প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি, প্রকাশ পেল এফবিসিসিআই’র থিম সং
১৫ মার্চ ২০২৩, ১১:১১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হলো বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সূতিকাগার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের সমৃদ্ধির গল্প শোনাতে তৈরি হলো একটি থিম সং। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মীর মাসুম। এতে সুরকারের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, তাসফী, অবন্তী সিঁথি ও নাসরিন নাশা।
বিশেষ এই গানটি প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘এফবিসিসিআই-এর ৫০ বছর পূর্তিতে থিম সং হলো। এবং সেটার গীতিকবিতা লেখার ভার আমি পেলাম, এটা সত্যিই অনেক আনন্দের ও সম্মানের। কারণ এই সংগঠনটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। ফলে প্রতিষ্ঠানটির জন্য গান রচনা করা গুরুদায়িত্বের মতো। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি। সুরকার মীর মাসুম, ভিডিও নির্মাতা তানভীর খান এবং যারা কণ্ঠ দিলেন- প্রত্যেকেই নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এফবিসিসিআই-সহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি।’
সুরকার মীর মাসুম জানান, এটা অনেকটা রিয়েলিটি শোয়ের মতো করে হয়েছে। যা বেশ কঠিন পরীক্ষা ছিলো তার কাছে। মাসুম বলেন, ‘এই গানটির জন্য আরও অনেকেই ডেমো জমা দিয়েছেন। এরমধ্যে আমাদেরটাই সিলেক্ট হয়। এখানেই শেষ নয়। রাসেল ভাইর এই লিরিকটির ওপর আমাকে তিনটা সুর করতে হয়। মানে একই লিরিকের তিনটা সুর। অবশেষে চূড়ান্ত হয় এখন যেটা প্রকাশ পেলো। তো সবমিলিয়ে এটা আমার জন্য এক ধরণের রিয়েলিটি শোয়ের মতো হলো। এবং আমি সেটা জয় করতে পেরেছি।’
এই গানটির জন্য মীর মাসুম ধন্যবাদ প্রকাশ করেন এফবিসিসিআই-এর প্রতি। উচ্ছ্বাস প্রকাশ করেন গীতিকবি জুলফিকার রাসেল ও নির্মাতা তানভীর খানের প্রতি।
তার ভাষায়, ‘আসলে এমন একটি শীর্ষ সংগঠনের জন্য থিম সং তৈরি করার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। আর সেই গানটি যদি লেখেন জুলফিকার রাসেল ভাইয়ের মতো মানুষ, তবে তো ডাবল সৌভাগ্যবান আমি। কারণ, তার কথায় এআর রহমানও গান করেছেন। রাসেল ভাইয়ের সঙ্গে গান করার স্বপ্ন বহু দিনের। এবার সেটি পূর্ণ হলো। আশা করছি আমরা সামনে আরও কাজ করবো। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভীর খান। যিনি আমাকে বরাবরই তার বটবৃক্ষের ছায়ায় রাখেন। আমি তার প্রতি বরাবরই কৃতজ্ঞ। শিল্পীরা যারা গানটি গেয়েছেন, তারা প্রত্যেকেই অনেক মেধাবী, আমি ছাড়া। এই গানেরও শিল্পীরা তারই প্রমাণ রেখেছেন।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ