রাতেই আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান
২৫ মে ২০২৩, ০৭:১৮ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ০৭:১৮ পিএম

কোক স্টুডিও বাংলা দ্বিতীয় সিজনটি শুরু করেছিল ‘মুড়ির টিন’ দিয়ে। বেশ প্রশংসা পেয়েছিল গানটি। এরপর একাধিক গান প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় কোক স্টুডিও বাংলা এবার নিয়ে আসছে পল্লিকবি জসীমউদ্দীনের গান। এ গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বগা তালেব। আজ (২৫ মে) রাত ৮টায় চট্টগ্রামের বোট ক্লাবে সরাসরি দর্শক-শ্রোতাদের সামনে নতুন গানটির প্রদর্শনী হবে। সেই সঙ্গে কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে তাদের পোস্টে জানানো হয়েছে।
গানটি প্রসঙ্গে বগা তালেব বলেন, ‘কর্মক্লান্ত সময়ে ঝিরঝিরে ঠান্ডা বাতাস গায়ে লাগলে যেমন অনুভূতি হয়, এই গানটাও তেমন। এ ধরনের গান খুব কসরত করে গাওয়ার মতো না, উজানে নাও ভাসিয়ে গাওয়ার মতো গান।’
বগা তালেব আরো জানান, গানটি তোলার ক্ষেত্রে তার গুরু গোলাম পাঞ্জাতনের কাছে নির্দেশনা পেয়েছেন তিনি। ছোটবেলা থেকেই তার কাছে গান শিখেছেন তিনি।
এদিকে শায়ান চৌধুরী অর্ণবও তার নিজের ফেসবুক একাউন্ট থেকে নতুন গান আসার কথা ঘোষণা করেছেন। ফেসবুক পোস্টে অর্ণব লেখেন, ‘‘এটা আমার কনসার্ট নয়, আমরা একসঙ্গে আমাদের নতুন গান লঞ্চ করবো। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তারা চট্টগ্রামের বোট ক্লাবে চলে আসতে পারেন এবং সরাসরি প্রদর্শনী দেখতে পারেন। আমরা কর্ণফুলি নদীর পাড়ে চমৎকার পরিবেশে গান শুনতে শুনতে এবং কথপোকথনের মধ্য দিয়ে সময় কাটাবো। আর সময় পেলে হয়তো আমার ভক্তদের জন্য দুই এক লাইন গাইবোও।’’
জানা গেছে, চট্টগ্রামের বোট ক্লাবে প্রদর্শনীর পরেই গানটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
উল্লেখ্য, এর আগেও কোক স্টুডিও বাংলায় গান করেছেন বগা তালেব। গত বছর অর্ণবের সঙ্গে ‘চিলতে রোদ’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। পেয়েছিলেন বেশ প্রসংশা। পল্লীকবির গানে বগা তালেবের সঙ্গে সংগত করেছেন লন্ডনের খ্যাতনামা জ্যাজশিল্পী ইদরিস রহমান। কোক স্টুডিও বাংলার সবশেষ গানটি ছিল দেওরা শিরোনামের। এই সারি গানটি কণ্ঠে তুলেছেন ইসলাম উদ্দিন পালাকার। ভিনদেশীদের কাছেও আলোচিত হয়েছে গানটি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

রুদ্ধশ্বাস ফাইনাল শেষ বলে জিতে ধোনিকে রাজকীয় বিদায় দিল চেন্নাই

১৫ বছর পর বন্ধ হলো বেইজিং এলজিবিটি সেন্টার

সাগরে চীনকে প্রতিরোধে ফিলিপিন্স কৌশলের মূল খেলোয়াড় ভিয়েতনাম

পঙ্গপালের আক্রমণে বিশাল ক্ষতিতে আফগান কৃষকরা

‘পাকিস্তানে আজ নৈরাজ্য, বেকারত্ব সাধারণ ব্যাপার’

চলতি অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ০.২৯ শতাংশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

কানাডায় ছুরিকাঘাতে শিখ নারী খুন

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ

সংঘাত নয় শান্তিপূর্ণ সমাধান চাই : প্রধানমন্ত্রী

মার্কিন ভিসা নীতিতে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে

কিসের জাদুতে আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপরই বড় চাপ সৃষ্টি করেছে

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ বিশেষ প্রতিবেদক শ্যুটারের উদ্বেগ

বাজেটের পর জ্বালানির দাম সমন্বয়

টিভিতে দেখুন

মেয়র তাপসকে গ্রেফতার দাবি

বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন ছোটন

নেইমারহীন ব্রাজিলে নতুনের ছড়াছড়ি

লেস্টারের অবনমন টিকে রইল এভারটন