায় আসল ঘটনা কি।
প্রসঙ্গত, ২ মিনিট ২৫ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি ছিল ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন গোটা ভিডিওতে প্রত্যেকটি কথায় ফুঁটে উঠেছে মজা। একটি বিজ্ঞাপন যে এত আকর্ষণীয় হতে পারে তা কল্পনাও করতে পারেনি দর্শকরা। বিজ্ঞাপনটি দেখে একজন মন্তব্য করে লিখেছেন, ‘অসাধারণ লাগলো।’ অন্য একজন লিখেছেন, ‘আন্দাজ আপনা আপনা' সিনেমার কথা মনে পড়ে গেল।’ কেউ কেউ আবার এও লিখেছেন, ‘আজকাল অভিনেতাদের থেকে ক্রিকেটার ভালো অভিনয় করেন।’ সব মিলিয়ে এই মজার কনটেন্টটি বেশ ভালো লেগেছে নেটনাগরিকদের।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

বাংলা সন ও সাংস্কৃতিক লড়াই

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষন মামলার চার্জশিট দাখিল

‘জয় শ্রীরাম’ শ্লোগান দেয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল

ঝিনাইগাতীতে কুয়া খননকালে অক্সিজেনের অভাবে দুই ভাইয়ের মৃত্যু, আহ ১ জন

মহিলাদের মাথার ঝরে যাওয়া চুল বিক্রি করা প্রসঙ্গে?