ক্ষমা না চাইলে সালমানকে হত্যা করা হবে: গ্যাংস্টার লরেন্স
২০ মার্চ ২০২৩, ১১:২৯ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

দিনকয়েক আগে জেলে বসেই বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। আবারও পরিষ্কার জানিয়ে দিলেন, ‘সালমান খানকে হত্যা’ করাই তার জীবনের লক্ষ্য। সেই সঙ্গে এর আগে খুন হওয়া পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার সঙ্গেও সালমানের তুলনা করেছেন তিনি। লরেন্স বিষ্ণোই হুমকি দিয়ে বলেছেন, ‘অহংকার ওদের রাবণের চেয়েও বড়।’
সম্প্রতি কারাগারে বসে সাক্ষাৎকার দিয়েছেন লরেন্স বিষ্ণোই। এ সময় তিনি বলেন, ‘আমার জীবনের লক্ষ্য হলো সালমান খানকে হত্যা করা। সালমানের নিরাপত্তা সরিয়ে দিলেই আমি তাকে হত্যা করব। সালমান খানকে ক্ষমা চাইতে হবে। তার মন্দিরে যাওয়া উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘যদি তিনি (সালমান) ক্ষমা চান, তাহলে বিষয়টি শেষ হয়ে যাবে। আসলে সালমান অহংকারী, মুসেওয়ালাও এমন ছিলেন। সালমানের অহং রাবণের চেয়েও বড়।’ এর আগে লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন, সালমান খান তাকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়েছিলেন। তিনি তখন জানান, ‘সালমান খানকে নিয়ে আমাদের সমাজে ক্ষোভ রয়েছে। সে আমার সমাজকে অপমান করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও সে ক্ষমা চায়নি।’
তিনি আরও হুমকি দেন, ‘যদি সে ক্ষমা না চায়, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকুক। আমি অন্য কারো ওপর নির্ভর করব না। ছোটবেলা থেকেই তার ওপর আমার মনে ক্ষোভ রয়েছে। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি তাকে ক্ষমা করে, তাহলে আমি কিছু বলব না।’
সালমান খান কেন লরেন্স বিষ্ণোইয়ের রোষানলে পড়েছেন তা জানতে হলে ফিরে তাকাতে হবে দুই দশক পেছনে। কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। কৃষ্ণসার হরিণের রক্ষকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশই এই লরেন্স। ১৯৯৮ সালে সালমান খান যোধপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তখন থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল বলিউডের ‘ভাইজান’।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

বাংলা সন ও সাংস্কৃতিক লড়াই

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষন মামলার চার্জশিট দাখিল

‘জয় শ্রীরাম’ শ্লোগান দেয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল