কোক স্টুডিওতে এবার আব্বাসউদ্দীনের বিখ্যাত গান নদীর কূল
২৬ মে ২০২৩, ০৮:১৯ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম
রিপন কুমার সরকারের (বগা) অনবদ্য পরিবেশনা নিয়ে প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলা’র নতুন গান ‘নদীর কূল’। সঙ্গীত ও সংস্কৃতির ফিউশনের জন্য পরিচিত প্ল্যাটফর্মটির এই নতুন গানে পল্লীকবি জসীম উদ্দীন ও কিংবদন্তী শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এটি আব্বাসউদ্দীনের গাওয়া এবং জসীম উদ্দীনের লেখা কালজয়ী গানটির আধুনিক সংস্করণ। কোক স্টুডিও বাংলা ক্রমাগত দর্শক-শ্রোতাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছে। প্ল্যাটফর্মটির হৃদয়ছোঁয়া পরিবেশনাগুলো ঘুচিয়ে দেয় প্রজন্ম, ভাষা ও আবেগের দূরত্ব। ‘নদীর কূল’ বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানায়। লোকসঙ্গীতের মূল আবেগটি অক্ষুণœ রেখে এতে যুক্ত করা হয়েছে আধুনিক কিছু বিষয়। প্রথম সিজনের ‘চিলতে রোদ’ খ্যাত উদীয়মান শিল্পী রিপন কুমার সরকারের (বগা) কণ্ঠে গানটিকে প্রাণ দিয়েছে। গানটির আবেগ তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যাতে দর্শক-শ্রোতারা মুগ্ধ হবেন। ভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে গানটি প্রকাশ করা হয়। কোক স্টুডিও বাংলা’র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব চট্টগ্রাম বোট ক্লাবে কোক স্টুডিও বাংলা’র কিছু ভক্তের সাথে দেখা করেন। ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি সব ভক্তের সাথে যুক্ত হন এবং সঙ্গীত নিয়ে কথা বলেন। এরপর গানটি প্রকাশিত হয়। অর্ণব গানের স্বরে গতিশীল নদীর তরঙ্গকে ফুটিয়ে তুলেছেন। নদীর প্রকৃতিই এমন, কখনো শান্ত, কখনো উত্তাল; কখনো আনন্দময়, আবার কখনো বিষণœ। শায়ান চৌধুরী অর্ণব বলেন, এই প¬্যাটফর্মের শুরু থেকেই আমরা বাংলা গানকে বৈশ্বিক প¬্যাটফর্মে, বিশেষত তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চেয়েছি। সঙ্গীতপ্রেমী এই জাতির আবেগকে ফুটিয়ে তুলতে আমরা নতুন ও অনন্য কিছু উপাদান এতে যোগ করেছি। প¬্যাটফর্ম হিসেবে কোক স্টুডিও বাংলা শুধু গায়ক নয়, বরং শিল্পীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করছে। বিভিন্ন ধারার বাদ্যযন্ত্রী, শিল্পী ও গায়করা একত্রে কাজ করলে অসাধারণ কিছু যে সৃষ্টি হতে পারে, ‘নদীর কূল’ তার একটি চমৎকার উদাহরণ। এর ফলে প্রত্যেক শিল্পীই মতবিনিময় করা, নতুন কিছু শেখা এবং শিল্পী হিসেবে বেড়ে ওঠার সুযোগ পান। মূলত ‘নদীর কূল’ একটি ভাটিয়ালী গান। তবে গানটির যেসব অংশে সুরের খেলা রয়েছে সেখানে কীর্তনের প্রভাবও রয়েছে। এর মাধ্যমে নদীর একটি ভিন্ন চিত্র ফুটে উঠেছে। গানটির শিল্পী রিপন কুমার সরকারের (বগা) নিজের কীর্তনের দল রয়েছে। এই ধরনের গানে তার অভিজ্ঞতা ও দক্ষতার কারণে এটি তার শিল্পী সত্ত্বার প্রকাশের জন্য একটি চমৎকার গান। বিশেষত বাঁশি ও খোলের ব্যবহারের ফলে কীর্তন ধারাটি ফুটে উঠেছে ও ‘নদীর কূল’ গানটি হয়ে উঠেছে প্রাণবন্ত। রিপন কুমার সরকার বলেন, আব্বাসউদ্দীনের মতো বিখ্যাত শিল্পী এবং জসীম উদ্দীনের মতো মহান কবির গান গাইতে পারা আমার জন্য দারুণ সম্মানের। ভাটিয়ালী ও কীর্তনের মতো উপাদান এখানে আছে, যা একসাথে মিলে দর্শক-শ্রোতাদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতার সৃষ্টি করে। রিপন ও অর্ণবের পাশাপাশি গানটিতে আরো আছেন জ্যাজ শিল্পী ইদ্রিস। সুথসেয়ার নামে লন্ডনে তার নিজস্ব ব্যান্ড আছে। দেশের বাইরে সঙ্গীত নিয়ে কাজ করলেও তার বাংলাদেশী পরিচয় তাকে নিজের শিকড় খুঁজে বের করতে উদ্বুদ্ধ করেছে। কোক স্টুডিও বাংলা’র অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে ‘নদীর কূল’ গানটি উপভোগ করা যাচ্ছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসিকে নিয়ে বড় পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আছি: হাছান মাহমুদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না : যুবদল সভাপতি
ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি শাজাহান খান
আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত স্থগিত
সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ মহাসম্মেলন কাল
ব্র্যাক ব্যাংকের ৩০,০০০ কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক
ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণায় জোর দিতে স্থানীয় সরকার উপদেষ্টার পরামর্শ
ব্রাহ্মণপাড়ায় জেলেকে পিটিয়ে হত্যা
কুয়াকাটায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
কলারোয়ায় হাজার হাজার ছাগলের মৃত্যু
হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদ
শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯
লোহাগাড়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বন্দরগুলোর অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : নৌপরিবহন উপদেষ্টা
পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স
যশোরে বিএনপি নেতার আদালতে আত্মসমর্পণ
যশোর শহরজুড়ে রাস্তার পাশে ময়লার ভাগাড়