প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি, প্রকাশ পেল এফবিসিসিআই’র থিম সং
১৫ মার্চ ২০২৩, ১১:১১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হলো বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সূতিকাগার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের সমৃদ্ধির গল্প শোনাতে তৈরি হলো একটি থিম সং। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মীর মাসুম। এতে সুরকারের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, তাসফী, অবন্তী সিঁথি ও নাসরিন নাশা।
বিশেষ এই গানটি প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘এফবিসিসিআই-এর ৫০ বছর পূর্তিতে থিম সং হলো। এবং সেটার গীতিকবিতা লেখার ভার আমি পেলাম, এটা সত্যিই অনেক আনন্দের ও সম্মানের। কারণ এই সংগঠনটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। ফলে প্রতিষ্ঠানটির জন্য গান রচনা করা গুরুদায়িত্বের মতো। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি। সুরকার মীর মাসুম, ভিডিও নির্মাতা তানভীর খান এবং যারা কণ্ঠ দিলেন- প্রত্যেকেই নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এফবিসিসিআই-সহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি।’
সুরকার মীর মাসুম জানান, এটা অনেকটা রিয়েলিটি শোয়ের মতো করে হয়েছে। যা বেশ কঠিন পরীক্ষা ছিলো তার কাছে। মাসুম বলেন, ‘এই গানটির জন্য আরও অনেকেই ডেমো জমা দিয়েছেন। এরমধ্যে আমাদেরটাই সিলেক্ট হয়। এখানেই শেষ নয়। রাসেল ভাইর এই লিরিকটির ওপর আমাকে তিনটা সুর করতে হয়। মানে একই লিরিকের তিনটা সুর। অবশেষে চূড়ান্ত হয় এখন যেটা প্রকাশ পেলো। তো সবমিলিয়ে এটা আমার জন্য এক ধরণের রিয়েলিটি শোয়ের মতো হলো। এবং আমি সেটা জয় করতে পেরেছি।’
এই গানটির জন্য মীর মাসুম ধন্যবাদ প্রকাশ করেন এফবিসিসিআই-এর প্রতি। উচ্ছ্বাস প্রকাশ করেন গীতিকবি জুলফিকার রাসেল ও নির্মাতা তানভীর খানের প্রতি।
তার ভাষায়, ‘আসলে এমন একটি শীর্ষ সংগঠনের জন্য থিম সং তৈরি করার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। আর সেই গানটি যদি লেখেন জুলফিকার রাসেল ভাইয়ের মতো মানুষ, তবে তো ডাবল সৌভাগ্যবান আমি। কারণ, তার কথায় এআর রহমানও গান করেছেন। রাসেল ভাইয়ের সঙ্গে গান করার স্বপ্ন বহু দিনের। এবার সেটি পূর্ণ হলো। আশা করছি আমরা সামনে আরও কাজ করবো। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভীর খান। যিনি আমাকে বরাবরই তার বটবৃক্ষের ছায়ায় রাখেন। আমি তার প্রতি বরাবরই কৃতজ্ঞ। শিল্পীরা যারা গানটি গেয়েছেন, তারা প্রত্যেকেই অনেক মেধাবী, আমি ছাড়া। এই গানেরও শিল্পীরা তারই প্রমাণ রেখেছেন।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৫ ফিলিস্তিনি

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

উখিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত ও আহত ৬

আবারও নিষেধাজ্ঞা পেলেন জহির

সখিপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আইপিএলে সন্দিপের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

আমিরাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের জমকালো অনুষ্ঠান

সেই বার্নাব্যুতে রিয়ালকে হারিয়েই সেমিত আর্সেনাল

স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভার রোমাঞ্চ জিতল দিল্লী

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র