সাদা শাড়িতে ফিল্মফেয়ারে নজর কেড়েছিলেন জয়া

Daily Inqilab বিনোদন ডেস্ক

১২ মার্চ ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৮:২৭ পিএম

ভারতের অন্যতম আলোচিত অ্যাওয়ার্ডস হলো ‘ফিল্মফেয়ার’। বলিউডের পাশাপাশি গত পাঁচ বছর এটি অনুষ্ঠিত হয় কলকাতায়ও। টলিউডের সিনেমাগুলোকে দেওয়া হয় এই পুরস্কার। গত ১০ মার্চ কলকাতায় এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে প্রদান করা হয়েছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’। নাচে গানে জমজমাট হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। এবারের আসরে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এবার তিনি ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। এবারের আগের তিনটি আসরেই সেরা অভিনেত্রী হিসেবে এই পদক জয় করেছেন জয়া আহসান। দুইবার জনপ্রিয় বিভাগে, শেষবার সমালোচক বিচারে ফিল্মফেয়ার জয় করেছেন জয়া। কিন্তু, এবার পারলেন না জয়া। এবার সমালোচক ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায় চৌধুরী (মহানন্দা)।

তবে পুরস্কার না পেলেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ অনুষ্ঠানে সাদা শাড়ি পরে জমকালো সাজে সেজে সবার নজর কেড়েছেন অভিনেত্রী। জয়ার পাশাপাশি লগ্নজিতা চক্রবর্তীর উপস্থিতিতেও মেতেছিলো সেদিন লাল গালিচা। জয়া আহসানকে তার টকটকে সাদা নেট শাড়িতে ইথারিয়াল লাগছিল, আর চকচকে সবুজ গাউনে অসাধারণ লাগছিল লগ্নজিতা চক্রবর্তীকে।

এবারের জমকালো আয়োজন সঞ্চালনার দায়িত্বে ছিলেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য এবং শ্রাবন্তী চ্যাটার্জি। এদিন ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলিকে স্বীকৃতি দিয়ে ভারতীয় বাংলা সিনেমার সেরা উদযাপন করেছে। এবারো বরাবরের মতো, অপর্ণা সেন, সৌরভ দাস এবং শুভশ্রী গাঙ্গুলীদের সাথে রাতটি তারকাময় ছিল।

এদিন মঞ্চে অঙ্কুশ হাজরা একটি নজরকাড়া পারফরম্যান্স করেন। নুসরাত জাহান, মোনামী ঘোষ ও শ্রাবন্তী চ্যাটার্জিও চমৎকার অভিনয় করেছেন। এছাড়া বিশ্বনাথ বসু এবং অম্বরীশ ভট্টাচার্যের একটি হাস্যকর অভিনয়ও দেখা যায়।


বিভাগ : বিনোদন


আরও পড়ুন